/indian-express-bangla/media/media_files/2025/05/18/IZDPvoqlfurTPu5mFXj4.jpg)
অপমানের জবাব দিলেন কেএল রাহুল?
KL Rahul T20 Hundreds: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের রোমাঞ্চ আরও একবার শুরু হয়ে গিয়েছে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) তারকা ব্য়াটার কেএল রাহুল রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শতরানের ইনিংস উপহার দিলেন। আর সেইসঙ্গে তিনি কায়েম করলেন একটি অনন্য রেকর্ড। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে তিনি টি-২০ ক্রিকেটে সর্বাধিক শতরান হাঁকিয়েছেন। এই তালিকায় তিনি অভিষেক শর্মার রেকর্ডও স্পর্শ করে ফেললেন।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গর্জে উঠলেন রাহুল
অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। তিনি ৬০ বলে নিজের আইপিএল কেরিয়ারের পঞ্চম শতরানটা হাঁকিয়ে ফেললেন। এই ম্য়াচে তিনি ১১২ রানে অপরাজিত রইলেন। তাঁর এই ইনিংসে ১৪ বাউন্ডারি এবং ৪ ছক্কা রয়েছে। ইতিপূর্বে ৩৫ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছিল ঝকঝকে অর্ধশতরান। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে প্রথম শতরান করলেন রাহুল।
KL Rahul: আইপিএলে 'ডবল সেঞ্চুরি' কেএল রাহুলের, নাম লেখালেন রোহিতের দলে
এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লখনউ সুপার জায়ান্টস দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। কারণটা আশা করি আর নতুন করে বলে দেওয়ার দরকার নেই। আসলে গত মরশুমে সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে একটি ম্য়াচে লখনউ হেরে যাওয়ার পর রাহুলকে আপাদমস্তক তিরস্কার করছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এই ভিডিওটি দেখার পর নেট পাড়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করেছিল।
The way LSG owner Sanjiv Goenka treated KL Rahul on camera is shameful and I strongly condemn it. It is not justified to treat your own captain like this. This will make him uncomfortable and it will have a clear impact on his performance.#KLRahulpic.twitter.com/dSUFQApyp8
— Dushyant Kumar (@DushyantKrRawat) May 9, 2024
এরপর রাহুল নিজেই জানিয়ে দেন যে তিনি লখনউয়ের হয়ে আর খেলতে চান না। অবশেষে ২০২৪ সালের মেগা নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস তাঁকে রিলিজ করে দেয়। আর সেই সুযোগে দিল্লি ক্যাপিটালস তাঁকে জামাই আদরে ঘরে ডেকে আনে। অনেকে মনে করেছিলেন, কেএল রাহুলই হয়ত দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন। কিন্তু, রাহুল জানিয়ে দেন যে তিনি অধিনায়ক হতে চান না। তিনি ব্যাটার হিসেবেই দায়িত্ব পালন করবেন। এরপর অক্ষর প্যাটেলকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।
দিল্লির হয়ে প্রত্যেকটা ম্য়াচেই নিজের যোগ্যতার প্রতি সুবিচার করছেন কেএল রাহুল। ১১ ম্য়াচে তিনি ৪৯৩ রান করেছেন। এরমধ্যে একটি সেঞ্চুরি এবং তিনটে হাফসেঞ্চুরি রয়েছেন। ১৪৮-এর স্ট্রাইক রেটে ব্যাট করছেন। আর রাহুলের এই ব্য়াটিং পারফরম্য়ান্স আসলে সঞ্জীব গোয়েঙ্কাকেই যোগ্য জবাব দিচ্ছে, এমন কথাই সকলে মনে করছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৩ সাল থেকে আইপিএল টুর্নামেন্ট খেলছেন কেএল রাহুল। এখনও পর্যন্ত রাহুল ১৪৩ ম্য়াচ খেলে ৫,১৭৬ রান করেছেন। তাঁর ব্যাট থেকে পাঁচটি শতরান এবং ৪০ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। ইতিমধ্যে তিনি আরসিবি, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন।