IPL 2025 re-start update: IPL নিয়ে আজ রাতেই বড় আপডেট, পিছোতে পারে ফাইনাল, ৩টে ভেন্যু ঠিক করে ফেলল BCCI

IPL 2025 Re-Schedule Update: আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর বিসিসিআই স্থগিত আইপিএল দ্রুত পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে চিন্তা করছে।

IPL 2025 Re-Schedule Update: আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর বিসিসিআই স্থগিত আইপিএল দ্রুত পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে চিন্তা করছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2025 re-start: আবার আইপিএল পুনরায় শুরু করার প্রস্তুতি শুরু হয়ে গেছে

IPL 2025 re-start: আবার আইপিএল পুনরায় শুরু করার প্রস্তুতি শুরু হয়ে গেছে Photograph: (ছবি- ইনস্টাগ্রাম)

IPL 2025 Restart: ভারত-পাকিস্তান সীমান্তে (India Pakistan Tension) উত্তেজনার পর IPL 2025 এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। তবে এখন দুই দেশই আপাতত সংঘর্ষবিরতি করতে সম্মত হয়েছে। এর পরই আবার আইপিএল পুনরায় শুরু করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আইপিএলের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। আগের সূচি অনুযায়ী আইপিএল ফাইনাল ২৫ মে হওয়ার কথা ছিল। 

Advertisment

বিসিসিআই এখন ১৬ মে থেকে চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ—এই তিনটি শহরে বাকি ম্যাচগুলো আয়োজন করার বিষয়টি বিবেচনা করছে। নতুন সূচি রবিবার রাতের মধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হবে। যদিও কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ অনেকেই ইতিমধ্যে নিজের নিজের দেশে ফিরে গেছেন।

BCCI সূত্র কী বলছে? 

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস–এর মতে, বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, "যেহেতু আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ছিল, তাই এখন ফাইনাল ২৫ মে-র পরিবর্তে ৩০ মে নির্ধারিত হতে পারে এবং সীমিত ভেন্যুতে খেলা হবে। আজ রাতেই সকল ফ্র্যাঞ্চাইজিকে নতুন সূচি পাঠানো হবে।"

আরও পড়ুন আর নয় কোনও রাখ-ঢাক, আইপিএল নিয়ে কঠোর সিদ্ধান্ত BCCI-এর

খেলোয়াড়দের ফিরিয়ে আনার চেষ্টায় ফ্র্যাঞ্চাইজিগুলো 

বিসিসিআই পাঞ্জাব কিংস ছাড়া বাকি সব দলকে মঙ্গলবারের মধ্যে নির্ধারিত ভেন্যুতে পৌঁছাতে বলেছে, যাতে শুক্রবার থেকে টুর্নামেন্ট পুনরায় শুরু করা যায়। বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে অনুরোধ করেছে যে তারা যেন তাদের বিদেশি ক্রিকেটারদের ফেরত আনার সম্পর্কে জানায়।

ডাবল হেডার ম্যাচ বাড়ানোর পরিকল্পনা 

আইপিএল আনুষ্ঠানিকভাবে স্থগিত হওয়ার পর শুক্রবার অধিকাংশ বিদেশি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ দেশে ফিরে গেছেন। এখন ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁদের ফিরিয়ে আনতে ফ্লাইটের ব্যবস্থা করছে। এখনও ১২টি ম্যাচ বাকি রয়েছে। ফাইনাল ও প্লে-অফ সহ এই ম্যাচগুলো শেষ করতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। কারণ প্লে-অফ ও ফাইনালের জন্য কমপক্ষে ৬ দিন প্রয়োজন। সেই কারণে এবার আরও বেশি ডাবল হেডার (একই দিনে দুটি ম্যাচ) আয়োজন করার চিন্তা করা হচ্ছে।

আরও পড়ুন 'যত তাড়াতাড়ি সম্ভব...', এবার গুরুত্বপূর্ণ আপডেট দিলেন আইপিএল চেয়ারম্য়ান

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালের মন্তব্য 

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর বিসিসিআই স্থগিত আইপিএল দ্রুত পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে চিন্তা করছে। সীমান্তে উত্তেজনার কারণে বিসিসিআই হঠাৎ করে আইপিএল স্থগিত করেছিল। এরপর তারা চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদকে বাকি ম্যাচগুলোর সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেয়। তবে ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।

BCCI IPL 2025 IPL 2025 Suspension India Pakistan Tension