/indian-express-bangla/media/media_files/2025/05/11/0wa3quc3bW6fBvNSyayy.jpg)
আইপিএল চেয়ারম্য়ান অরুণ ধুমাল
IPL 2025: শনিবার (১০ মে) ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি (India Pakistan Ceasefire) ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব ২০২৫ আইপিএল টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করতে চাইছে বিসিসিআই। এমনই আপডেট দিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেয়ারম্য়ান অরুণ ধুমাল (Arun Dhumal)।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে অরুণ ধুমাল জানিয়েছেন, 'সবেমাত্র যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আইপিএল টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো আয়োজন করে ফেলতে চাই। যত তাড়াতাড়ি শেষ করতে পারব, ততই ভাল। যদি এখনই শুরু করা যায়, তাহলে সেটাও আমরা চেষ্টা করব। তবে সেক্ষেত্রে ভেন্যু, তারিখ এবং বাকি সবকিছু আমাদের পর্যালোচনা করতে হবে। প্রত্যেকটা ফ্র্য়াঞ্চাইজির স্টেক হোল্ডার এবং দলের মালিক, সম্প্রচারকারী সংস্থা, সকলের সঙ্গেই আলোচনা করতে হবে। কীভাবে এই টুর্নামেন্ট দ্রুত আয়োজন করা সম্ভব হয়, সেদিকেই নজর রাখতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, টুর্নামেন্ট শুরুর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে।'
শোনা যাচ্ছে, আইপিএল গভর্নিং বডির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ফ্র্যাঞ্চাইজিগুলো যেন একেবারে প্রস্তুত থাকে। যে কোনও সময় এই টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। পাশাপাশি ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে, আগামীদিনে তাঁদের ফের ট্রাভেলের জন্য প্রস্তুত থাকতে হবে।
IPL 2025 Restart: আইপিএল বন্ধ হলে বাজ পড়ত মাথায়, কত টাকার লোকসান হত ভারতীয় ক্রিকেট বোর্ডের?
প্রত্য়েকটা দলের সঙ্গে বিসিসিআই এই ব্যাপারে আলোচনা করবে। যে ক্রিকেটাররা বাড়ি চলে গিয়েছেন, তাঁদের কত তাড়াতাড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়, সেটাও দেখা হবে। স্বল্পমেয়াদী নোটিসেই সবাইকে ফিরে আসার আহ্বান জানানো হবে।
IPL 2025 Ticket Refund: স্থগিত তো হয়ে গেল ২০২৫ আইপিএল, আদৌ ফেরত পাওয়া যাবে টিকিটের টাকা?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো দক্ষিণ ভারতের তিনটে শহরে আয়োজন করবে বলে মনস্থির করেছে বিসিসিআই। এই তিনটে শহর হল চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার কথা মাথায় রেখেই গত শুক্রবার আইপিএল টুর্নামেন্টের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল। তবে বাকি ম্য়াচগুলো কোথায় আয়োজন করা হবে, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
গত বৃহস্পতিবার ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচের আয়োজন করা হয়েছিল। নিরাপত্তার কারণে এই ম্য়াচটি মাঝপথে বাতিল করে দেওয়া হয়। ধরমশালার স্টেডিয়ামে যাবতীয় ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়। ধুমাল জানিয়েছেন, পরিকল্পিত নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।