RCB vs SRH Highlights, IPL Match Today: বড় ধাক্কা খেল আরসিবি, ৪২ রানে জয় হায়দরাবাদের

IPL 2025 Match Today, Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad Highlights: চলতি আইপিল মরশুমে বিরাট কোহলির ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছে। ঝলক দেখা গেল আরসিবি-র বিরুদ্ধেও। যদিও তিনি জেতাতে পারলেন না।

IPL 2025 Match Today, Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad Highlights: চলতি আইপিল মরশুমে বিরাট কোহলির ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছে। ঝলক দেখা গেল আরসিবি-র বিরুদ্ধেও। যদিও তিনি জেতাতে পারলেন না।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
RCB vs SRH Highlights ৩৪ীূ৫ৈ৩

বেঙ্গালুরুকে ৪২ রানে হারিয়ে দিল হায়দরাবাদ

IPL 2025 Match Today, RCB vs SRH Highlights: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ৬৫ নম্বর ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) খেলতে নেমেছিল। এই ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হয়। তবে এই ম্য়াচে আরসিবি ৪২ রানে পরাস্ত হয়েছে। আর সেইসঙ্গে লিগ পর্বে শীর্ষ-২ স্থানে শেষ করার স্বপ্নও বড়সড় ধাক্কা খেয়েছে। 

Advertisment

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি। ইশান কিষানের বিধ্বংসী ব্য়াটিংয়ের দৌলতে সানরাইজার্স হায়দরাবাদ আরসিবি-র সামনে ২৩২ রানের টার্গেট দিয়েছে। ইশান ৪৮ বলে ৭ চার এবং ৫ ছক্কা হাঁকিয়ে শেষপর্যন্ত ৯৪ রানে অপরাজিত থাকেন। আর সেই সুবাদে সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩১ রান করেছে। এই ম্য়াচে আরসিবি টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের ওপেনিং জুটি শুরুটা ঝড়ের গতিতে করেন। প্রথম উইকেটে ৫৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।

Viral Video: লাইভ ম্য়াচে এ কী দেখছেন? 'কাকু'র ভিডিও দেখে ছিছিক্কার নেটপাড়ায়

জবাবে ফিল সল্ট এবং বিরাট কোহলি (Virat Kohli) শুরুটা বেশ ভালই করেছিল। কিন্তু, আরসিবি ব্রিগেড ১৯.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে য়ায়। আরসিবি আগেই প্লে-অফে পৌঁছে গিয়েছে। কিন্তু, এই হারের কারণে শীর্ষ দুইয়ে তারা শেষ করতে পারবে কি না, তা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে।

Advertisment

এই ম্যাচের যাবতীয় গুরুত্বপূর্ণ হাইলাইটসে চোখ বুলিয়ে নিন:

  • May 23, 2025 23:42 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের বড় জয়

    RCB vs SRH Live Updates, IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সানরাইজার্স হায়দরাবাদ ৪২ রানে হারিয়ে দিল। সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে নেমে ইশান কিষানের ব্যাটিং দৌলতে ২০ ওভারে ২৩১ রান তোলে। জবাবে ফিল সল্ট এবং বিরাট কোহলি শুরুটা বেশ ভালই করেছিল। কিন্তু, আরসিবি ব্রিগেড ১৯.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে য়ায়। আরসিবি আগেই প্লে-অফে পৌঁছে গিয়েছে। কিন্তু, এই হারের কারণে শীর্ষ দুইয়ে তারা শেষ করতে পারবে কি না, তা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে।

     

    কোহলি এবং সল্ট প্রথম উইকেটে ৮০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শুরুটা বেশ ভালই করেছিল আরসিবি। কোহলি আউট হওয়ার পর সল্ট দায়িত্ব গ্রহণ করেন। হাফসেঞ্চুরিও হাঁকান। সল্ট আউট হওয়ার পর আরসিবি ইনিংস কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে তারা। প্যাট কামিন্সের নেতৃত্বে হায়দরাবাদ বোলাররা দুর্দান্ত কামব্য়াক করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ইশান মালিঙ্গার। তিনি রোমারিও শেফার্ড এবং টিম ডেভিডের মতো বিধ্বংসী ব্য়াটারদের আউট করে দেন।



