Advertisment

Yuvraj Singh old video on father Yograj Singh: বাবা মেন্টাল পেশেন্ট! কপিল-ধোনিকে 'থুতু ছেটানোর' পরেই যুবরাজের ভিডিও ঝড় তুলে দিল

Yuvraj Singh on his father Yograj Singh: ধোনি-কপিলকে কুরুচিকর আক্রমণ করেছেন যোগরাজ, এরপরেও যুবির 'মানসিক রোগী' মন্তব্য ঝড় তুলে দিল প্রকাশ্যে, দেখুন ভিডিও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Yuvraj Singh father, Yograj Singh on MS Dhoni, যুবরাজ সিংয়ের বাবা, এমএস ধোনির সম্পর্কে যোগরাজ সিং,

কপিল দেব, এমএস ধোনিকে কুৎসিত আক্রমণ করেছেন যুবরাজের পিতা যোগরাজ সিং (টুইটার)

Yuvraj Singh Old Video of Statement on Father's Mental Health: হঠাৎ করেই ঝড় তুলে দিল যুবরাজ সিংয়ের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এমনিতেই গত কয়েকদিন ধরেই উত্তাপ ছড়িয়ে দিয়েছেন যুবরাজের পিতা যোগরাজ সিং। কুৎসিতভাবে আক্রমণ করে বসেছেন মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবের মত দুই বিশ্বচ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে।

Advertisment

সরাসরি ধোনিকে কাঠগড়ায় তুলে বলে দিয়েছিলেন, যুবি আরও ৪-৫ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন। হয়নি ধোনির জন্য। কপিলের বিরুদ্ধে আবার আরও ভয়ানক মন্তব্য করেছেন। বলেছেন, গোটা বিশ্বের উচিত কপিলকে থুতু ছেটানো। একের পর এক কদর্য আক্রমণ যোগরাজকে প্রচারের শিরোনামে নিয়ে এসেছে। এরপরেই পাল্টা চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছেন যোগরাজ সিং।

এমন আবহেই হঠাৎ করে যুবরাজের এক পুরোনো ভিডিও ভাইরাল। যেখানে যুবরাজকে বলতে শোনা গিয়েছে, তাঁর বাবার মানসিক সমস্যা রয়েছে। বারবার তাঁর বাবা কেন বিতর্কিত মন্তব্য করেন, এমনটা জানতে চাওয়া হয়েছিল যুবরাজের কাছে। সেই পডকাস্টে যুবি বলে দেন, "আমার মনে হয়, আমার বাবার মানসিক সমস্যা রয়েছে। তবে উনি এটা মানেন না। আমার মনে হয়েছে, কিছু কিছু বিষয়ে ভাবনা ওঁর ভাবনাচিন্তা করা উচিত। তবে উনি এটা মানেন না। এতে আমাদের কিছু করার নেই।" এই ঘটনা পুরোনো ভিডিওর। সাম্প্রতিক তাঁর পিতার মন্তব্যের প্রেক্ষিতে এখনও যুবরাজ মুখ খোলেননি।

যোগরাজ কপিল দেবকে যা বলেছেন

"আমাদের সময়ের গ্রেটেস্ট ক্যাপ্টেন কপিল দেব। ওঁকে বলেছিলাম, এমন একটা জায়গায় ওঁকে নিয়ে আসব, যেখানে গোটা দুনিয়া ওঁকে থুতু দেবে। আজকে যুবরাজের হাতে ১৩ ট্রফি। আর ওঁর কাছে কেবল একটা- বিশ্বকাপ। আলোচনা শেষ।"

যোগরাজ সিং মহেন্দ্র সিং ধোনিকে যা বলেছেন

"আমি এমএস ধোনিকে ক্ষমা করব না। ওঁর আয়নায় নিজের মুখ দেখা উচিত। ও অনেক বড় ক্রিকেটার। কিন্তু, ও আমার ছেলের সঙ্গে যা করেছে, সব এখন বেরিয়ে আসছে। এটা জীবনে কখনও ক্ষমা করা যায় না। জীবনে কখনও দুটি জিনিস করিনি- প্রথমত, যে আমার সঙ্গে অন্যায় করেছে তাকে আমি কখনও ক্ষমা করিনি। দ্বিতীয়ত, আমি জীবনে কখনও সেই সব লোকেদের আলিঙ্গন করিনি, তা সে আমার পরিবারের সদস্যই হোক বা আমার সন্তান।

আরও পড়ুন: অর্জুনের জীবনে বিষ ঢেলো না, সরে যাও! ধোনি-কপিলকে বিষ উগরে পাল্টা ছোবল খেলেন যুবরাজের বাবা

"যুবরাজ সহজেই আরও ৪-৫ বছর খেলতে পারত। কিন্তু, সে তাড়াতাড়ি অবসর নিতে বাধ্য হয় ধোনির জন্যই। ওই লোকটা (এমএস ধোনি) আমার ছেলের জীবন ধ্বংস করেছে। যুবরাজের মত ছেলের জন্ম দেওয়া সৌভাগ্যের ব্যাপার। গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেওয়াগও অতীতে বলেছেন যে আর একটা যুবরাজ সিং তৈরি করা অসম্ভব। ভারতের উচিত ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য যুবরাজকে ভারতরত্ন দেওয়া।"

Yuvraj Singh MS DHONI Kapil Dev
Advertisment