/indian-express-bangla/media/media_files/2025/05/19/x8e1oPRCY8gTCWRO4KRI.jpg)
সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ
Travis Head Tested Covid-19 Positive: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট আপাতত গোধূলি লগ্নে এগোতে শুরু করেছে। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। রবিবার (১৮ মে) নিজামবাহিনীর হেড স্যার ড্যানিয়েল ভেত্তোরি জানালেন, অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড আপাতত করোনা অতিমারিতে (Covid-19) আক্রান্ত হয়ে পড়েছেন।
আর সেকারণেই ভারতে আসতে তাঁর সামান্য দেরি হচ্ছে। অর্থাৎ, সোমবার (১৯ মে) হায়দরাবাদের দ্বাদশ ম্য়াচে খেলতে পারবেন না এই বাঁ-হাতি ব্য়াটার। এই ম্য়াচে লখনউয়ের নবাবদের বিরুদ্ধে খেলতে নামবে হায়দরাবাদের নিজামরা। তবে সংবাদমাধ্যমকে কোচ নিশ্চিত করেছেন, 'আগামীকাল সকালেই ভারতে আসছে ট্রাভিস হেড।'
IPL 2024: Sunrisers Hyderabad দলের সিইও কাব্য মারান কতদূর পড়াশোনা করেছেন জানেন?
ভেত্তোরি আরও যোগ করলেন, 'হেডের আসতে কিছুটা দেরি হচ্ছে। আগামীকাল সকালে ও আসবে। ভারতে আসলেও ওর শারীরিক অবস্থা বিচার করে খেলানো হবে।' যদিও সানরাইজার্স হায়দরাবাদ ইতিমধ্যে চলতি আইপিএল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। আপাতত লিগ তালিকায় তারা অষ্টম স্থানে দাঁড়িয়ে রয়েছে। ১১ ম্য়াচের মধ্যে মাত্র তিনটেয় তারা জয়লাভ করেছে। হেড এই টুর্নামেন্টে মাত্র ২৮১ রান করেছেন। ব্যাটিং গড় ২৮। এরমধ্যে দুটো হাফসেঞ্চুরি রয়েছে।
লখনউয়ের বিরুদ্ধে সম্মানরক্ষার ম্য়াচ
সুতরাং, সোমবারের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের যে হারানোর কিছু নেই, তা বলা যেতেই পারে। সেক্ষেত্রে হয়ত লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ইশান কিষানকে ব্যাট করতে দেখা যেতে পারে। সঙ্গে থাকবেন অভিষেক শর্মা। এক্ষেত্রে বলে রাখা ভাল, গত ২ সপ্তাহের বেশি সময় এই দলটা ৪০ ওভারের গোটা ম্য়াচ খেলেনি। গত ৫ মে তারা শেষ ম্য়াচ খেলেছিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আয়োজিত ওই ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। এরপর ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য এই টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়।