RCB vs KKR Dream 11 Prediction: আইপিএল মহারণ! KKR ও RCB-এর হয়ে কারা মাতাবে ইডেন, দেখুন সম্ভাব্য একাদশ, ম্যাচ বিশ্লেষণ!

RCB vs KKR Playing 11 Prediction, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru Dream 11 Prediction: আইপিএল ২০২৫-এ কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) কেমন দল নিয়ে নামছে?

RCB vs KKR Playing 11 Prediction, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru Dream 11 Prediction: আইপিএল ২০২৫-এ কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) কেমন দল নিয়ে নামছে?

author-image
IE Bangla Sports Desk
New Update
Supporters: শনিবারের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ক্রমশ বাড়ছে

Supporters: শনিবারের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ক্রমশ বাড়ছে। (ছবি- আইপিএল)

RCB vs KKR Dream 11 Prediction, IPL 2025: শনিবারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এ মাঠে নামতে চলেছে কেকেআর এবং আরসিবি।প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) কেমন দল নিয়ে নামতে পারে? দেখে নিন সম্ভাব্য একাদশ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্লেষণ! 

Advertisment

KKR-এর সম্ভাব্য একাদশ (Predicted XI)

১) কুইন্টন ডি কক (উইকেটরক্ষক)
২) সুনীল নারিন
৩) অজিঙ্কা রাহানে (অধিনায়ক)
৪) ভেঙ্কটেশ আইয়ার
৫) রিঙ্কু সিং
৬) আন্দ্রে রাসেল
৭) রমনদীপ সিং
৮) হর্ষিত রানা
৯) বৈভব অরোরা
১০) স্পেনসার জনসন
১১) বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট সাব: অঙ্গকৃশ রঘুবংশী /লুভনিথ সিসোদিয়া

KKR-এর সম্পূর্ণ স্কোয়াড (Full Squad):

Advertisment

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), মণীশ পাণ্ডে, অনরিক নোর্কিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লুভনিথ সিসোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিন, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া।

RCB-এর সম্ভাব্য একাদশ (Predicted XI)

বিরাট কোহলি
ফিলিপ সল্ট
রজত পাতিদার (অধিনায়ক)
লিয়াম লিভিংস্টোন
ক্রুনাল পাণ্ডিয়া
জিতেশ শর্মা (উইকেটরক্ষক)
টিম ডেভিড
রসিক দার সালাম/মনোজ ভাণ্ডগে
ভুবনেশ্বর কুমার
জশ হেজেলউড
যশ দয়াল
ইমপ্যাক্ট সাব: স্বপ্নীল সিং/সুয়শ শর্মা

RCB-এর সম্পূর্ণ স্কোয়াড (Full Squad):

রজত পতিদার (অধিনায়ক), ক্রুনাল পাণ্ডিয়া, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, ফিলিপ সল্ট, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, মনোজ ভাণ্ডগে, টিম ডেভিড, স্বস্তিক চিকারা, মোহিত রাঠি, লিয়াম লিভিংস্টোন, রোমারিও শেফার্ড, জেকব বেটেল, স্বপ্নীল সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), নুয়াল তুষারা, লুঙ্গি এনগিডি, যশ দয়াল, রসিক দার সালাম, সুয়শ শর্মা, অভিনন্দন সিং।

কে এগিয়ে? KKR নাকি RCB?

  • KKR-এর শক্তি: ব্যাটিং লাইনআপ ভারসাম্যপূর্ণ, শক্তিশালী অলরাউন্ডার রয়েছে (রাসেল, নারিন)।
  • RCB-এর শক্তি: দলে কোহলি, পাতিদার ও লিভিংস্টোনের মতো ব্যাটসম্যান আছেন, ফাস্ট বোলিং বিভাগে হেজেলউড ও ভুবনেশ্বর রয়েছেন।
  • KKR-এর দুর্বলতা: পেস বোলিং বিভাগে অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে।
  • RCB-এর দুর্বলতা: মিডল অর্ডার কিছুটা অনভিজ্ঞ ও অনির্ভরযোগ্য।

আরও পড়ুন- কলকাতায় আইপিএল টিকিট প্রতারণা! ১২,০০০ টাকা খোয়ালেন গিরিশ পার্কের মহিলা

দুই দলের মধ্যে ধারে ও ভারে কেকেআর কিছুটা হলেও এগিয়ে। তবে, ক্রিকেট সবসময়ই অনিশ্চয়তার খেলা। ফলে, ইডেনে শনিবার ম্যাচের ফলাফল ঠিক কী হয়, সেদিকে তাকিয়ে দুই দলই।  

cricket KKR Indian Premier League (IPL) IPL RCB