  • May 23, 2025 23:40 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: প্যাভিলিয়নে ফিরলেন টিম ডেভিড

    RCB vs SRH Live Updates, IPL 2025: ইশান মালিঙ্গা টিম ডেভিডকে আউট করে সানরাইজার্স হায়দরাবাদকে সপ্তম সাফল্য এনে দিলেন।  ডেভিড ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এবার ক্রিজে রয়েছেন ক্রুনাল পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমার।



  • May 23, 2025 23:23 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: জীতেশ শর্মা আউট

    RCB vs SRH Live Updates, IPL 2025: এবার ফিরে গেলেন আরসিবি অধিনায়ক জীতেশ শর্মা। আরসিবি-র ষষ্ঠ উইকেটের পতন হল। জীতেশ ১৫ বলে ২৪ রান করলেন। জয়দেব উনাদকাট তাঁর উইকেট শিকার করেন।



  • May 23, 2025 23:20 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: রানের খাতা খুলতেই পারলেন না শেফার্ড

    RCB vs SRH Live Updates, IPL 2025: দুর্দান্ত বল করলেন ইশান মালিঙ্গা। রোমারিও শেফার্ডকে তিনি কট অ্যান্ড বোল্ড করে দিলেন। শেফার্ড রানের খাতা খুলতে পারলেন না। আরসিবি ১৬ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে আরসিবি ১৭৪ রান করেছেন।



  • May 23, 2025 23:17 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: আউট হলেন রজত পতিদার

    RCB vs SRH Live Updates, IPL 2025: রজত পতিদার আউট হতেই আরসিবি-র চতুর্থ উইকেটের পতন হল। পতিদার রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। তিনি ১৬ বলে একটি বাউন্ডারির দৌলতে ১৮ রান করেছেন।



  • May 23, 2025 23:15 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: ১৬৫ রান টপকাল আরসিবি

    RCB vs SRH Live Updates, IPL 2025: সানরাইজার্সের বিরুদ্ধে টার্গেট তাড়া করতে নেমে আরসিবি ১৬৫ রান অতিক্রম করে ফেলল। আরসিবি ১৫ ওভার থেকে তিন উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে। এখনও জয়ের জন্য ৩০ বলে ৬৫ রান দরকার। আপাতত ক্রিজে রয়েছেন জীতেশ শর্মা এবং রজত পতিদার।



  • May 23, 2025 23:13 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: প্যাভিলিয়নে ফিরলেন সল্ট

    RCB vs SRH Live Updates, IPL 2025: ফিল সল্টকে আউট করে দিলেন প্যাট কামিন্স। আর সেইসঙ্গে বেঙ্গালুরুর তৃতীয় উইকেটের পতন হল। সল্ট ৩২ বলে ৪ চার এবং ৫  ছক্কা হাঁকিয়ে ৬২ রান করেন। কিন্তু, শেষপর্যন্ত আউট হয়ে গেলেন।



  • May 23, 2025 22:44 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: দ্বিতীয় ধাক্কা খেল আরসিবি

    RCB vs SRH Live Updates, IPL 2025: ময়াঙ্ক আগরওয়াল আউট হতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দ্বিতীয় উইকেটের পতন হল। ময়াঙ্ক এই ম্য়াচে ১১ রান করলেন। নীতিশ রেড্ডি তাঁর উইকেট শিকার করলেন। এবার ক্রিজে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামলেন দলের নিয়মিত অধিনায়ক রজত পতিদার। যদিও এই ম্য়াচে তিনি আরসিবি-কে নেতৃত্ব দিচ্ছেন না।



  • May 23, 2025 22:33 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: ব্যাটিং ধামাকা সল্টের, হাঁকালেন দুরন্ত হাফসেঞ্চুরি

    RCB vs SRH Live Updates, IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত ব্য়াটিং করছেন ফিল সল্ট। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। ইতিমধ্য়ে তিনি তিনটি করে চার এবং ছক্কা হাঁকিয়েছেন। এই মরশুমে সল্ট দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই নিয়ে তিনি তৃতীয় অর্ধশতরান করে ফেললেন।



