/indian-express-bangla/media/media_files/2025/03/20/mfTC8oMX8fakbGQPAu1k.jpg)
Rishabh Pant: ঋষভ পন্থ। (ছবি- এলএসজি)
Lucknow Super Giants' Predicted Playing XI and Full Squad for IPL 2025: এবার আইপিএল (Indian Premier League (IPL) জিততে মরিয়া লখনউ সুপার জায়ান্টস (LSG/এলএসজি)। নতুন অধিনায়ক ঋষভ পন্থের নেতৃত্বে তারা এবার কোমর বেঁধে এই প্রতিযোগিতায় নামতে চলেছে। এলএসজি এবারের মেগা নিলামে রেকর্ড অর্থে ঋষভ পন্থকে কিনলেও বোলিং বিভাগে কিন্তু, তারা খুব একটা শক্তপোক্ত নয়।
এই দলের মূল ফাস্ট বোলাররা, যেমন মায়াঙ্ক যাদব, মোহসিন খান এবং আবেশ খান, চোট সমস্যায় ভুগছেন, যা দলকে চাপে ফেলে দিয়েছে। তবে ব্যাটিং লাইনআপে রয়েছে একাধিক নির্ভরযোগ্য তারকা। যা বোলিং ইউনিটের দুর্বলতা ঢাকতে লখনউকে সাহায্য করতে পারে।
আইপিএল (Cricket) ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ:
- এডেন মার্করাম
- মিচেল মার্শ
- ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার)
- নিকোলাস পুরান
- আয়ুষ বাদোনি
- ডেভিড মিলার
- আবদুল সামাদ
- শাহবাজ আহমেদ
- রবি বিষ্ণোই
- আবেশ খান
- আকাশ দীপ
- ইমপ্যাক্ট সাব: এম সিদ্ধার্থ/আর্শিন কুলকার্নি
লখনউ সুপার জায়ান্টসের সম্পূর্ণ স্কোয়াড (আইপিএল ২০২৫):
অধিনায়ক: ঋষভ পন্থ
অন্যান্য খেলোয়াড়: ডেভিড মিলার, এডেন মার্করাম, নিকোলাস পুরান, মিচেল মার্শ, আবেশ খান, মায়াঙ্ক যাদব, মোহসিন খান, রবি বিষ্ণোই, আবদুল সামাদ, আরিয়ান জুয়াল, আকাশ দীপ, হিম্মত সিং, এম সিদ্ধার্থ, দিগ্বেশ সিং, শাহবাজ আহমেদ, আকাশ সিং, শামার জোসেফ, প্রিন্স যাদব, যুবরাজ চৌধুরি, রাজবর্ধন হাঙ্গারগেকার, আর্শিন কুলকার্নি, ম্যাথিউ ব্রিটজকে।
এই স্কোয়াডের শক্তিশালী ব্যাটিং লাইনআপ এবং দক্ষ স্পিন আক্রমণ তাদেরকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। তবে ইনজুরি সমস্যার কারণে পেস বোলিং বিভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে লখনউ। আইপিএল ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টস কেমন পারফর্ম করে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা!
গতবার লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। টিমের ব্যর্থতার পর তাঁর সঙ্গে এলএসজি কর্তা সঞ্জীব গোয়েঙ্কার দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছিল জাতীয় ক্রিকেট মহলও। একজন আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ, ভারতীয় জাতীয় দলের সদস্য এবং আইপিএল ক্যাপ্টেনের সঙ্গে গোয়েঙ্কা কীভাবে অমন আচরণ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
আরও পড়ুন- শেষ তিন বছরে সবচেয়ে ধারাবাহিক দল গুজরাট টাইটানস, দাবি ক্যাপ্টেন গিলের
তখনকার মত ব্যাপারটা মিটমাট করার চেষ্টা করলেও এবারের মেগা নিলামের আগে আর রাহুলকে ধরে রাখেনি গোয়েঙ্কার এলএসজি। তার বদলে দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে নিয়ে এসে তারা ক্যাপ্টেন বানিয়েছে। এবারের আইপিএল তাই ক্যাপ্টেন পন্থেরও পরীক্ষা।