IPL 2025, KL Rahul: কেএল রাহুল কি আইপিএল ২০২৫-এও আরসিবি-তে খেলবেন? এলএসজি তারকার তিন-শব্দের প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেএল রাহুল ২০১৩ থেকে ২০১৬-এর মধ্যে আরসিবি (RCB)-এর হয়ে চারটি আইপিএল সিজনে খেলেছেন।
এই বছর, অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর একটি ম্যাচ চলাকালীন লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কেএল রাহুলের অ্যানিমেটেড চ্যাট ফ্র্যাঞ্চাইজিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি করেছিল। যদিও এলএসজি মালিক গোয়েঙ্কা সম্প্রতি দাবি করেছেন যে রাহুল তাঁর পরিবারের অংশ। কিন্তু, তারপরও দল থেকে রাহুলের সরে যাওয়ার সম্ভাবনা থেকে গিয়েছে। বিশেষ করে আইপিএলের পরবর্তী মরশুমের আগে একটি মেগা নিলামের সময় রাহুল দল বদলাতে পারেন। সেই আশঙ্কা করছেন তাঁর অনুরাগীদের অনেকেই। সূত্রের খবর, রাহুলের সঙ্গে যোগাযোগ রাখছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র মত দল। ফলে, তারকা ব্যাটারের সম্ভাব্য গন্তব্য হতে পারে আরসিবি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাহুল এবং আরসিবির সম্পর্কের একটি ইতিহাস রয়েছে। তিনি ২০১৩ থেকে ২০১৬ এর মধ্যে আরসিবির হয়ে চারটি মরশুমে খেলেছেন। রাহুলের সঙ্গে আরসিবির সম্পর্কের নতুন সম্ভাবনা অবশ্য এই কারণে নয়। তাঁর সঙ্গে এক আরসিবি ভক্তের আলাপচারিতায় তৈরি হয়েছে এনিয়ে জল্পনা। এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অনুরাগী রাহুলের মুখোমুখি হয়েছিলেন। সেই ভিডিওয় রাহুল স্বীকার করেছেন যে তিনি তাঁর প্রাক্তন দলে যুক্ত হবেন বলে যে গুজব ছড়াচ্ছে, সেই ব্যাপারে সচেতন। ভিডিওতে রাহুলকে বলতে শোনা গিয়েছে, 'দেখা যাক।'
I'm happy that KL Rahul knows about the rumours that are going around for him & RCB.
— Kunal Yadav (@Kunal_KLR) September 14, 2024
Please boss change your IPL team! 🙏❤️ pic.twitter.com/Os06Uj39gQ
গত মাসেই, গোয়েঙ্কা তাঁদের দলের পরামর্শদাতা হিসেবে জাহির খানের কথা জানানোর সময়ই রাহুলের সাথে তাঁর বন্ডের কথা জানিয়েছিলেন। সাংবাদিকদের গোয়েঙ্কা বলেছেন, 'দেখুন, আমি গত তিন বছর ধরে নিয়মিত কেএল-এর সঙ্গে দেখা করছি। আমি একটু অবাক হয়েছি যে এই বৈঠকটি এত মনোযোগ পেয়েছে। যেমন আমি আগেই বলেছি, ধরে রাখার নিয়ম বহাল থাকা পর্যন্ত আমরা কোনও ফোন করিনি। কিন্তু, কেএল শুরু থেকেই এলএসজি পরিবারের এক অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ। ও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ও পরিবারের সদস্যের মত। আর, পরিবারেরই থাকবে।'
আরও পড়ুন- বাদ দিয়েছিলেন জয় শাহরা, সেঞ্চুরি হাঁকিয়েই মুখ খুললেন ঈশান কিষান! নিশানায় কি BCCI
খেলোয়াড় ধরে রাখা এবং অধিনায়কত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, গোয়েঙ্কা বলেছিলেন যে তাঁরা এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। আর, ধরে রাখার নিয়মের ব্যাপারে বিসিসিআই নিয়ম প্রকাশের জন্য অপেক্ষা করছে। গোয়েঙ্কা বলেছেন, 'সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের পুরোটাই আমাদের হাতে আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। নীতিগুলো প্রকাশিত হোক। আমরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছি। ধরে রাখার সংখ্যা তিন-চার-পাঁচ নাকি ছয় হবে, আমাদের কোনও ধারণা নেই।'