/indian-express-bangla/media/media_files/2025/05/19/yiP27GD5BmavydbBIhVj.jpg)
লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদ
IPL 2025 Match Today, LSG vs SRH Highlights: শেষ হল হাড্ডাহাড্ডি এক লড়াই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৬১ নম্বর ম্য়াচে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মধ্যে খেলতে নেমেছিল। এই মরশুমে হায়দরাবাদ আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছিল। তবে লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে ঋষভদের প্লে-অফে ওঠার রাস্তা তারা বন্ধ করে দিল।
দেখে নিন, ম্য়াচের যাবতীয় গুরুত্বপূর্ণ হাইলাইটস:
-
May 19, 2025 23:40 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: লখনউকে ৬ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদ
LSG vs SRH Live Updates, IPL 2025: অবশেষে লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। আর সেইসঙ্গে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল ঋষভ পন্থের দল। চলতি আইপিএল টুর্নামেন্টে পঞ্চম দল হিসেবে লখনউ নক-আউট পর্বে উঠতে পারল না। সোমবার আয়োজিত এই ম্য়াচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল লখনউ। ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ২০৫ রান করে। জবাবে হায়দরাবাদ ১৮.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে ২০৬ রা তুলে ফেলে এবং এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়। হায়দরাবাদের হয়ে সর্বাধিক ৫৯ রান করেন অভিষেক শর্মা। অন্যদিকে, লখনউয়ের হয়ে দিগ্বেশ রথী ২ উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন উইলিয়াম ও রুরকি এবং শার্দূল ঠাকুর।
-
May 19, 2025 23:05 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: আউট ইশান কিষান
LSG vs SRH Live Updates, IPL 2025: এবার ফিরে গেলেন ইশান কিষান। দিগ্বেশ রথীর গুগলিটা তিনি ঠিকঠাক বুঝতে পারেননি। কিন্তু, বলের লাইন মিস করলেন। দিগ্বেশের ডেলিভারি সোজা এসে স্টাম্পে লাগে। সেই সিগনেচার স্টাইলে সই করে সেলিব্রেট করলেন লখনউয়ের এই বোলার। ২৮ বলে ৩৫ রান করে ফিরলেন ঈশান। তিনি ৩ চার এবং ২ ছয় মারেন।
-
May 19, 2025 22:32 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: আগুন ব্যাটিং করে আউট অভিষেক
LSG vs SRH Live Updates, IPL 2025: বিধ্বংসী বললেও বোধহয় কম বলা হয়। সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে ব্যাট হাতে কার্যত আগুন ধরালেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে তাঁর ব্যাট থেকে একটা ঝকঝকে একটা হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। ইতিপূর্বে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯ বলে অর্ধশতরান করেছিলেন তিনি।
যাইহোক, এরপর খুব বেশিদুর আর এগোতে পারলেন না তিনি। ২০ বলে ৫৯ রান করে তিনি দিগ্বেশ রথীর বলে আউট হয়ে যান। ক্যাচ ধরলেন শার্দূল ঠাকুর। অভিষেকের ব্যাট থেকে ৪ চার এবং ৬ ছয় দেখতে পাওয়া গিয়েছে। ব্যাট করতে নামলেন হেনরিক ক্লাসেন।
-
May 19, 2025 21:59 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: শুরুতেই সাফল্য পেল লখনউ
LSG vs SRH Live Updates, IPL 2025: ও রুরকির বলে দিগ্বেশ রথীর হাতে ক্য়াচ দিয়ে ফিরে গেলেন অথর্ব টাইডে। ৯ বলে ১৩ রান করে তিনি ফিরে গেলেন।
-
May 19, 2025 21:58 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: শুরু হল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং
LSG vs SRH Live Updates, IPL 2025: এবার শুরু হল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং। ব্যাট করতে নামলেন অথর্ব টাইডে এবং অভিষেক শর্মা।
