Prithvi Shaw dance video: 'কাঁটা লাগা' নায়িকার সঙ্গে অশ্লীল জড়াজড়ি পৃথ্বীর! জন্মদিনের ড্যান্স পার্টিতে আগুনে বিতর্কে সুপারস্টার

Prithvi Shaw Birthday Party: অভব্য, অশালীনতার সীমা ছাড়ালেন পৃথ্বী, জন্মদিনের পার্টিতে শেফালির সঙ্গে যা করলেন চমকে উঠবেন দেখলে। নেটিজেনরা তো পুরো হতবাক।

Prithvi Shaw Birthday Party: অভব্য, অশালীনতার সীমা ছাড়ালেন পৃথ্বী, জন্মদিনের পার্টিতে শেফালির সঙ্গে যা করলেন চমকে উঠবেন দেখলে। নেটিজেনরা তো পুরো হতবাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Prithvi Shaw, Viral Video, পৃত্থী শ, ভাইরাল ভিডিও,

Prithvi Shaw Viral Video: পৃত্থী শ'-এর ভিডিও ভাইরাল। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম)

Prithvi Shaw birthday: জন্মদিনের পার্টিতে পৃথ্বী শ-এর নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। ট্রোলও হলেন এই ক্রিকেটার। টিম ইন্ডিয়ার এই খেলোয়াড় বর্তমানে তাঁর খারাপ ফর্মের জন্য সমালোচনার কেন্দ্রে। অতিরিক্ত ওজনের কারণে মুম্বই দল থেকে ছিটকে গেছেন পৃথ্বী। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

Advertisment

এই কিছুদিন আগেও পৃথ্বী শ-কে অনেকেই, ক্রিকেট দুনিয়ার নতুন শচীন তেণ্ডুলকার ভাবতে শুরু করেছিলেন। কিন্তু, বর্তমানে সেই পৃত্থীই নিজের কেরিয়ার বাঁচাতে হিমশিম খাচ্ছেন। মুম্বাইয়ের এই খেলোয়াড় শুধু টিম ইন্ডিয়াই না। মুম্বই দলেও নিজের জায়গা ধরে রাখতে পারেননি। ফিটনেসের কারণে পৃথ্বী তিনি মুম্বই দলে জায়গা হারিয়েছেন। তাই আইপিএল নিলামেও কোনও দল পৃত্থীকে কেনার মুডে নেই। তার মধ্যেই পৃথ্বী-র একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি, ৯ নভেম্বর তাঁর ২৫তম জন্মদিন পালন করেছেন পৃত্থী। আর, সেই জন্মদিনের পার্টির একটি ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওর জন্য তুমুল সমালোচনার মুখেও পড়ছেন পৃথ্বী।

Advertisment

ওই ভিডিওয় পৃথ্বীকে কয়েকজন বন্ধুর সঙ্গে নাচতে দেখা গিয়েছে। পৃথ্বী নিজেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কিছু নেটিজেন বলেছেন যে কেরিয়ার ঝুলে গেছে। তার মধ্যেই পৃথ্বীর আনন্দ নেওয়ার বিরাম নেই। কিছু নেটিজেন তো এ-ও বলেছেন যে, এটাই শচীন তেণ্ডুলকার ও বিনোদ কাম্বলির মধ্যে পার্থক্য। পৃথ্বীর সঙ্গে ওই ভিডিওয় তাঁর বান্ধবী নিধি তাপাড়িয়া ও বিখ্যাত টিভি অভিনেত্রী শেফালি জরিওয়ালাকেও দেখা গিয়েছে। তাম্বাদি চামডি গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে। নেটিজেনদের একাংশ বলেছেন, এটা তো একটি ব্যক্তিগত বিষয়। জন্মদিনে লোকে মজা করবে না তো কী করবে? 

আরও পড়ুন- ভারতের জন্য ঘরের মাঠে পাকিস্তানকে অসম্মান অস্ট্রেলিয়ার! কেঁদে ককিয়ে বড় অভিযোগ পড়শি দেশের

এর মধ্যেই, তাঁর জন্মদিনের একদিন আগে ৮ নভেম্বর, পৃথ্বী একটি খুশির খবর পেয়েছেন। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি মুম্বই দলে নির্বাচিত হয়েছেন। মুম্বই ক্রিকেট নির্বাচন কমিটির চেয়ারম্যান সঞ্জয় পাটিল ৮ নভেম্বর, শুক্রবার সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। তাতেই নাম আছে পৃত্থীর।

cricket Viral Video Prithvi Shaw sports