  • May 23, 2025 22:23 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: আউট বিরাট কোহলি

    RCB vs SRH Live Updates, IPL 2025: আউট হয়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি। হর্ষ দুবের বলে রুম তৈরি করে তিনি খেলতে গিয়েছিলেন। কিন্তু, বলটা সোজা পয়েন্টের দিকে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন অভিষেক শর্মা। তিনি ক্যাচ ধরতে কোনও ভুল করলেন না। একটা নিশ্চিত হাফসেঞ্চুরি মিস করলেন বিরাট। ২৫ বলে ৪৩ রান করে তিনি ফিরে গেলেন। ৭ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন তিনি।



  • May 23, 2025 22:12 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: শেষ পাওয়ারপ্লে

    RCB vs SRH Live Updates, IPL 2025: শেষ হল দ্বিতীয় ইনিংসের পাওয়ারপ্লে। লক্ষ্য তাড়া করতে নেমে কার্যত ব্যাটিং ঝড় শুরু করেছেন বিরাট কোহলি (৪২) এবং ফিল সল্ট (২০)। ৬ ওভার শেষে আরসিবি বিনা উইকেটে ৭২ রান করে ফেলেছে।



  • May 23, 2025 21:45 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: শুরু হল আরসিবি-র ইনিংস

    RCB vs SRH Live Updates, IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ব্য়াটিং শুরু করেছে। আরসিবি-র হয়ে বিরাট কোহলি এবং ফিল সল্ট ব্যাট করতে নামলেন। সানরাইজার্স হায়দরাবাদ আরসিবি-র সামনে ২৩২ রানের বিশাল টার্গেট রেখেছে।



  • May 23, 2025 21:34 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: আরসিবি-র সামনে ২৩২ রানের টার্গেট

    RCB vs SRH Live Updates, IPL 2025: ইশান কিষানের বিধ্বংসী ব্য়াটিংয়ের দৌলতে সানরাইজার্স হায়দরাবাদ আরসিবি-র সামনে ২৩২ রানের টার্গেট দিয়েছে। ইশান ৪৮ বলে ৭ চার এবং ৫ ছক্কা হাঁকিয়ে শেষপর্যন্ত ৯৪ রানে অপরাজিত থাকেন। আর সেই সুবাদে সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩১ রান করেছে। এই ম্য়াচে আরসিবি টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের ওপেনিং জুটি শুরুটা ঝড়ের গতিতে করেন। প্রথম উইকেটে ৫৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।

    লুঙ্গি এনগিডি অভিষেককে আউট করে এই জুটি ভেঙে দেন। এই ম্য়াচে অভিষেক ১৭ বলে ৩ চার এবং ৩ ছয় হাঁকিয়ে ৩৪ রান করেছেন। এরপর ভুবনেশ্বর কুমার ট্রাভিস হেডকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। হেড এই ম্য়াচে ১০ বলে ৩ বাউন্ডারি হাঁতিয়ে ১৭ রান করেছেন। এরপর হেনরিক ক্লাসেন এবং ইশান কিষান দায়িত্ব গ্রহণ করেন। তৃতীয় উইকেটে ৪৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপ ভাঙলেন সূয়শ শর্মা। তিনি ক্লাসেনকে আউট করেন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ১৩ বলে জোড়া চার এবং জোড়া ছক্কা হাঁকিয়ে ২৪ রান করেছেন।

    Ishan Kishan Half Century
    দুরন্ত হাফসেঞ্চুরি ইশান কিষানের

     