-
May 19, 2025 21:32 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: হায়দরাবাদকে ২০৬ রানের টার্গেট দিল লখনউ
LSG vs SRH Live Updates, IPL 2025: মিচেল মার্শ এবং এইডেন মার্করামের হাফসেঞ্চুরির দৌলতে লখনউ সুপার জায়ান্টস সোমবার (১৯ মে) সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২০৬ রানের টার্গেট রেখেছে। টস হেরে লখনউ প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে তারা সাত উইকেট হারিয়ে ২০৫ রান করে। হায়দরাবাদের হয়ে ইশান মালিঙ্গা ২ উইকেট শিকার করেছেন। এছাড়া হর্ষ দুবে, হর্ষল প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি একটু করে উইকেট তুলে নেন।
-
May 19, 2025 21:03 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: ক্লিন বোল্ড হলেন এইডেন মার্করাম
LSG vs SRH Live Updates, IPL 2025: এইডেন মার্করামকে ক্লিন বোল্ড করে দিলেন হর্ষল প্যাটেল। স্লো ইয়র্কারে হর্ষল যুদ্ধ জয় করলেন। নড়ে যায় মার্করামের মিডল স্টাম্প। আর সেইসঙ্গে হর্ষল প্যাটেল আইপিএল টুর্নামেন্টে ১৫০টি উইকেট শিকারের রেকর্ড গড়ে ফেললেন। ৩৮ বলে ৬১ রান করে ফিরতে হল মার্করামকে।
-
May 19, 2025 20:43 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: দুরন্ত হাফসেঞ্চুরি করলেন এইডেন মার্করাম
LSG vs SRH Live Updates, IPL 2025: ২০২৫ আইপিএল মরশুমে পঞ্চম হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন এইডেন মার্করাম। মার্শের মতো তিনিও ২৮ বলেই অর্ধশতরান করলেন। ৪ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি।
-
May 19, 2025 20:39 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: ফের ব্যর্থ হলেন ঋষভ পন্থ
LSG vs SRH Live Updates, IPL 2025: কবে বড় রান করতে পারবেন ঋষভ? এই প্রশ্নটাই আপাতত ভারতীয় ক্রিকেট সমর্থকদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আশা ছিল, বেশ কয়েকদিন বিশ্রাামের পর ঋষভ হয়ত তাঁর হারানো ফর্ম ফিরে পাবেন। কিন্তু, কোথায় কী? ৬ বলে মাত্র ৭ রান করে তিনি ফিরে গেলেন। তবে অসাধারণ একটি রিটার্ন ক্যাচ ধরলেন ইশান মালিঙ্গা।
-
May 19, 2025 20:31 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: হাফসেঞ্চুরি করেই আউট মার্শ
LSG vs SRH Live Updates, IPL 2025: অবশেষে উইকেট পেলেন হর্ষ দুবে। প্রথম ২ বার ভুল করেছিলেন ইশান কিষান। প্রথমে তিনি ক্যাচ মিস করেন। তারপর মিস করেন স্টাম্প। সবাই বলছিলেন হর্ষের কপালটাই নাকি খারাপ! অবশেষে তাঁর বলে ঈশান মালিঙ্গা ক্যাচ নিলেন। ৩৯ বলে ৬৫ রান করে ফিরতে হল মার্শকে।
-
May 19, 2025 20:24 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: মার্শের ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি
LSG vs SRH Live Updates, IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টে পঞ্চম হাফসেঞ্চুরি করে ফেললেন মিচেল মার্শ। হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২৮ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে ফিফটি বেরিয়ে এল। আপাতত দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন এইডেন মার্করাম।
-
May 19, 2025 20:05 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: শেষ হয়ে গেল পাওয়ার-প্লে
LSG vs SRH Live Updates, IPL 2025: মিচেল মার্শ এবং এইডেন মার্করাম শুরুটা বেশ ভাল করেছেন। প্রথম ৬ ওভারে লখনউ বিনা উইকেটে ৬৯ রান করেছে লখনউ।
-
May 19, 2025 19:42 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: শুরু হল লখনউয়ের ব্যটিং
LSG vs SRH Live Updates, IPL 2025: লখনউয়ের হয়ে ব্যাট করতে নামলেন মিচেল মার্শ এবং এইডেন মার্করাম।
