RCB vs CSK: চেন্নাইকে হারাতে পারলেই বাজিমাত, অবিশ্বাস্য রেকর্ডের দোরগোড়ায় বিরাট কোহলিরা

IPL 2025 Match Today: আইপিএল টুর্নামেন্টে আজ দক্ষিণী ডার্বির আয়োজন করা হচ্ছে। একদিকে চেন্নাই সুপার কিংস, অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

IPL 2025 Match Today: আইপিএল টুর্নামেন্টে আজ দক্ষিণী ডার্বির আয়োজন করা হচ্ছে। একদিকে চেন্নাই সুপার কিংস, অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli and MS Dhoni

বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি

IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে দ্বিতীয়বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মধ্যে ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচটি বেঙ্গালুরু এম চিন্নস্বামী স্টেডিয়ামে খেলা হচ্চে। ইতিপূর্বে গত ২৮ মার্চ চেন্নাই এবং বেঙ্গালুরুর মধ্যে লড়াই হয়েছিল। সেই ম্য়াচে বেঙ্গালুরু চেন্নাইকে ৫০ রানে পরাস্ত করে। এবার আরসিবি চাইছে চলতি মরশুমে দ্বিতীয়বার চেন্নাইকে টেক্কা দিতে। আরসিবি যদি এই ম্য়াচে চেন্নাইকে টেক্কা দিতে পারে, তাহলে আইপিএল ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা হবে।

প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে CSK

Advertisment

২০২৫ আইপিএল টুর্নামেন্টে প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। গোটা মরশুমে তারা যথেষ্ট খারাপ পারফরম্যান্স করেছে। পয়েন্টস টেবিলের একেবারে নীচে দাঁড়িয়ে রয়েছে তারা। এই পরিস্থিতিতে আরসিবি-কে হারানো তাদের একেবারে সহজ হবে না। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। চেন্নাইকে হারাতে পারলেই তাদের প্লে-অফ কার্যত নিশ্চিত হয়ে যাবে। যদি আরসিবি আজকের ম্য়াচে চেন্নাইকে হারাতে পারে, তাহলে আইপিএল টুর্নামেন্টে এক নয়া ইতিহাস কায়েম হবে।

MS Dhoni: আগামী বছরও IPL খেলবেন ধোনি? অবশেষে জানালেন মনের কথা

নয়া ইতিহাস কায়েম হবে IPL টুর্নামেন্টে?

আসলে, আজ পর্যন্ত কোনওদিন আইপিএল টুর্নামেন্টের লিগ পর্বে চেন্নাই সুপার কিংসকে ২ বার হারাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মরশুমে প্রথমবার বিরাট কোহলিদের (Virat Kohli) সামনে দ্বিতীয়বার ধোনি (MS Dhoni) ব্রিগেডকে হারানোর সুযোগ রয়েছে। এবার দেখার এটাই যে CSK এবং RCB-র মধ্যে শেষপর্যন্ত কারা এই ম্য়াচে জয়লাভ করবে। ঘরের মাঠ এবং দুর্দান্ত ফর্মের কথা মাথায় রেখে অনেকেই আরসিবি ব্রিগেডকে এগিয়ে রাখতে চাইছে। তবে ধোনির অধিনায়কত্বে যে কোনও সময় চেন্নাই সুপার কিংস এই ম্য়াচের রং বদলে দিতে পারে।

Advertisment

Virat-Dhoni 10th Result: কেউ অঙ্কে কাঁচা, কেউ টেনেটুনে পাশ! ক্লাস টেনে কেমন রেজাল্ট ছিল বিরাট-ধোনির?

একনজরে দেখে নেওয়া যাক, দুই দলের হেড-টু-হেড রেকর্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে এখনও পর্যন্ত ৩৪ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ধোনি ব্রিগেডের পাল্লা যে অনেকটাই ভারী, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। চেন্নাই যেখানে ২১ ম্যাচে জয়লাভ করেছে, রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে মাত্র ১২ ম্য়াচে। একটি ম্য়াচে কোনও ফলাফল নির্ধারণ করা সম্ভব হয়নি।

MS DHONI Virat Kohli Chennai Super Kings Royal Challengers Bengaluru IPL 2025