Gujarat Titans: শেষ তিন বছরে সবচেয়ে ধারাবাহিক দল গুজরাট টাইটানস, দাবি ক্যাপ্টেন গিলের

Gujarat Titans captain Shubman Gill discusses team strategies, powerplay concerns, and leadership responsibilities: গুজরাট টাইটানসের অধিনায়ক শুভমান গিল আসন্ন আইপিএলে দলের কৌশল, পাওয়ারপ্লে এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে খোলাখুলি কথা বলেছেন

Gujarat Titans captain Shubman Gill discusses team strategies, powerplay concerns, and leadership responsibilities: গুজরাট টাইটানসের অধিনায়ক শুভমান গিল আসন্ন আইপিএলে দলের কৌশল, পাওয়ারপ্লে এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে খোলাখুলি কথা বলেছেন

author-image
IE Bangla Sports Desk
New Update
Gujarat Titans: বামদিক থেকে গুজরাট টাইটানসের সহকারি কোচ পার্থিব প্যাটেল, ফ্র্যাঞ্চাইজির সিওও কর্নেল অরবিন্দর সিং, শুভমান গিল ও প্রধান কোচ আশীষ নেহরা

Gujarat Titans: বামদিক থেকে গুজরাট টাইটানসের সহকারি কোচ পার্থিব প্যাটেল, ফ্র্যাঞ্চাইজির সিওও কর্নেল অরবিন্দর সিং, শুভমান গিল ও প্রধান কোচ আশীষ নেহরা। (ছবি: গুজরাট টাইটানস)

Shubman Gill: Gujarat Titans Have Been the Most Consistent IPL Team: গুজরাট টাইটানসের অধিনায়ক শুভমান গিল তাঁর দলের ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত। দলের প্রথম ম্যাচের একসপ্তাহ আগে তিনি বললেন, 'আমরা গত তিন বছরে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলেছি এবং আমাদের জয়ের পরিসংখ্যানই তার প্রমাণ। আমি মনে করি না আমাদের কিছু পরিবর্তন করা দরকার। আমরা আগের মতই খেলব।' তিনি আরও বলেন, 'শেষ তিন বছরে আমাদের জয়ের হার সবচেয়ে বেশি। যদি আমরা সেই ধারা বজায় রাখতে পারি, তবে এই মরশুমেও আমরা দুর্দান্ত ফলাফলই করব।'

Advertisment

তবে গিল একথা বললেও, ২০২৪ আইপিএলে পাওয়ারপ্লেতে গুজরাট টাইটানসের ধীরগতির রানরেট নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে গিল বলেন, 'পাওয়ারপ্লেতে আমরা সবচেয়ে যতটা বেশি রান করা যায়, সেটাই করতে চাই। গত বছর আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। চাইলেও অনেক ম্যাচ জিততে পারিনি। ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্ব দলের জন্য পাওয়ারপ্লেতে ভালো রান করা। গত বছরের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব।'

নেটিজেনরা ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের ফর্ম নিয়ে আলোচনা করছেন। এই প্রসঙ্গে গিল বলেন, 'জস বাটলারকে আমরা মূলত উইকেটকিপার হিসেবে দলে নিয়েছি। ব্যাটিং লাইনআপ কেমন হবে, তা ম্যাচ শুরু হলে ভালো বোঝা যাবে। আমাদের লক্ষ্য প্রতিটি ব্যাটসম্যান যাতে দুর্দান্ত পারফরম্যান্স করতে পারে, তা নিশ্চিত করা। যাতে গোটা দল উপকৃত হয়।'

সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিল যখন এই কথা বলছেন, তখন তাঁকে ভারতীয় দলের ভবিষ্যৎ অধিনায়কের ব্যাপারেও প্রশ্ন করা হয়েছিল। কিন্তু, তিনি এই প্রসঙ্গে সরাসরি উত্তর এড়িয়ে যান। কোহলি ও রোহিতের অধীনে খেলার অভিজ্ঞতা কেমন ছিল এবং ২০২৭ বিশ্বকাপের আগে ভারতীয় দলে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে শুভমান বলেন, 'গুজরাট টাইটানসের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আমার কাছে অনেক বড় ব্যাপার। আশীষ পাজি (আশীষ নেহরা) ও বিক্রম পাজির (বিক্রম সোলাঙ্কি) কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি বিভিন্ন অধিনায়কের অধীনে খেলেছি এবং সেখান থেকে যা শিখেছি, সেটাই আগামী দিনে কাজে লাগানোর চেষ্টা করছি।'

Advertisment

আরও পড়ুন- নামিবিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, বাছাইপর্বে অধিনায়ক ফাফ ডু প্লেসিস

গুজরাট টাইটানসের সাফল্য সম্পর্কে বলতে গিয়ে দলের সিওও কর্নেল অরবিন্দর সিং বলেন, 'অনেক বিশেষজ্ঞই প্রথম মরশুমে আমাদের জয়কে কাকতালীয় বলেছিলেন। কিন্তু দ্বিতীয় মরশুম থেকেই সবাই গুজরাট টাইটানসকে সিরিয়াসলি নিতে শুরু করেছে। দলের খেলোয়াড়রা মাঠের ভিতরে এবং বাইরে খুবই পরিশ্রম করছেন।' গুজরাট টাইটানস ২০২২ সালে আইপিএলে তাদের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় এবং ২০২৩ সালে রানার্স-আপ হয়। ২০২৪ মরশুমে অবশ্য তারা সেভাবে ভালো খেলতে পারেনি।

cricket BCCI Cricket News Indian Premier League (IPL) IPL