Virat Kohli Records: শুক্রবার আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে আরও একটি লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। একদিকে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এই টুর্নামেন্ট থেকে সানরাইজার্স হায়দরাবাদ ইতিমধ্যে বিদায় নিলেও, RCB-র বিরুদ্ধে তারা সম্মানরক্ষার লড়াইয়ে নামবে।
অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যে প্লে-অফের টিকিট কনফার্ম করে ফেললেও, লিগ পর্বের শেষে তারা শীর্ষ দুই দলের মধ্যে শেষ করতে চাইবে। আর এই কাজটা করার জন্য ব্যাট হাতে বিরাট কোহলির (Virat Kohli) জ্বলে ওঠা অত্যন্ত দরকার। কারণ কিং কোহলি জ্বলে উঠলেই বিপক্ষের যাবতীয় আগুন নিষ্প্রভ হয়ে যাবে। এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কিং কোহলির সেরা ৫ রেকর্ড নিয়ে একবার আলোচনা করে নেওয়া যাক।
Virat Kohli: বিরাটকে এত বড় 'ধোঁকা' দিল BCCI! কথা দিয়েও রাখেনি বোর্ড, বাধ্য হয়েই চরম সিদ্ধান্ত কোহলির
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রহকারী
/indian-express-bangla/media/media_files/2025/05/23/virat-kohli-vs-srh-records-3-616479.jpg)
আইপিএল টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রানের তালিকায় বিরাট কোহলি ইতিমধ্যে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। গত ২৩ ম্য়াচে বিরাট এই নিজামবাহিনীর বিরুদ্ধে ৩৬.২৮ ব্যাটিং গড়ে মোট ৭৬২ রান করেছেন। পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ১৪০.৫৯। কোহলির সামনে রয়েছেন একমাত্র রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্যামসন (৮৬৭)। অন্য কোনও ব্যাটার ৬৩০-র বেশি রান করতে পারেননি।
Virat Kohli Marksheet: মাধ্যমিক অঙ্কে কত নম্বর পেয়েছিলেন বিরাট? ফাঁস হল সেই রেজাল্ট
২০২৩ মরশুমে বিধ্বংসী শতরান
/indian-express-bangla/media/media_files/2025/05/23/virat-kohli-vs-srh-records-4-249140.jpg)
আইপিএল ইতিহাসে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাতেগোনা কয়েকজন ব্যাটারই শতরান করতে পেরেছেন। সেই তালিকায় নাম রয়েছে বিরাট কোহলিরও। ২০২৩ সালে তিনি মাত্র ৬৩ বলে একটি বিধ্বংসী শতরান হাঁকিয়েছিলেন। এই ম্য়াচে RCB আবার ৮ উইকেটে জয়লাভ করেছিল। পাশাপাশি এই ম্য়াচে বিরাট তৎকালীন অধিনায়ক ফাফ ডু'প্লেসির সঙ্গে ১৭২ রানের একটি ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন।
Virat Kohli: দিন দুয়েক আগেই বিরাটকে জোকার বলেছিলেন, এবার নতুন মন্তব্যে তোলপাড় ফেললেন রাহুল বৈদ্য, কী হয়েছে?
SRH-এর বিরুদ্ধে সর্বাধিক বাউন্ডারি
/indian-express-bangla/media/media_files/2025/05/23/virat-kohli-vs-srh-records-1-680503.jpg)
একমাত্র শতরান ছাড়া বিরাট কোহলি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন। পাশাপাশি দক্ষিণ ভারতের এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে তিনি ৭৬ বাউন্ডারি হাঁকিয়েছেন। SRH-এর বিরুদ্ধে আর কোনও ব্যাটার আইপিএল ইতিহাসে এতগুলো বাউন্ডারি হাঁকাতে পারেননি। সেইসঙ্গে তিনি ২৮ আকাশছোঁয়া ছক্কাও হাঁকিয়েছেন।
Virat Kohli Net Worth: ৮০ কোটির প্রাসাদ, ১০ কোটির ঘড়ি, বিলাসবহুল গাড়ি! বিরাটের মোট সম্পত্তি কত জানেন?
চোখ থাকুক, এই স্পেশাল রেকর্ডেও!
/indian-express-bangla/media/media_files/2025/05/23/virat-kohli-vs-srh-records-2-595447.jpg)
এর পাশাপাশি আরও কয়েকটি রেকর্ড রয়েছে, সেগুলোর দিকেও একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। ইএসপিএন ক্রিকইনফো-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স RCB-র তারকা ব্যাটার বিরাট কোহলিকে টি-২০ ক্রিকেটে ১০ ইনিংসে একবার করে আউট করতে পেরেছেন। অন্যদিকে কামিন্সের বিরুদ্ধে কোহলি ১৩৪.৬৯ স্ট্রাইক রেটে রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/05/23/virat-kohli-vs-srh-records-5-677081.jpg)
বিরাট 'ধামাকা' রুখতে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদ শুরুতেই হর্ষল প্যাটেলকে ব্যবহার করতে পারে। গত ৫ টি-২০ ইনিংসে এই ডান-হাতি পেসার দু'বার কোহলিকে আউট করেছেন। এই ম্য়াচেও তেমনই কোনও মিরাকলের অপেক্ষায় থাকবেন নিজাম সমর্থকরা।