Hyderabad Falls Again! Kolkata Knight Riders Crush SRH in IPL 2025 Showdown at Eden: এসেছিলেন ২০২৪ সালের আইপিএল ফাইনালে হারের বদলা নিতে। টসের সময় কথা বলতে গিয়ে তার ইঙ্গিতও দিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু, বৃহস্পতিবার ইডেন গার্ডেনসকে শেষ পর্যন্ত দেখা গেল কামিন্সদের বদলার স্বপ্ন অধরাই থেকে গেল। উলটে কেকেআরের কাছে ৮০ রানে হেরে লজ্জার বোঝা বাড়াল সানরাইজার্স হায়দরাবাদ।
পরিসংখ্যান বলছে, ইডেনে রান তাড়া করা দলের জয়ের সংখ্যা বেশি। বৃহস্পতিবার টস জিতেও হায়দরাবাদ ব্যাট করতে পাঠিয়েছিল কলকাতাকে। কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানেও জানিয়ে দিয়েছিলেন, তিনিও টস জিতলে ব্যাটিংটাই নিতেন। টস জয়ের পর সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স গত আইপিএল ফাইনালে হারের প্রসঙ্গ টেনে ইঙ্গিতবাহী ভাবে বলেন, 'আমরা বোলিং করব। পিচটা ভালোই লাগছে। তবে আমি অতটা বুঝি না। গতবার ফাইনালে ওরা আমাদের হারিয়েছিল। তবে এবার দুই দলেই কিছু পরিবর্তন এসেছে। আমরা ব্যাটিং নিয়ে কথা বলেছি। আমাদের সেরা পারফরম্যান্স এসেছে আক্রমণাত্মক খেলার সময়। তবে ব্যাটিং কখনও বেপরোয়া হওয়া উচিত নয়। অনিকেত দুর্দান্ত পারফর্ম করছে। যে কোনও পরিস্থিতিতে ও নির্ভীক থাকে। সমন্বয়টা গুরুত্বপূর্ণ। তবে আমাদের কাছে পরিষ্কার পরিকল্পনা রয়েছে।'
কিন্তু, দিনের শেষে দেখা গেল- হায়দরাবাদের কোনও কৌশলই কাজ দিল না। প্রথমে ব্যাটিং করে কেকেআর তুলেছিল ২০০ রান। জবাবে ১২০ রানেই অলআউট হয়ে গেল সানরাইজার্স। কেকেআরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ইমপ্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী। দু'জনেই ৩টি করে উইকেট নিয়েছেন। পাশাপাশি আন্দ্রে রাসেলও নিয়েছেন ২ উইকেট। আর, তাতেই খরচের খাতায় চলে গেল হায়দরাবাদের ইনিংস। দক্ষিণের দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন হেনরিচ ক্লাসেন। তিনি ২১ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩৩ রান করেছেন। কামিন্দু মেন্ডিস করেছেন ২০ বলে ২৭ রান। নীতীশকুমার রেড্ডি ১৫ বলে ১৯ রান। প্যাট কামিন্স ১৫ বলে ১৪ রান। বাকিরা ব্যক্তিগত ৫ রানের মধ্যেই ফিরে গেছেন।
আরও পড়ুন- কামিন্সদের সব রণকৌশল ফেল! ইডেনে ফের হায়দরাবাদের সূর্যাস্ত
নাইটদের সর্বোচ্চ রান করেছেন ভেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৬০)। অঙ্গকৃশ রঘুবংশীও দুর্দান্ত খেলেছেন (৩২ বলে ৫০)। অধিনায়ক রাহানে ২৭ বলে করেছেন ৩৮ রান। রিংকু সিং ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থেকে গেছেন।