    এরপর ইশানকে সঙ্গ দিতে মাঠে নামেন অনিকেত বর্মা। তিনিও বেশ ঝোড়ো ব্যাটিং করেন। অনিকেত ৯ বলে একটি চার এবং ৩ ছক্কা হাঁকিয়ে ২৬ রান করেন। নীতিশ রেড্ডি এই ম্য়াচে বিশেষ নজর কাড়তে পারলেন না। মাত্র ৪ রান করে তিনি রোমারিও শেফার্ডের বলে আউট হয়ে যান। এরপর শেফার্ড মনোহরকে আউট করেন। মনোহর ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। যদিও ইশান শেষপর্যন্ত টিকে থাকেন। রানের গতি তিনি শ্লথ হতে দেননি। ইশানের ব্যাটিংয়ে ভর করেই হায়দরাবাদ ২৩০ রানের চৌকাঠ স্পর্শ করে। কামিন্স ৬ বলে একটি ছক্কার দৌলতে ১৩ রান করে অপরাজিত থাকেন। আরসিবি ব্রিগেডের হয়ে জোড়া উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর, লুঙ্গি এনগিডি, সূয়শ শর্মা এবং ক্রুনাল পান্ডিয়া। 



  • May 23, 2025 21:30 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: হায়দরাবাদের ষষ্ঠ উইকেটের পতন

    RCB vs SRH Live Updates, IPL 2025: রোমারিও শেফার্ড এবার অভিনব মনোহরকে আউট করে সানরাইজার্স ব্রিগেডকে ষষ্ঠ ধাক্কা দিলেন। অভিনব ১১ বলে একটি ছক্কার দৌলতে ১২ রান করে আউট হলেন।

     



  • May 23, 2025 21:10 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: ১৭০ রানের চৌকাঠ টপকে গেল হায়দরাবাদ

    RCB vs SRH Live Updates, IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৭০ রান টপকে গেল। ক্রিজে এখনও রয়েছেন ইশান কিষান। ১৬ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদ পাঁচ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ফেলেছে। ইশান এবং অভিনব মনোহর আপাতত ব্যাট করছেন।



  • May 23, 2025 20:53 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: হাফসেঞ্চুরি করলেন ইশান কিষান

    RCB vs SRH Live Updates, IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান করলেন ইশান কিষান। মাত্র ২৮ বলে তাঁর ব্যাট থেকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। ইতিমধ্যে তিনি ৪ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন।



  • May 23, 2025 20:51 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: প্যাভিলিয়নে ফিরলেন অনিকেত

    RCB vs SRH Live Updates, IPL 2025: অনিকেত বর্মা ফিরতেই সানরাইজার্স হায়দরাবাদের চতুর্থ উইকেটের পতন হল। অনিকেত যথেষ্ট বিধ্বংসী ব্যাটিং করছিলেন। ৯ বলে একটি চার এবং ৬ ছক্কা হাঁকিয়ে তিনি ২৬ রান করে আউট হলেন। ১২ ওভার শেষে হায়দরাবাদ চার উইকেটে ১৪৭ রান করেছে।



  • May 23, 2025 20:28 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: এবার আউট ক্লাসেন

    RCB vs SRH Live Updates, IPL 2025: হেনরিক ক্লাসেনকে আউট করে সানরাইজার্স হায়দরাবাদকে তৃতীয় ধাক্কা দিলেন সূয়শ শর্মা। তবে এই আউটের আগে একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে বিরাট কোহলি পরামর্শ দিচ্ছেন সূয়শকে যে কোথায়-কীভাবে বল করতে হবে। আর তাতেই কেল্লাফতে! ক্লাসেন এবং ইশানের মধ্যে যথেষ্ট ভাল একটা পার্টনারশিপ গড়ে উঠছিল। তৃতীয় উইকেটে তাঁরা ২৭ বলে ৪৮ রান করেন। অবশেষে বিরাটের ওই একটি পরামর্শেই খেল খতম হয়ে যায় ক্লাসেনের। ভেঙে যায় পার্টনারশিপ। যদিও হায়দরাবাদের স্কোর ইতিমধ্যে ১০০ টপকে গিয়েছে।

     

    দেখে নিন সেই ভিডিও:



  • May 23, 2025 20:09 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: শেষ হল পাওয়ারপ্লে'র খেলা

    RCB vs SRH Live Updates, IPL 2025: আরসিবি-র বিরুদ্ধে শেষ হল সানরাইজার্স হায়দরাবাদের পাওয়ার প্লে। ইতিমধ্যে হায়দরাবাদ ৭০ রান টপকে গিয়েছে। ছয় ওভার শেষে হায়দরাবাদ ২ উইকেট হারিয়ে ৭১ রান করেছে। অভিষেত এবং হেডের মধ্যে ইতিপূর্বে হাফসেঞ্চুরিয়ন পার্টনারশিপ গড়ে উঠেছিল। কিন্তু, এই দুই ব্যাটারকেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দুর্দান্ত কামব্যাক করেছিল। আপাতত উইকেটে রয়েছেন ইশান কিষান এবং হেনরিক ক্লাসেন।



