IPL Ticket Scam: কলকাতায় আইপিএল টিকিট প্রতারণা! ১২,০০০ টাকা খোয়ালেন গিরিশ পার্কের মহিলা

Fraudsters lured her with discounts, took the money, and blocked all contact: কলকাতার এক মহিলা ইনস্টাগ্রামে প্রতারকদের ফাঁদে পড়ে আইপিএল টিকিট কিনতে গিয়ে ১২,০০০ টাকা খোয়ালেন। প্রতারকরা টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ।

Fraudsters lured her with discounts, took the money, and blocked all contact: কলকাতার এক মহিলা ইনস্টাগ্রামে প্রতারকদের ফাঁদে পড়ে আইপিএল টিকিট কিনতে গিয়ে ১২,০০০ টাকা খোয়ালেন। প্রতারকরা টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL-Cricket: আইপিএল ক্রিকেট

IPL-Cricket: আইপিএল ক্রিকেট। (ছবি- আইপিএল)

Kolkata Woman Falls Victim to IPL Ticket Scam on Instagram, Loses ₹12,000: কলকাতার গিরিশ পার্কের এক মহিলা আইপিএল Indian Premier League (IPL) ২০২৫-এর ডিসকাউন্টেড টিকিট কেনার চেষ্টা করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। ইনস্টাগ্রামের এক ফেক পেজ আকর্ষণীয় অফার দিয়েছিল। তাই দেখে ওই মহিলা টাকা দিয়েছিলেন। কিন্তু, তিনি পুরো টাকা নেওয়ার পর ওই মহিলাকে ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর, তারপরই তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পারেন ওই মহিলা। এরপর তিনি কলকাতা পুলিশের দ্বারস্থ হন।

Advertisment

কীভাবে ঘটল প্রতারণা?

  • প্রথমে টিকিটের ৩০% অগ্রিম টাকা দেন মহিলা।
  • এরপর একটি কনফারমেশন ইমেইল পান, যেখানে বাকিটা পরিশোধের অনুরোধ করা হয়।
  • পুরো ১২,০০০ টাকা পাঠানোর পর, তিনি দেখেন তার সব যোগাযোগ মাধ্যম ব্লক করা হয়েছে।
  • প্রতারকরা ইয়েস ব্যাংক (Yes Bank)-এর একটি অ্যাকাউন্টে টাকা জমা নেয়, যা এখন তদন্তের অধীনে রয়েছে।

অভিযোগ দায়ের

Advertisment

ঘটনার পর, ভুক্তভোগী ওই মহিলা ২০২৫ সালের ১৫ মার্চ গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন এবং সিআইডি (CID, Cricket News)-র সাইবার সেলে অভিযোগ দায়ের করেন।

পুলিশের তদন্ত:

  • এই ডিজিটাল ট্রানজ্যাকশন ট্রেস করছে।
  • ভুয়া টিকিট বিক্রেতাদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে।
  • আইপিএল ও অন্যান্য স্পোর্টস ইভেন্টের জন্য ভুয়া ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজগুলোর ওপর নজরদারি করছে।

প্রতারিত হওয়া এড়ানোর উপায়

  • শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনুন।
  • অত্যন্ত কম দামের অফার এলে সন্দেহ করুন।
  • কোনো সামাজিক মাধ্যমের লিংকের মাধ্যমে টাকা পাঠানোর আগে যাচাই করুন।

আরও পড়ুন- ম্যাচের তারিখ, সময় ও ভেন্যুর বিস্তারিত তালিকা! আইপিএলের পুরো সূচি দেখে নিন একনজরে

তদন্ত চলছে (Police Investigation)!

কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ প্রতারকদের চিহ্নিত করার চেষ্টা করছে। এই ব্যাপারে কলকাতা পুলিশের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে, আশপাশে কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন, তাঁরা যেন অবিলম্বে বিষয়টি পুলিশকে জানান! কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরেই খবর পাচ্ছিল যে টিকিট নিয়ে কালোবাজারি চলছে। এর মধ্যে, আইপিএল ক্রিকেটেই টিকিট প্রতারণার (Indian Premier League Cricket) অভিযোগ বারবার উঠেছে। কারণ, ফ্যানবেসের কারণে এই সময় টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। তাই প্রতারণা ঘটে বলেই তদন্তকারীদের অনুমান। 

Police Investigation Cricket News Indian Premier League (IPL) IPL cricket