Advertisment

LSG next captain: ভিডিওয় দেখলাম পন্থ ড্রামেবাজি করছে! লখনৌয়ের ক্যাপ্টেন হওয়ার ইঙ্গিতে বোমা ফাটালেন সঞ্জীব গোয়েঙ্কা

Sanjiv Goenka on LSG's captaincy option: পন্থই লখনৌ ক্যাপ্টেন, প্রশ্নচিহ্ন ঝুলিয়ে বিস্ফোরক বয়ান মালিক সঞ্জীব গোয়েঙ্কার। গতবার কেএল রাহুল এলএসজির অধিনায়ক ছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
LSG next captain, Rishabh Pant, এলএসজির পরবর্তী অধিনায়ক, ঋষভ পন্থ,

LSG next captain-Rishabh Pant: এলএসজির পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। (ছবি- আইপিএল)

Sanjiv Goenka on LSG's captaincy option and Rishabh Pant: কেএল রাহুল চলে গিয়েছেন। তার বদলে আসন্ন আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের (এলএসজি) অধিনায়ক কে হবেন? এই প্রশ্নে দলের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা চার খেলোয়াড়কে প্রাথমিকভাবে বেছে নিয়েছেন। তাঁদের অন্যতম হলেন ঋষভ পন্থ। বাকিরা হলেন- নিকোলাস পুরান, মিচেল মার্শ ও এইডেন মার্করাম। পন্থকে এবারের নিলামে এলএসজি ২৭ কোটি টাকায় কিনেছে। যা মেগা নিলামে ইতিহাস তৈরি করেছে। পন্থই হলেন আইপিএল মেগা নিলামের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার। কেএল রাহুলের বিদায়ের পরে এলএসজিতে একজন অধিনায়কের দরকার ছিল। ভারতের উইকেটরক্ষক পন্থই সেই পদে সবচেয়ে যোগ্য বলে মনে করছেন দর্শকদের একাংশ। 

Advertisment

তবে, বিষয়টি নিয়ে গোয়েঙ্কা সাসপেন্স বজায় রেখেছেন। তিনি 'শীঘ্রই এটি ঘোষণা করার' প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এইডেন মার্করাম (২ কোটি টাকায় কেনা), মিচেল মার্শ (৩.৪ কোটি টাকায় কেনা) এবং নিকোলাস পুরান (২১ কোটি টাকায় ধরে রাখা হয়েছে)-এর নামও তিনি সম্ভাব্য অধিনায়কের তালিকায় রেখেছেন। ফলে, এলএসজির পরবর্তী অধিনায়ক নিয়ে অনুরাগীদের কৌতূহলের অবসান ঘটেনি। 

এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় খেলোয়াড় আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'নিলাম দুর্দান্ত হয়েছে। এলএসজির ফোকাস ছিল মিডল অর্ডার এবং ফিনিশিংয়ের জন্য ভালো খেলোয়াড় নেওয়া। দলের ৩ থেকে ৮ নম্বর পর্যন্ত বেশ শক্তিশালী। পেস আক্রমণ জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক মানের গতিশীল বোলার, আন্তর্জাতিক মানের ব্যাটার- এলএসজি সবই পেয়েছে। দলে আপাতত চার জনকে নেতা হিসেবে বাছা হয়েছে। তাঁরা হলেন- ঋষভ পন্থ, নিকোলাস পুরান, এইডেন মার্করাম ও মিচেল মার্শ। ফলে বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল এবং কৌশলী নেতৃত্বের কোনও অভাব নেই। এই দলে এমন অনেকেই আছেন, যাঁরা জেতার রাস্তা দেখাতে পারবেন। ঋষভের মধ্যে ক্ষুধা এবং জেতার মানসিকতা আছে। সামগ্রিকভাবে ভারসাম্যপূর্ণ দল।'

বিপুল অর্থ খরচ করে এলএসজি ঋষভ পন্থকে কিনেছে। এত দাম দিয়ে ঋষভকে কেনার কারণ কী? তা স্পষ্ট করেছেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি জানিয়েছেন, পন্থ সবসময় খেলার মধ্যে থাকে। আর, তাঁর কৌশলও অনবদ্য। সেটাই ছিল পন্থের প্রতি এলএসজির আকর্ষণের মূল কারণ। আর, এলএসজি থেকে কেএল রাহুলের চলে যাওয়ার কারণ- প্রাক্তন অধিনায়কের নেতৃত্বের দক্ষতার ওপর সঞ্জীব গোয়েঙ্কার বিশ্বাস উঠে গিয়েছিল। গোয়েঙ্কা বলেছেন যে তিনি এমন কাউকে চেয়েছিলেন- যাঁর ম্যাচের রঙ, ম্যাচের ধারণা বদলানোর ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে পন্থ অনেক বেশি গ্রহণযোগ্য।

আরও পড়ুন- পাঙ্গা কার সঙ্গে নিচ্ছ, দাউদের বাড়ির পাশেই থাকি! ভারতকে সরাসরি হুমকি পাক ক্রিকেটারের

এই ব্যাপারে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'আমি ঋষভের একটি ভিডিও দেখেছি। যেখানে ও মাঠে অভিনয় করেছে। ও অভিনয় করে ম্যাচের গতিকে ধীর করে দিয়েছিল। আমি এই ধরনের মানসিকতা পছন্দ করি। যখন ম্যাচে কোনও কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে, তখন যাতে সেটা বদলানো যায়, সেনিয়ে চিন্তাভাবনা দরকার। ঋষভের আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। সেটা হল, ও মারাত্মক ইনজুরি থেকে ফিরে এসেছে। আবার ফর্মে ফিরেছে। ওঁর বর্তমান ফর্ম, আগের ফর্মের চেয়েও ভালো। ওঁর লড়াই করার ক্ষমতা আছে। ঋষভের বর্তমান বয়স ২৭। আশা করি, পন্থ আগামী ১০-১২ বছর এলএসজিতে থাকবে।'

IPL Rishabh Pant Sanjiv Goenka ipl auction LSG
Advertisment