/indian-express-bangla/media/media_files/2025/05/18/b1jTzGXpdwJn5eNWS9Ag.jpg)
সুদর্শনের শতরানে দুরন্ত জয় গুজরাট টাইটান্সের
IPL 2025 Match Today, DC vs GT Highlights: রবিবার (১৮ মে) দিনের দ্বিতীয় ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে সাই সুদর্শন এবং শুভমান গিল ঐতিহাসিক পার্টনারশিপ গড়ে তোলেন। আর এই যুগলবন্দির দৌলতেই গুজরাট টাইটান্স ১০ উইকেটে জয়লাভ করেছে। সেইসঙ্গে কনফার্ম করে ফেলল প্লে-অফের টিকিটও।
তবে শুধুমাত্র গুজরাট টাইটান্স একা নয়, শুভমান (Shubman Gill) ব্রিগেডের এই জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসও নক-আউট পর্বে নিজেদের নাম লিখিয়ে ফেলল। এবার চতুর্থ স্থানের জন্য হবে লড়াই। এই লড়াইয়ে নাম লেখাবে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস।
KL Rahul Century: অপমান করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, অনন্য রেকর্ড গড়ে মুখতোড় জবাব দিলেন রাহুল?
জলে গেল রাহুলের শতরান
রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে দিল্লির হয়ে কেএল রাহুল (KL Rahul) অপরাজিত ১১২ রানের একটি ইনিংস উপহার দিয়েছিলেন। এই সেঞ্চুরির উপর ভর করেই অক্ষর অ্যান্ড কোম্পানি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে। জবাবে গুজরাট একটাও উইকেট না হারিয়ে ২০৫ রান তুলে নেয় এবং ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলেছে। এই ম্য়াচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে সাই সুদর্শনের হাতে। এই ম্য়াচে তিনি ১০৮ রানে শেষপর্যন্ত অপরাজিত থাকেন।
একনজরে দেখে নিন ম্য়াচের গুরুত্বপূর্ণ হাইলাইটস:
-
May 18, 2025 23:11 IST
DC vs GT Live Updates: ১০ উইকেটে জয়লাভ করল গুজরাট টাইটান্স
DC vs GT Live Updates: অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ইতিহাস গড়ল গুজরাট টাইটান্স। আইপিএল টুর্নামেন্টে এই প্রথমবার কোনও দল ১০ উইকেটে ২০০ রানের টার্গেট তাড়া করে জিতল। ১০৮ রানে অপরাজিত রইলেন সাই সুদর্শন। অন্যদিকে, মাত্র ৭ রানের জন্য শতরান মিস করলেন শুভমান গিল। এই জয়ের পাশাপাশি প্রথম দল হিসেবে আইপিএল টুর্নামেন্টে প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলল গুজরাট টাইটান্স।
-
May 18, 2025 23:03 IST
DC vs GT Live Updates: দর্শনীয় শতরান করলেন সাই সুদর্শন
DC vs GT Live Updates: দুর্দান্ত শতরান করলেন সাই সুদর্শন। ৫৬ বলে তাঁর ব্যাট থেকে শতরান বেরিয়ে আসে। ১২ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি।
-
May 18, 2025 22:39 IST
DC vs GT Live Updates: নজরকাড়া অর্ধশতরান শুভমানের
DC vs GT Live Updates: সাই সুদর্শনের পর এবার শুভমান গিলও হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। ৩৩ বলে তাঁর ব্যাট থেকে পঞ্চাশ রানের ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। তিনি একটি চার এবং চারটে ছয় মেরেছেন।
-
May 18, 2025 22:17 IST
DC vs GT Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি করলেন সাই সুদর্শন