-
May 19, 2025 19:41 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: দুই দলের প্রথম একাদশ
LSG vs SRH Live Updates, IPL 2025: একনজরে দুই দলের প্রথম একাদশে চোখ বুলিয়ে নেওয়া যাক।
সানরাইজার্স হায়দরাবাদ: অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, অনিকেত বর্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, হর্ষ দুবে, জীশান আনসারি, ইশান মালিঙ্গা।
ইমপ্যাক্ট প্লেয়ার: মহম্মদ সামি, অথর্ব তাইডে, সচিন বেবি, অভিনব মনোহর এবং সিমরনজিৎ সিং।
লখনউ সুপার জায়ান্টস: এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (উইকেটকিপার+অধিনায়ক), আয়ুশ বদৌনি, আব্দুল সামাদ, আকাশ দীপ, রবি বিষ্ণোই, দিগ্বেশ রথী, আভেশ খান, উইলিয়াম ও রুরকি।
ইমপ্যাক্ট প্লেয়ার: হিম্মত সিং, শাহবাজ আহমেদ, এম সিদ্ধার্থ, শার্দূল ঠাকুর, ডেভিড মিলার।
-
May 19, 2025 19:10 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: টস জিতল সানরাইজার্স হায়দরাবাদ, লখনউকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ
LSG vs SRH Live Updates, IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করল। অধিনায়ক প্যাট কামিন্স জানালেন, ট্রাভিস হেড এবং জয়দেব উনাদকাট খেলবেন না। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক ঋষভ পন্থ ডেবিউয়ের সুযোগ দিলেন উইলিয়াম ও রুরকিকে।
-
May 19, 2025 16:52 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: একনজরে পিচ রিপোর্ট
LSG vs SRH Live Updates, IPL 2025: ইকানা স্টেডিয়ামের উইকেট বরাবরই বোলিং সহায়ক হয়ে থাকে। বিশেষ করে স্লো বোলাররা যথেষ্ট সুবিধা পেয়ে থাকেন। যদিও নতুন বলে ব্যাটাররা কিছুটা হলেও সুবিধা পেতে পারেন। বল যত পুরনো হয়, ততই ব্যাট করা কঠিন হয়ে ওঠে। এখানকার উইকেটে লাল এবং কালো দুই ধরনের মাটিই দেখতে পাওয়া যায়। ১৮০-১৯০ নিরাপদ স্কোর বলে আশা করা যেতে পারে। যে দল টস জিতবে, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কারণ শিশির একটা বড় ভূমিকা গ্রহণ করতে পারে।
-
May 19, 2025 16:51 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: আশা ছাড়ছে না লখনউ সুপার জায়ান্টস
LSG vs SRH Live Updates, IPL 2025: দেখে নিন ভিডিও
Hope is the best of things 🩵 pic.twitter.com/aBQeV2WYeY
— Lucknow Super Giants (@LucknowIPL) May 19, 2025 -
May 19, 2025 16:50 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: জেনে নিন ওয়েদার রিপোর্ট
LSG vs SRH Live Updates, IPL 2025: অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, সোমবার ম্য়াচ চলাকালীন আকাশ একেবারে পরিষ্কার থাকবে। দিনের সর্বাধিক তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। রাতের দিকে তা ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ম্য়াচ চলাকালীন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩১ শতাংশ থেকে ৪৬ শতাংশ পর্যন্ত থাকবে। গোটা ম্য়াচে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই।
-
May 19, 2025 16:49 IST
LSG vs SRH Live Updates, IPL 2025: হেড টু হেড রেকর্ড
LSG vs SRH Live Updates, IPL 2025: লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে এখনও পর্যন্ত ৫ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে লখনউয়ের পাল্লা অনেকটাই ভারী। এই পাঁচটা ম্য়াচের মধ্যে ৪ ম্য়াচে তারা জয়লাভ করেছে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের ভাগ্যে জুটেছে মাত্র একটি ম্য়াচ। লখনউয়ে একবারই এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে LSG ৫ উইকেটে জয়লাভ করেছিল।