Advertisment

Rahul Dravid head coach of Rajasthan Royals: জাতীয় দল ছাড়ার পর চাকরি পাকা দ্রাবিড়ের, তারকা খচিত টিমের গুরু হচ্ছেন মহাতারকা

Rahul Dravid as Head Coach: টি২০ বিশ্বকাপ জেতানো টিম ইন্ডিয়ার মহাগুরুকে কোচ করতে চলেছে রাজস্থান রয়্যালস। পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই ফিরছেন মিস্টার ডিপেন্ডেবল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rahul Dravid, England coaching, রাহুল দ্রাবিড়, ইংল্যান্ডের কোচ

Rahul Dravid-Ex-Head Coach Team India: টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। (ফাইল ছবি)

Rahul Dravid Return as Rajasthan Royals Head Coach: রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। আইপিএল ২০২৫ মরশুমের আগে থেকেই রাজস্থানের প্রধান কোচ হতে তিনি রাজি হয়েছেন বলেই খবর। এর আগে জল্পনা তৈরি হয়েছিল যে রাহুল দ্রাবিড় আরসিবি বা কেকেআরের কোচ হতে পারেন। কিন্তু, এই সংক্রান্ত নতুন সংবাদ সেই জল্পনায় জল ঢেলে অন্য মাত্রা যোগ করেছে। 

Advertisment

সেই রিপোর্ট বলছে যে ভারতের প্রাক্তন প্রধান কোচ দ্রাবিড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরে আসতে চলেছেন। আর, তিনি এক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে সইও করেছেন। দ্রাবিড়, এবছর ভারতীয় দলের টি২০ বিশ্বকাপ জয়ের পরই প্রধান কোচের পদ থেকে সরে আসেন। এরপরই তিনি আইপিএল দলের কোচ হিসেবে যোগ দেওয়ার কথা ভাবছিলেন।  সেকথা ক্রিকেট দুনিয়া জানত। আর, সেই কারণে দ্রাবিড়কে বিভিন্ন দল প্রস্তাবও দিয়েছিল। কিন্তু, ওই সব দলগুলো দ্রাবিড়কে বছরের ৮-১০ মাসের জন্য চাইছিল। আইপিএল ছাড়াও দ্রাবিড় যাতে ওই সব দলের জুনিয়র টিমের মেন্টরের দায়িত্বও পালন করেন, তার অনুরোধ করেছিল। সেই অনুরোধ রাখতে দ্রাবিড় রাজি ছিলেন না। তিনি চাইছিলেন বছরে ২-৩ মাসের চাকরি। যে প্রস্তাবে রাজি হয়েছে রাজস্থান রয়্যালস।

দ্রাবিড়ের সঙ্গেই ভারতের প্রাক্তন সহকারি কোচ বিক্রম রাঠৌরও রাজস্থান রয়্যালসের সহকারি কোচের দায়িত্ব পালন করবেন। তবে, দ্রাবিড়রা আসায় রয়্যালস থেকে কুমার সাঙ্গাকারার চাকরি যাচ্ছে না। তিনি আগের মতই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অপারেশনস ডিরেক্টর থাকবেন। এসব কথা জানিয়ে ওই  সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই মেগা নিলামের প্রস্তুতি শুরু করেছে। আগামী বছরের আইপিএলের আগে এবছরের শেষদিকে মেগা নিলাম হওয়ার কথা। সেই কথা মাথায় রেখেই দ্রাবিড়ের সঙ্গে চুক্তি করেছে রয়্যালস।

আরও পড়ুন- বাবা মেন্টাল পেশেন্ট! কপিল-ধোনিকে 'থুতু ছেটানোর' পরেই যুবরাজের ভিডিও ঝড় তুলে দিল

রাজস্থান রয়্যালস (RR) অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গেও দ্রাবিড়ের চমৎকার সম্পর্ক রয়েছে। সঞ্জু স্যামসন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে এসেছেন। টি২০ ভারতীয় দলের অধিনায়ক স্যামসন ভারতীয় জুনিয়র দলের অধিনায়ক ছিলেন। সেই সময় দ্রাবিড়ই ছিলেন ওই দলের কোচ। দ্রাবিড়ের সঙ্গে তাছাড়াও রাজস্থান রয়্যালসের সম্পর্ক বেশ পুরোনো। তিনি খেলোয়াড় হিসেবেও রয়্যালসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ এবং ২০১৩ সালে রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন। ২০১৪ এবং ২০১৫ মরশুমে রাজস্থানের ডিরেক্টর এবং মেন্টরের দায়িত্বে ছিলেন।

এরপরে ২০১৬ সালে দ্রাবিড় দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) দলে যান। ২০১৯ সালে তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের ভূমিকা গ্রহণ করেন। তার আগে পর্যন্ত দিল্লি দলেই ছিলেন দ্রাবিড়। ২০২১ সালে রাহুল দ্রাবিড় ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হন। তাঁর কোচিংয়ে ভারতীয় দল গতবছরই অপরাজিত থেকে একদিনের বিশ্বকাপ ট্রফির ফাইনালে উঠেছিল। আর, এবছর দ্রাবিড়ের কোচিংয়েই ভারতীয় দলের ১১ বছরের আইসিসি ট্রফির খরা কেটেছে। টি২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া।

IPL KKR RCB Rahul Dravid
Advertisment