DC vs GT Live Updates: এই মরশুমে ষষ্ঠ পঞ্চাশ রানটা করে ফেললেন সাই সুদর্শন। মাত্র ৩০ বলে তিনি ৫০ রান করেন। আটটি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন।
-
May 18, 2025 22:07 IST
DC vs GT Live Updates: দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ গুজরাটের
DC vs GT Live Updates: গুজরাট টাইটান্সের হয়ে ওপেন করতে নেমেছেন অধিনায়ক শুভমান গিল এবং তারকা ব্যাটার সাই সুদর্শন। দুজনেই আপাতত দাপটের সঙ্গে ব্যাট করছেন। ৬ ওভার শেষে বিনা উইকেটে ৫৯ রান করে ফেলেছে। শুভমান ১৫ রানে এবং সুদর্শন ৪৪ রানে ব্যাট করছেন।
-
May 18, 2025 21:20 IST
DC vs GT Live Updates: ১১২ রানে অপরাজিত থাকলেন রাহুল, জেতার জন্য গুজরাটের টার্গেট ২০০
DC vs GT Live Score: ১১২ রানে অপরাজিত থাকলেন দিল্লির ওপেনার কেএল রাহুল। জেতার জন্য গুজরাটের টার্গেট ২০০ রান।
-
May 18, 2025 21:14 IST
DC vs GT Live Updates: চোখধাঁধানো সেঞ্চুরি রাহুলের
DC vs GT Live Score: ঘরের মাঠে তুলকালাম ব্যাটিং দিল্লির ওপেনার কেএল রাহুলের। ৬০ বলে চোখধাঁধানো সেঞ্চুরি করলেন রাহুল।
-
May 18, 2025 21:01 IST
DC vs GT Live Updates: অক্ষরকে ফেরালেন প্রসিধ কৃষ্ণ
DC vs GT Live Score: দিল্লির তৃতীয় উইকেটের পতন। অক্ষরকে ফেরালেন প্রসিধ কৃষ্ণ। এদিকে, সেঞ্চুরির দোরগোড়ায় কেএল রাহুল।
-
May 18, 2025 20:46 IST
DC vs GT Live Updates: ১৪ ওভার শেষে দিল্লির স্কোর ১২৬-২
DC vs GT Live Score: বড় রানের দিকে এগোচ্ছে দিল্লি ক্যাপিটালস। ১৪ ওভার শেষে তাদের স্কোর ১২৬-২। ব্যাট করছেন রাহুল এবং অক্ষর।
-
May 18, 2025 20:38 IST
DC vs GT Live Updates: পোড়েলকে ফেরালেন সাই কিশোর
DC vs GT Live Score: অবশেষে সাফল্য গুজরাট টাইটান্সের। অভিষেক পোড়েলকে ফেরালেন সাই কিশোর। ২ উইকেট পড়ল দিল্লির।
-
May 18, 2025 20:24 IST
DC vs GT Live Updates: দুর্দান্ত হাফসেঞ্চুরি রাহুলের
DC vs GT Live Score: তুলকালাম ব্যাটিং কেএল রাহুলের। গুজরাট বোলারদের পিটিয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি দিল্লির ওপেনারের।
-
May 18, 2025 20:16 IST
DC vs GT Live Updates: ৮ ওভার শেষে দিল্লির স্কোর ৫৬-১
DC vs GT Live Score: চালিয়ে খেলছেন কেএল রাহুল। উল্টোদিকে ধরে ধরে খেলছেন পোড়েল। ৮ ওভার শেষে দিল্লির স্কোর ৫৬-১।
-
May 18, 2025 19:58 IST
DC vs GT Live Updates: দিল্লির ইনিংস টানছেন রাহুল-পোড়েল
DC vs GT Live Score: শুরুতেই উইকেট হারিয়েে কিছুটা চাপে দিল্লি। তবে ইনিংস টানছেন রাহুল এবং পোড়েল। ৫ ওভার শেষে স্কোর ২৮-১।
-
May 18, 2025 19:50 IST
DC vs GT Live Updates: দিল্লিকে প্রথম ঝটকা দিলেন আর্শাদ
DC vs GT Live Score: প্রথম ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। আউট তাদের স্টার ওপেনার ফাফ ডু প্লেসিস। গুজরাটকে সাফল্য দিলেন আর্শাদ খান।
-
May 18, 2025 19:41 IST
DC vs GT Live Updates: ২ ওভার শেষে দিল্লির স্কোর ১০-০
DC vs GT Live Score: মোটের উপর ভাল শুরু দিল্লি ক্যাপিটালসের। ২ ওভার শেষে তাদের স্কোর ১০-০।
-
May 18, 2025 19:32 IST
DC vs GT Live Updates: টসে জিতে ফিল্ডিং নিল গুজরাট
DC vs GT Live Score: টসে জিতলেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠালেন।