IPL 2025: আরসিবির বোলিং কোচ হলেন মুম্বইয়ের ওমকার সালভি। তিনবারের আইপিএল ফাইনালিস্টরা এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেনি। তাদের আশা, মুম্বইয়ের রঞ্জি কোচ এই ব্যাপারে আরসিবিকে সাহায্য করতে পারবেন। সালভি ঘরোয়া সার্কিটে অতি পরিচিত নাম। তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচ ছিলেন। কেকেআর ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। সালভি বর্তমানে মু্ম্বই দলের বোলিং কোচ। তাঁকেই ফাস্ট বোলারদের কোচ নিযুক্ত করেছে আরসিবি।
কেকেআরের পর সালভি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। মুম্বইয়ের সঙ্গে প্রধান কোচ হিসেবে সালভির চুক্তি ২০২৫ সালের মার্চে শেষ হবে। সেকথা মাথায় রেখে সালভিকে নিচ্ছে আরসিবি। এই ব্যাপারে আরসিবি শীঘ্রই ঘোষণা করবে। সূত্রের খবর, 'আগামী মরসুমের জন্য তাঁকে আরসিবি (RCB)-এর বোলিং কোচ নিযুক্ত করা হয়েছে। তাঁর দক্ষতা রয়েছে। তিনি কেকেআর ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করেছেন। চুক্তির ক্ষেত্রে এই ব্যাপারগুলোকেও মাথায় রাখছেন আরসিবি কর্তারা।'
ওমকার সালভি ভারতের প্রাক্তন পেসার আবিষ্কার সালভির ভাই। তিনি কোচ থাকাকালীন, মুম্বই গত মরশুমে রঞ্জি জিতেছে। একজন দক্ষ কোচ হলেও সালভি পরদার আড়ালে থাকতে পছন্দ করেন। কোচ হিসেবে নামী হলেও খেলোয়াড় জীবনে ততটা বিখ্যাত ছিলেন না ওমকার সালভি। ২০০৫ সালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রেলওয়ের হয়ে তিনি শুধুমাত্র একটি এ তালিকাভুক্ত ম্যাচ খেলেছিলেন।
Virat Kohli’s pep talk to the RCB Women’s Team
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 16, 2023
King came. He spoke. He inspired. He’d be proud watching the girls play the way they did last night. Watch @imVkohli's pre-match chat in the team room on Bold Diaries.#PlayBold #ನಮ್ಮRCB #WPL2023 pic.twitter.com/fz1rxZnID2
এর আগে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৫ মরশুমের জন্য দীনেশ কার্তিককে ব্যাটিং কোচ করেছে। তাঁকে পরামর্শদাতা নিয়োগ করেছে। সালভির মত কার্তিকও অতীতে কেকেআর-এর হয়ে কাজ করেছেন। আরসিবি এখন এমন কর্মীদের চাইছে, যাঁরা তাদের প্রথমবার আইপিএল এনে দিতে পারে।
আরও পড়ুন- স্পেশ্যালিস্ট এই তারকাকে তো রাখতেই হবে! টিম ইন্ডিয়ার প্ৰথম ১১ নিয়ে বড় সওয়াল এবার সৌরভের
আর কয়েকদিন পরেই আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে এবার দুর্দান্ত দল করতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিবারই অবশ্য তারা বেশ ভালোই দল বানায়। ট্রফি জয়ের লক্ষ্যে ভালো বিজ্ঞাপন দিয়ে প্রচারও চালায়। কিন্তু, ট্রফি শেষে দেখা যায় যে বেঙ্গালুরুর দল মুখ থুবড়ে পড়েছে। ইতিমধ্যে তারা দলের নাম ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু করেছে। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি বেঙ্গালুরুর দলের।