Rishabh Pant Century: ঋষভের সেঞ্চুরি সত্ত্বেও জিততে পারল না লখনউ! কোথায় হল আসল ভুল?

IPL 2025 RCB vs LSG: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ দুর্দান্ত ব্যাটিং করেন। এই ম্য়াচে তিনি ১১৮ রানে অপরাজিত থাকেন। কিন্তু, তা সত্ত্বেও লখনউ ৬ উইকেটে ম্য়াচটা হেরে যায়।

IPL 2025 RCB vs LSG: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ দুর্দান্ত ব্যাটিং করেন। এই ম্য়াচে তিনি ১১৮ রানে অপরাজিত থাকেন। কিন্তু, তা সত্ত্বেও লখনউ ৬ উইকেটে ম্য়াচটা হেরে যায়।

author-image
Koushik Biswas
New Update
Rishabh Pant (3)

লখনউ সুপার জায়ান্ট দলের অধিনায়ক ঋষভ পন্থ

Rishabh Pant: গত মঙ্গলবার (২৭ মে) ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে লিগ পর্বের শেষ ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আয়োজন করা হয়। লখনউয়ের হয়ে এই ম্য়াচে অধিনায়ক ঋষভ পন্থ নজরকাড়া একটি শতরান করেন। এই ইনিংসের দৌলতেই লখনউ বিশাল স্কোর খাড়া করেছিল। যদিও আরসিবি ব্যাটাররা এই ম্য়াচে বিধ্বংসী ব্যাটিং করেন। সেকারণে ২২৮ রানের টার্গেট সহজেই হাসিল করে নেন। আরসিবি-র হয়ে জীতেশ শর্মা দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন। হারের পর বড় কথা বললেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ

Advertisment

কী বললেন ঋষভ?

লিগ পর্বের শেষ ম্য়াচে হারের পর অধিনায়ক ঋষভ পন্থ একটি বড়সড় মন্তব্য করলেন। তিনি বললেন যে শেষপর্যন্ত ৪০ ওভারই আপনাকে ভাল ক্রিকেট খেলতে হয়। ২০ ওভার কখনই আপনাকে বাঁচাতে পারে না। প্রত্যেকটা ম্য়াচে আমি নিজের পারফরম্য়ান্স উন্নত করার চেষ্টা করছিলাম। কিন্তু, অনেকসময় পরিকল্পনা সফল হয় না। তবে শুরুটা যখনই ভাল হয়, তখন যতটা সম্ভব বড় রান করা উচিত।'

Advertisment

LSG vs RCB Highlights, IPL Match Today: প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু, কাদের বিরুদ্ধে খেলবে আরসিবি?

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমাদের জন্য এবারের মতো আইপিএল টুর্নামেন্ট শেষ হয়ে গেল। এবার বাড়িয়ে গিয়ে কয়েকটা দিন বিশ্রাম করতে চাই। এই টুর্নামেন্টে আমাদের ব্যাটাররা যেভাবে ভাল পারফরম্য়ান্স করেছে, তেমনই বেশ কয়েকজন বোলারও নজর কেড়েছে। আমরা বেশ কয়েকটা ম্যাচে জয়ের সুযোগ পেয়েছিলাম ঠিকই, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আর সেকারণেই আমরা হেরে গিয়েছি।'

Rishabh Pant Celebration: নীচে মাথা, উপরে পা! সেঞ্চুরির পর এ কী করলেন ঋষভ? ভাইরাল ভিডিও

একনজরে ম্য়াচের সারাংশ

এই ম্যাচে টস হেরে লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করতে নেমেছিল। মিচেল মার্শ ৩৭ বলে ৬৭ রানের একটা ধামাকাদার ইনিংস উপহার দেন। এই ইনিংসে তিনি ৪ বাউন্ডারি এবং ৫ ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া ঋষভ পন্থ ৬১ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি ১১ চার ছাড়াও ৮ ছক্কা হাঁকিয়েছেন। এলএসজি ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান করে।

Virat Kohli Record: LSG-র বিরুদ্ধে World Record গড়ার সুযোগ বিরাটের সামনে, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে গড়তে পারেন এই রেকর্ড

এই টার্গেট তাড়া করতে নেমে আরসিবি শুরুটা বেশ ভাল করেছিল। ফিল সল্ট ১৯ বলে ৩০ রান করেন। যদিও ৫.৪ ওভারে তিনি আউট হয়ে যান। এরপর বিরাট কোহলি ৩০ বলে ৫৪ রান করেন। এছাড়া অধিনায়ক জীতেশ শর্মা ৩৩ বলে ৮৫ রান করেন এবং আরসিবিকে জিতিয়েই মাঠ ছাড়েন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্য়াচে ১৮.৪ ওভারে ৬ উইকেটে ম্য়াচটা জিতে যায়। আইপিএল ইতিহাসের এটাই তৃতীয় সর্বাধিক রান তাড়া করে জয়লাভ হিসেবে রেকর্ডবুকে লেখা হয়ে গিয়েছে।

Rishabh Pant Lucknow Super Giants IPL 2025