MI vs DC 2025: দিল্লির স্বপ্নভঙ্গ করে প্লে-অফে মুম্বাই, জয়ের কৃত্বিত্ব কাদের দিলেন হার্দিক পান্ডিয়া?

Hardik Pandya Statement: ম্যাচের পরে পান্ডিয়াকে প্রশ্ন করা হয়, বুমরাহ ও স্যান্টনার দলে থাকা কি ‘লাক্সারি’? তিনি বললেন, "নিশ্চয়ই! যখনই চাই, তাঁদের বল করতে পাঠাতে পারি। তাঁরা এতটাই দক্ষ ও নিখুঁতভাবে নিজেদের কাজ করেন, যা আমার কাজ অনেক সহজ করে দেয়।"

Hardik Pandya Statement: ম্যাচের পরে পান্ডিয়াকে প্রশ্ন করা হয়, বুমরাহ ও স্যান্টনার দলে থাকা কি ‘লাক্সারি’? তিনি বললেন, "নিশ্চয়ই! যখনই চাই, তাঁদের বল করতে পাঠাতে পারি। তাঁরা এতটাই দক্ষ ও নিখুঁতভাবে নিজেদের কাজ করেন, যা আমার কাজ অনেক সহজ করে দেয়।"

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya MI: এই ক্রিকেটারদের জন্যই কাজ সহজ হয়ে গেছে হার্দিকের

Hardik Pandya MI: এই ক্রিকেটারদের জন্যই কাজ সহজ হয়ে গেছে হার্দিকের

Hardik Pandya Post-Match Reaction: IPL 2025-এর মরণবাঁচন ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৫৯ রানে হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পাঁচবারের চ্যাম্পিয়ন দল এবার তাদের ৬ নম্বর ট্রফির দিকে আরও একধাপ এগিয়ে গেল। ম্যাচ জয়ের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তাঁর ব্যাটসম্যান ও বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন।

Advertisment

সূর্যকুমারের দুর্দান্ত পারফরম্যান্স

বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সূর্যকুমার যাদব (অপরাজিত ৭৩ রান) ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তাঁর হাফ-সেঞ্চুরির পাশাপাশি মিচেল স্যান্টনার ও যশপ্রীত বুমরাহের তিনটি করে উইকেট মুম্বইয়ের জয় নিশ্চিত করে।

বুমরাহ ও স্যান্টনারের প্রশংসায় অধিনায়ক

Advertisment

ম্যাচের পরে পান্ডিয়াকে প্রশ্ন করা হয়, বুমরাহ ও স্যান্টনার দলে থাকা কি ‘লাক্সারি’? তিনি বললেন, "নিশ্চয়ই! যখনই চাই, তাঁদের বল করতে পাঠাতে পারি। তাঁরা এতটাই দক্ষ ও নিখুঁতভাবে নিজেদের কাজ করেন, যা আমার কাজ অনেক সহজ করে দেয়।"

সূর্য ও নমন ধীরের অবদান

পান্ডিয়া আরও বললেন, "আমরা ভেবেছিলাম ১৮০ রান ভাল স্কোর হবে। এখন মনে হচ্ছে ১৬০ রানও যথেষ্ট হত। তবে যেভাবে নমন ধীর ও সূর্যকুমার ইনিংস শেষ করেছেন, বিশেষত নমনের ব্যাটিং, তা অসাধারণ। কঠিন পিচে যেভাবে সে বড় শট খেলেছে, সত্যিই প্রশংসনীয়।"

আরও পড়ুন মরণবাঁচন ম্যাচে দিল্লিকে একাই ডোবালেন বাংলার পেসার, পেলেন ম্যাচ রেফারির কড়া শাস্তিও

দিল্লির অধিনায়ক ফাফ ডুপ্লেসিসের স্বীকারোক্তি

দিল্লি ক্যাপিটালসের পার্টটাইম অধিনায়ক ফাফ ডুপ্লেসিস হার কারণ ব্যাখ্যা করে বললেন, "আমাদের ফিল্ডিং ভাল ছিল, প্লেয়াররা দুর্দান্ত আবেগ দেখিয়েছে। বোলাররা ভাল করেছে, কারণ ব্যাটিংয়ের জন্য এটি সহজ পিচ ছিল না। তবে শেষ দুই ওভারে আমরা প্রায় ৫০ রান দিয়ে ম্যাচ হাতছাড়া করেছি।"

আরও পড়ুন বিশ্রামই কাল হল রোহিতের? মুস্তাফিজুরের সামনে 'অসহায়' হিটম্য়ান

IPL 2025 Delhi Capitals Mumbai Indians Hardik Pandya