IPL 2025: কেকেআর-এলএসজি ম্যাচে বদলাচ্ছে উইকেট? গরম কাহিল হবেন নাইটরা?

Find out the pitch conditions and weather forecast for the KKR vs LSG match at Eden Gardens. কেকেআর-এলএসজি ম্যাচে কেমন থাকবে আবহাওয়া, ইডেনের পিচের হালই বা কেমন থাকবে?

Find out the pitch conditions and weather forecast for the KKR vs LSG match at Eden Gardens. কেকেআর-এলএসজি ম্যাচে কেমন থাকবে আবহাওয়া, ইডেনের পিচের হালই বা কেমন থাকবে?

author-image
IE Bangla Sports Desk
New Update
Wicket-Rahane: হোম টিমের সুবিধাজনক পিচ চেয়ে আবেদন করেছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে

Wicket-Rahane: হোম টিমের সুবিধাজনক পিচ চেয়ে আবেদন করেছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। (ছবি- আইপিএল)

IPL 2025: KKR vs LSG at Eden Gardens- Pitch Report and Weather Forecast: আজ, ৮ এপ্রিল ২০২৫, ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মধ্যে আইপিএল (Indian Premier League (IPL) ২০২৫-এর ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের পিচ রিপোর্ট এবং আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Advertisment

পিচ রিপোর্ট:

ইডেন গার্ডেন্সের পিচ সাধারণত ব্যাটসম্যানদের সহায়ক হলেও, সাম্প্রতিক ম্যাচগুলোতে স্পিনারদের জন্য সুবিধাজনক বলে প্রমাণিত হয়েছে। গত ম্যাচে কেকেআর (Kolkata Knight Riders) ২০০ রান সংগ্রহ করেছিল এবং সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানে পরাজিত করেছিল। এই ম্যাচে পিচ শুকনো এবং ধীরগতির হতে পারে। যা স্পিনারদের জন্য সহায়ক হবে। তবে, প্রথম দিকে ব্যাটসম্যানরা সুবিধা পেতে পারেন, কিন্তু ম্যাচের অগ্রগতির সঙ্গে সঙ্গে পিচ ধীরগতির হয়ে যেতে পারে।​

আবহাওয়ার পূর্বাভাস:

Advertisment

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় তাপমাত্রা ম্যাচের শুরুতে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং ম্যাচের শেষে তা ২৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। আকাশে মাঝে মাঝে মেঘ দেখা যেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতা এবং তাপমাত্রা বিবেচনায়, খেলোয়াড়দের জন্য এই ম্যাচ রীতিমতো চ্যালেঞ্জিং হতে পারে।​ কারণ, এত গরমে আর এত বেশি আর্দ্রতায় খেলতে কেকেআর এবং এলএসজি অভ্যস্ত নয়। 

সব মিলিয়ে, কেকেআর বনাম এলএসজি (Lucknow Super Giants) ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে। যেখানে পিচ এবং আবহাওয়া উভয়ই ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দুই দলের সম্ভাব্য একাদশ

কেকেআর (KKR):
কুইন্টন ডি কক / রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অংকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা

এলএসজি (LSG):
মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, আবেশ খান, দিগ্বেশ রাঠি

ইমপ্যাক্ট প্লেয়ার: রবি বিষ্ণোই

আরও পড়ুন- শেষ পর্যন্ত লড়েও হার, বেঙ্গালুরু ১২ রানে হারাল মুম্বইকে

দুই দলের স্কোয়াড

কলকাতা নাইট রাইডার্স (KKR):
কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, অংকৃশ রঘুবংশী, মইন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্ত্তী, মনীশ পাণ্ডে, বৈভব অরোরা, লভনীত সিসোদিয়া, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, আনরিখ নরকিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, স্পেনসার জনসন, রহমানউল্লাহ গুরবাজ, চেতন সাকারিয়া।

লখনউ সুপার জায়ান্টস (LSG):
আইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (উইকেটকিপার/অধিনায়ক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগ্বেশ সিং রাঠি, আকাশ দীপ, আভেশ খান, রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, শাহবাজ আহমেদ, মনিমারন সিদ্ধার্থ, আকাশ মহারাজ সিং, মায়াঙ্ক যাদব, শামার জোসেফ, আর্শিন কুলকার্নি, যুবরাজ চৌধুরী, আর.এস. হাঙ্গারগেকার, আর্যন জুয়াল, ম্যাথিউ ব্রেটজকে, হিম্মত সিং।

Kolkata Knight Riders Lucknow Super Giants Indian Premier League (IPL)