Rishabh Pant Failure: ফের ব্যর্থ ২৭ কোটির 'ফ্লপস্টার', এক এক রানের জন্য লখনউয়ের ২০ লাখ খসাচ্ছেন পন্থ

LSG vs SRH Highlights: মিচেল মার্শ আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক ঋষভ পন্থ। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি ছিল, কিন্তু পন্থ তা কাজে লাগাতে ব্যর্থ হন। তিনি মাত্র ৬ বল খেলে ৭ রান করে ঈশান মালিঙ্গার শিকার হন।

LSG vs SRH Highlights: মিচেল মার্শ আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক ঋষভ পন্থ। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি ছিল, কিন্তু পন্থ তা কাজে লাগাতে ব্যর্থ হন। তিনি মাত্র ৬ বল খেলে ৭ রান করে ঈশান মালিঙ্গার শিকার হন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant-Sanjiv Goenka: গোয়েনকাকে ডুবিয়ে ছাড়লেন ২৭ কোটির ফ্লপস্টার ঋষভ পন্থ

Rishabh Pant-Sanjiv Goenka: গোয়েনকাকে ডুবিয়ে ছাড়লেন ২৭ কোটির ফ্লপস্টার ঋষভ পন্থ

Rishabh Pant Flop show continues: IPL 2025-এ ২৭ কোটির ঋষভ পন্থের দুঃস্বপ্নের ফর্ম অব্যাহত। সোমবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে গুরুত্বপূর্ণে ম্যাচে আবারও ব্যর্থ তিনি। লখনউ সুপারজায়ান্টসের (LSG) অধিনায়ক ঋষভ পন্থ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৭ রান করে আউট হয়ে যান। এটি ছিল চলতি মরশুমে তাঁর ১২তম ম্যাচ, আর এই ১২ ম্যাচে তিনি মাত্র ১৩৫ রান করতে পেরেছেন। অর্থাৎ, লখনউ সুপারজায়ান্টসের প্রতি রান পড়েছে প্রায় ২০ লাখ টাকায়।

Advertisment

সোমবার IPL 2025-এ লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচ অনুষ্ঠিত হয়। প্লে-অফে পৌঁছানোর আশা বাঁচিয়ে রাখতে লখনউয়ের জন্য এই ম্যাচ জয় অত্যন্ত জরুরি ছিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনার মিচেল মার্শ (৬৫) এবং এইডেন মার্করাম (৬১) ১১৫ রানের জুটি গড়ে দলকে দুর্দান্ত শুরুয়াত এনে দেন। মিচেল মার্শ আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক ঋষভ পন্থ। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি ছিল, কিন্তু পন্থ তা কাজে লাগাতে ব্যর্থ হন। তিনি মাত্র ৬ বল খেলে ৭ রান করে ঈশান মালিঙ্গার শিকার হন।

আরও পড়ুন নোটবুকে লেখা হল শাস্তির নিদান, দিগ্বেশকে শায়েস্তা করতে কড়া পদক্ষেপ বোর্ডের

ঋষভ পন্থ আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যামেরা ঘুরে যায় দল লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েনকার (Sanjiv Goenka) দিকে, যাঁর মুখে হতাশা স্পষ্ট ছিল। পন্থ আউট হতেই ভিআইপি বক্সের ভিতরে চলে যান। গোয়েনকা সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্থকে নিয়ে ট্রোল শুরু হয়। অনেকেই তাঁর ২৭ কোটির মূল্য নিয়ে কটাক্ষ করেন। IPL 2025-এ এখনও পর্যন্ত ১২ ম্যাচের ১১ ইনিংসে পন্থ করেছেন মাত্র ১৩৫ রান, যার মধ্যে মাত্র একটিই হাফসেঞ্চুরি। তাঁর স্ট্রাইক রেট ১০০.০০, যা টি-টোয়েন্টি ম্যাচের জন্য খুবই খারাপ।

Advertisment

ঋষভ পন্থের ব্যর্থতায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই সঞ্জীব গোয়েনকাকেও তুলোধনা করেছেন। কেউ কেউ লিখেছেন, “এখন হয়তো তাঁর কেএল রাহুলকে মনে পড়ছে।” উল্লেখ্য, গত সিজনে লখনউয়ের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। সেই সময়ে দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় রাহুল ও গোয়েনকার মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল, যার ভিডিও ভাইরাল হয়। এবার পন্থকে কী বলেন গোয়েনকা সেটাই দেখার।

আরও পড়ুন দিগ্বেশের নোটবুকে ভড়কে গেলেন অভিষেক, আরেকটু হলেই হাতাহাতি! দেখুন ভিডিও

IPL 2025 Sanjiv Goenka Lucknow Super Giants Rishabh Pant