  • May 23, 2025 19:59 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: প্যাভিলিয়নে ফিরলেন হেড

    RCB vs SRH Live Updates, IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদ মাত্র তিন বলের মধ্যোই জোড়া উইকেট হারিয়ে ফেলল। প্রথমে লুঙ্গি এনগিডির বলে আউট হয়েছিলেন অভিষেক শর্মা। এবার ভুবনেশ্বর কুমার ট্রাভিস হেডকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। ১০ বলে হেড ৩ চার হাঁকিয়ে ১৭ রান করেছেন।



  • May 23, 2025 19:55 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: হায়দরাবাদের প্রথম উইকেটের তন

    RCB vs SRH Live Updates, IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের প্রথম উইকেটের পতন হল। ফিরে গেলেন অভিষেক শর্মা। অভিষেক এবং হেড শুরুটা বেশ ভাল করেছিলেন প্রথম উইকেটে দুজনে ৫৪ রানের পার্টনারশিপ গড়েও তোলেন। কিন্তু, লুঙ্গি এনগিডির বলে অভিষেক আউট হয়ে যান। তিনি ১৭ বলে ৩ চার এবং ৩ ছক্কা দৌলতে ৩৪ রান করেন।



  • May 23, 2025 19:53 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: শুরু হল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং

    RCB vs SRH Live Updates, IPL 2025: আরসিবির বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং শুরু হয়ে গেল। আরসিবি এই ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। হায়দরাবাদের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড।



  • May 23, 2025 19:45 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: বদলে গেল অধিনায়ক, বড় সিদ্ধান্ত RCB-র

    RCB vs SRH Live Updates, IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে আরসিবি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে আরসিবি দলের নিয়মিত অধিনায়ক রজত পতিদার প্রথম একাদশে খেলছেন না। তাঁর বদলে জীতেশ শর্মার হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। এই প্রথমবার আরসিবি ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছেন জীতেশ। ইতিপূর্বে তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। 

     

    যাইহোক, টস জিতে জীতেশ শর্মা জানিয়েছেন যে রজত পতিদারকে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলানো হবে। দেবদত্ত পাডিক্কলের জায়গায় সুযোগ পেয়েছেন ময়াঙ্ক। এই ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে তিনটে বদল করা হয়েছে। দলে কামব্যাক করেছেন ট্রাভিস হেড। এছাড়া অভিনব মনোহর এবং জয়দেব উনাদকাট দলে এসেছেন।



  • May 23, 2025 17:30 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: নজর থাকুক বিরাট কোহলির ৫ রেকর্ডে



  • May 23, 2025 17:28 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: বিরাট কোহলির কাছে বিশ্বরেকর্ডের সুযোগ

    RCB vs SRH Live Updates, IPL 2025: শুক্রবার অর্থাৎ ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে আরসিবি। এই ম্য়াচে বিরাট কোহলির কাছে একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি ২৭৮ টি-২০ ম্য়াচে ৩৯.৫২ ব্যাটিং গড়ে মোট ৮,৯৩৩ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৬ সেঞ্চুরি এবং ৬৪ হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। এবার যদি হায়দরাবাদের বিরুদ্ধে ৬৭ রান তিনি করতে পারে, তাহলে ক্রিকেট ইতিহাসে একই দলের হয়ে ৯,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন। বিশ্বের আর কোনও ব্যাটারের ঝুলিতে এই রেকর্ড নেই।



  • May 23, 2025 17:27 IST

    RCB vs SRH Live Updates, IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ

    RCB vs SRH Live Updates, IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ৬৫ নম্বর ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামছে। এই ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই ম্য়াচ শুরু হবে।



Virat Kohli RCB Sunrisers Hyderabad Royal Challengers Bengaluru IPL 2025