MS Dhoni: আগামী বছরও IPL খেলবেন ধোনি? অবশেষে জানালেন মনের কথা

Dhoni Retirement News: এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল মরশুম হতে চলেছে? আপাতত এই প্রশ্নটাই গোটা দেশের মনে উঁকি মারতে শুরু করেছে। জেনে নেওয়া যাক।

Dhoni Retirement News: এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল মরশুম হতে চলেছে? আপাতত এই প্রশ্নটাই গোটা দেশের মনে উঁকি মারতে শুরু করেছে। জেনে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni (5)

চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

CSK vs PBKS 2025: এবারের আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings 2025) যথেষ্ঠ খারাপ পারফরম্য়ান্স করেছে। প্রথম ৯ ম্য়াচের মধ্যে তারা মাত্র দুটোতেই জয়লাভ করেছে। আর সেকারণে লিগ টেবিলে বর্তমানে চেন্নাই ১০ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এখনও পর্যন্ত চেন্নাই আনুষ্ঠানিকভাবে প্লে-অফের লড়াই থেকে হয়ত ছিটকে যায়নি, কিন্তু শীর্ষ চারটে দলের মধ্যে নাম লেখানো তাদের পক্ষে কার্যত অসম্ভব।

Advertisment

ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী আইপিএল মরশুমেও কি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni future in IPL) খেলতে নামবেন? সকলের মনে আপাতত এই কথাটাই ঘুরপাক খাচ্ছে। আর সেকারণে চেন্নাই বনাম পঞ্জাব ম্য়াচের আগে ধোনিকে এই প্রশ্নটা করা হয়েছিল। জবাবে ধোনি নিজের মনের কথা জানালেন।

MS Dhoni Record: IPL ইতিহাসে আবারও অনন্য রেকর্ড ধোনির, লখনউ ম্যাচে 'স্পেশ্যাল ডাবল সেঞ্চুরি' মাহির

মরশুমের মাঝপথে গ্রহণ করতে হয়েছে অধিনায়কত্ব

Advertisment

আপাতত (IPL 2025) চেন্নাই সুপার কিংস দলকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও প্রথমদিকে এই দায়িত্বটা রুতুরাজ গায়কোয়াড়কে দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি আচমকা চোট পাওয়ার কারণে শেষপর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এরপর ধোনির কাঁধে তুলে দেওয়া হয় দলের অধিনায়কত্ব। বর্তমানে ধোনি ৪৪ বছর বয়সে পা রেখেছেন। এই পরিস্থিতিতে আগামী আইপিএল মরশুমে ধোনির খেলা নিয়ে যথেষ্ট সাসপেন্স তৈরি হয়েছে।

MS Dhoni Net Worth: ক্রিকেটের মতো ব্যবসাও ভাল বোঝেন ধোনি! কীভাবে বানালেন ১০০০ কোটির সাম্রাজ্য?

আগামী মরশুমে খেলা নিয়ে কী বললেন ধোনি?

ইতিমধ্যে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধোনি যখন টস করতে এসেছিলেন, সেইসময় মাঠে উপস্থিত ছিলেন ড্যানি মরিসন। যেই না তিনি মাহির সঙ্গে কথা বলতে চান, তখনই গোটা চিপক স্টেডিয়াম গর্জন করে উঠল। গর্জন এতটাই বেশি ছিল যে ড্যানি মরিসনকে শেষপর্যন্ত চুপচাপ দাঁড়িয়েই থাকতে হয়। আওয়াজ কিছুটা কমলে তিনি ধোনির সঙ্গে কথা বলতে শুরু করেন। জিজ্ঞাসা করেন, পরের বছরও আইপিএল টুর্নামেন্টে ধোনিকে দেখতে পাওয়া যাবে কি না? এরপর আবারও স্টেডিয়াম জুড়ে গর্জন শুনতে পাওয়া যায়।

MS Dhoni Angry: আচমকা কেন রেগে গেলেন ধোনি, তেড়ে গেলেন ব্য়াট নিয়ে? দেখুন ভিডিও

ঘরের মাঠে চেন্নাইয়ের লাগাতার হার

এই ম্য়াচে টস হেরে যান ধোনি। পঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। অর্থাৎ, চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নামে। কিন্ত, ১৯.২ ওভারে তারা ১৯০ রানে অলআউট হয়ে যায়। ধোনি ৪ বলে ১১ রানের একটা ঝড় তুলে ফিরে যান। যাইহোক, খেলা শুরু হওয়ার আগে ধোনি বললেন, 'এবারের আইপিএল টুর্নামেন্টে আমরা অধিকাংশ হোম ম্য়াচে হেরে গিয়েছি। ঘরের মাঠে সুবিধা আমরা তুলতে পারিনি।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'দলে খুব বেশি পরিবর্তন করার করার ব্যাপারে আমরা পক্ষপাতী নই। কিন্তু, এবার অনেকগুলো পরিবর্তন করতে হয়েছে।'

MS Dhoni on CSK Defeat: হঠাৎ কী হল ধোনির? টানা হারের যন্ত্রণায় গলায় হতাশার সুর, চেন্নাইয়ের কি বিদায় ঘণ্টা বেজে গেল?

এর পিছনে কারণটাও খোলসা করেন তিনি। জানান, এবার ক্রিকেটাররা ভাল পারফরম্য়ান্স করতে পারছেন না। সেকারণেই এমনটা করতে হচ্ছে। ধোনি বললেন, 'আপনি ২-১ ক্রিকেটারকে এদিক ওদিক করতে পারেন। কিন্তু, সিরিজের মাঝপথে দলে পরিবর্তন করেও আমরা আশানুরূপ ফলাফল পাচ্ছি না। পরের মরশুমে আর টস করতে আসব কি না, সেটা আমি জানি না।' মহেন্দ্র সিং ধোনি জানান, মেগা নিলামের পর এটাই প্রথম মরশুম আয়োজন করা হচ্ছে। সেকারণে ক্রিকেটারদের বুঝতেও খানিকটা সময় লাগছে।

IPL 2025 CSK Chennai Super Kings MS DHONI