LSG vs SRH 2025: নিজের ব্যাটে রান নেই! IPL থেকে ছিটকে গিয়ে টিমের ঘাড়ে দোষ চাপালেন পন্থ

LSG vs SRH IPL 2025: ম্যাচ শেষে পন্থ জানান, যে দল নিলামে তৈরি হয়েছিল, তা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই পুরোপুরি বদলে গিয়েছিল। পন্থ এই হারের যাবতীয় দায় টিমের ঘাড়েই চাপিয়েছেন। অথচ তাঁর নিজের পারফরম্যান্স একেবারে ব্যর্থ।

LSG vs SRH IPL 2025: ম্যাচ শেষে পন্থ জানান, যে দল নিলামে তৈরি হয়েছিল, তা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই পুরোপুরি বদলে গিয়েছিল। পন্থ এই হারের যাবতীয় দায় টিমের ঘাড়েই চাপিয়েছেন। অথচ তাঁর নিজের পারফরম্যান্স একেবারে ব্যর্থ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant Statement: পন্থ এই হারের যাবতীয় দায় টিমের ঘাড়েই চাপিয়েছেন

Rishabh Pant Statement: পন্থ এই হারের যাবতীয় দায় টিমের ঘাড়েই চাপিয়েছেন

Rishabh Pant press conference: IPL 2025 থেকে আরও একটা দল ছিটকে গেল। সোমবার, ১৯ মে লখনউ সুপারজায়ান্টস (LSG) প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ ৭ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। কিন্তু বোলাররা এই টার্গেট রক্ষা করতে ব্যর্থ হয় এবং হায়দরাবাদ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পায়। 

Advertisment

এই পরাজয়ের সঙ্গে সঙ্গে ঋষভ পন্থের (Rishabh Pant) দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়। ম্যাচ শেষে পন্থ জানান, যে দল নিলামে তৈরি হয়েছিল, তা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই পুরোপুরি বদলে গিয়েছিল। পন্থ এই হারের যাবতীয় দায় টিমের ঘাড়েই চাপিয়েছেন। অথচ তাঁর নিজের পারফরম্যান্স একেবারে ব্যর্থ।

ঋষভ পন্থ বলেন, “আমরা জানতাম চোটের কারণে কিছু ঘাটতি পূরণ করতে হবে। দল হিসেবে আমরা ঠিক করেছিলাম যে এ বিষয়ে খুব বেশি কথা বলব না। তবে একসময় সেই ঘাটতি পূরণ করাটা বাধ্যতামূলক হয়ে পড়েছিল। আমরা যেভাবে অকশনের প্ল্যানিংস করেছিলাম, যদি সেই অনুযায়ী আমাদের পেস অ্যাটাক থাকত, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হত। টুর্নামেন্ট চলাকালীন আমাদের দল অনেকটাই বদলে যায়।”

আরও পড়ুন ছিটকে গেছে লখনউ! মুম্বই না দিল্লি, শেষ চারে এবার কে?

Advertisment

তিনি আরও বলেন, “কখনও কখনও জিনিস আমাদের অনুকূলে থাকে, আবার কখনও থাকে না। তবে আমরা যেভাবে খেলেছি, তাতে গর্ব হয়। আমরা ইতিবাচক দিকগুলোকে সামনে রাখব। আমাদের ব্যাটিং গভীরতা ভাল। আমাদের বোলারদের কথাও বলব, অনেক সময় তাঁরা সঠিক জায়গায় বল করেছে। আমরা সর্বোচ্চ চেষ্টাই করেছি সবকিছু কাজে লাগাতে।”

আরও পড়ুন ফের ব্যর্থ ২৭ কোটির 'ফ্লপস্টার', এক এক রানের জন্য লখনউয়ের ২০ লাখ খসাচ্ছেন পন্থ

ঋষভ পন্থ আরও বলেন, “আমরা জানতাম যে প্রায় ১০ রান কম করেছি। একটা সময় পর্যন্ত আমরা ভাল অবস্থানে ছিলাম, কিন্তু ম্যাচটা শেষ করে আসতে পারিনি। বোলার রাঠির পারফরম্যান্স প্রশংসনীয়। এটা তাঁর প্রথম মরশুম। যেভাবে সে বল করেছে, সেটা দারুণ ছিল। রাঠি আমাদের জন্য একটি বড় পজিটিভ দিক।”

IPL 2025 Sunrisers Hyderabad LSG Rishabh Pant