Rohit Sharma: বিশ্রামই কাল হল রোহিতের? মুস্তাফিজুরের সামনে 'অসহায়' হিটম্য়ান

Rohit Sharma Wankhede performance: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বড় রান করতে পারলেন না রোহিত শর্মা। মাত্র ৫ রান করে তিনি আউট হয়ে গেলেন।

Rohit Sharma Wankhede performance: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বড় রান করতে পারলেন না রোহিত শর্মা। মাত্র ৫ রান করে তিনি আউট হয়ে গেলেন।

author-image
Koushik Biswas
New Update
Rohit Sharma OUT

মাত্র ৫ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা

IPL 2025: বর্তমানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) রোহিত শর্মার (Rohit Sharma) নামে একটা স্ট্যান্ড রয়েছে। কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের এই তারকা ব্যাটারের জন্য 'ঘর ওয়াপসি' একেবারেই সুখকর হল না। বুধবার (২১ মে) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু, ঘরের চেনা সমর্থকদের সামনে তিনি 'হিটম্য়ান' শো দেখাতে পারলেন না। বাঁ-হাতি পেসারের বলে ৩৭ বছর বয়সি এই ব্য়াটার যে কতখানি স্ট্রাগল করেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আরও একবার মুস্তাফিজুরের (Mustafizur Rahman) সামনে তিনি নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে এলেন।

Advertisment

MI vs DC Live Score, IPL Match Today: আউট রিকলটন, আইপিএলে অনন্য রেকর্ড কুলদীপের

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের বিবর্ণ পারফরম্য়ান্স

চলতি সপ্তাহের শুরুতেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন রোহিত শর্মাকে বিশেষ সম্মান দিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর নামে একটি স্ট্যান্ড তৈরি করা হয়েছে। পাশাপাশি ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল আবার রোহিতের নাম লেখা বিশেষ জার্সিও সমর্থকদের মধ্যে বিতরণ করেছিল। কিন্তু, মাত্র ৫ রান করে রোহিত শর্মা ফিরে যেতেই যাবতীয় আয়োজন বৃথা হয়ে গেল। সঙ্গে হতাশ হয়ে পড়েন সমর্থকরাও।

Advertisment

Rohit Sharma Parents: এই না হলে ছেলে! বাবা-মায়ের হাত ধরেই ইতিহাসের সাক্ষী রোহিত, কেঁদে ফেললেন রিতিকা

বুধবার রোহিত শর্মার ব্য়াট থেকে একটি বাউন্ডারি দেখতে পাওয়া গিয়েছিল। আর সেটা দেখেই সমর্থকরা আশা করেছিলেন যে হিটম্য়ান হয়ত এই ম্য়াচে বড় রান করতে পারবেন। কিন্তু, তাঁর সামনে বিপদ বার্তা নিয়ে আসেন মুস্তাফিজুর রহমান। মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়কের ব্যাটে কানায় লাগে বলটা। আর সেটা চলে যায় অভিষেক পোড়েলের কাছে। এই মরশুমে রোহিতের পারফরম্য়ান্সে যথেষ্ট চড়াই উতরাই দেখতে পাওয়া গিয়েছে। তবে সম্প্রতি তাঁর ব্যাটে রানের স্রোত দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু, মাঝখানে বেশ কয়েকটা দিন আইপিএল টুর্নামেন্ট বন্ধ থাকার কারণে, রোহিতের ব্যাাটে ছন্দপতন হয়। তিনি আরও সেই আগের ফর্মে ফিরে গেলেন।

Rohit-Virat Retirement: 'স্বার্থপর না হয়ে দেশের কথা ভাবো'! রোহিতকে জোর ধমক 'শ্বশুরের', কী বললেন তিনি?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রোহিতের সামনে কিন্তু এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস বোলারদের বিরুদ্ধে 'ত্রাস' হয়ে ওঠার সুযোগ ছিল। দিল্লির বোলিং আক্রমণকে বেশ পছন্দই করেন হিটম্য়ান। এই দলের বিরুদ্ধে তিনি যথেষ্ট রানও করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোহিত এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৭ ম্য়াচে ব্য়াট হাতে মাঠে নেমেছেন। ইতিমধ্যে তিনি ১৩২-এর স্ট্রাইক রেটে মোট ১,০৫৭ রান করেছেন। দিল্লির বোলারদের বিরুদ্ধে রোহিত শর্মা ৬ হাফসেঞ্চুরি করেছেন। সর্বাধিক ৭৪ রান করেছেন তিনি। ম্যাচ শুরুর আগে আশঙ্কা করা হচ্ছিল যে তিনি বিপক্ষ দলের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। যদিও শেষপর্যন্ত তা হয়নি।

Wankhede Stadium Mumbai Indians IPL 2025 Rohit Sharma