Hardik Pandya and Sai Kishore: সব রাগ গলে জল! খেলা শেষ হতেই কিশোরকে বুকে জড়ালেন হার্দিক! দেখুন ভিডিও

Hardik Pandya and Sai Kishore: শনিবাসরীয় রাতে ম্য়াচ চলাকালীন হার্দিক পান্ডিয়া এবং গুজরাট টাইটান্সের বোলার সাই কিশোরের মধ্য়ে হাওয়া হালকা গরম হয়। প্রায় ১০ সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে থাকেন। দুজনের চোখেই কার্যত আগুন ঝরছিল।

Hardik Pandya and Sai Kishore: শনিবাসরীয় রাতে ম্য়াচ চলাকালীন হার্দিক পান্ডিয়া এবং গুজরাট টাইটান্সের বোলার সাই কিশোরের মধ্য়ে হাওয়া হালকা গরম হয়। প্রায় ১০ সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে থাকেন। দুজনের চোখেই কার্যত আগুন ঝরছিল।

author-image
Koushik Biswas
New Update
Hardik Pandya and Sai Kishore

হার্দিক পান্ডিয়া এবং সাই কিশোর

চলতি আইপিএল মরশুমে এই নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দ্বিতীয় ম্য়াচ হেরে গেল। শনিবার (২৯ মার্চ) হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে নেমেছিল মুম্বই। কিন্তু, এই ম্য়াচে গুজরাট টাইটান্স ৩৬ রানে জয়লাভ করে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এই মরশুমে এখনও পর্যন্ত কোনও ম্য়াচ জিততে পারেনি। ১০ দলের পয়েন্ট টেবিলে তারা ৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছে।

Advertisment

তবে শনিবাসরীয় রাতে ম্য়াচ চলাকালীন হার্দিক পান্ডিয়া এবং গুজরাট টাইটান্সের বোলার সাই কিশোরের মধ্য়ে হাওয়া হালকা গরম হয়। প্রায় ১০ সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে থাকেন। দুজনের চোখেই কার্যত আগুন ঝরছিল। অবশেষে হার্দিক হাতের ইশারায় সাই কিশোরকে সরে যেতে বলেন।

GT vs MI Highlights, IPL 2025: গুজরাটের অপরাজেয় রেকর্ড অব্যাহত, ৩৬ রানে জয় টাইটান্সের

যদিও ম্য়াচ শেষ হওয়ার পর দুজনেই একে অপরকে আলিঙ্গন করেন। পরে সাই কিশোর জানিয়েছেন, হার্দিকের সঙ্গে তাঁর যথেষ্ট ভালো বন্ধুত্ব রয়েছে। কিন্তু, খেলা চলাকালীন এমন ছোটখাট ঘটনা হতেই থাকে।

Advertisment

Hardik Pandya Punishment: আবারও সেই একই ভুল! ফের শাস্তির কোপে পড়লেন হার্দিক পান্ডিয়া

ঝামেলা প্রসঙ্গে একথাই বললেন সাই কিশোর

হার্দিক পান্ডিয়ার সঙ্গে ঝামেলা প্রসঙ্গে সাই কিশোর বললেন, 'ওর সঙ্গে আমার যথেষ্ট ভাল বন্ধুত্ব রয়েছে। তবে মাঠে খেলা চলাকালীন এমন পরিবেশ প্রয়োজন হয়। মাঠের মধ্যে সকলেই প্রতিপক্ষ। কিন্তু, এই ব্যাপারটা ব্যক্তিগতভাবে নেওয়ার মতো কিছু হয়নি। আমি যথেষ্ট খেলোয়াড়সুলভ আচরণে বিশ্বাসী। কোনও ম্য়াচে এমনটা হতেই পারে।'

Rohit Sharma in England Tour: ইংল্যান্ড সফর থেকে আদৌ নাম প্রত্যাহার করেছেন রোহিত? ফাঁস হল আসল সত্যিটা

ম্যাচের শেষে ভাইরাল ভিডিও:

নিজের বোলিং প্রসঙ্গে সাই কিশোর বললেন, 'আজ এই উইকেট থেকে আমি খুব একটা বেশি সুবিধা পাচ্ছিলাম না। সেকারণে আমি রক্ষণাত্মক বোলিং করছিলাম। দলের জন্য কাজের কাজটা করে যাচ্ছিলাম। আমি যা প্রত্যাশা করেছিলাম, তার থেকে অনেক বেশি রান এই উইকেট থেকে পাওয়া গিয়েছে।'

Rohit Sharma Duck: শূন্য রানে মুখ পোড়ালেন রোহিত, আইপিএলে গড়লেন লজ্জার রেকর্ড

সবশেষে তিনি বললেন, 'এই মরশুমের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। নিজের উপর আত্মবিশ্বাসটা বজায় রেখে পরিশ্রম করে গিয়েছি। এই মরশুম শুরু হওয়ার আগে আমি একাধিক ম্য়াচ দেখেছি। বেশ কয়েকটা ভুলভ্রান্তিও শুধরে নিয়েছিল। আশা করছি, এই মরশুমে আরও ভাল পারফরম্য়ান্স করতে পারব।'

IPL Mumbai Indians Hardik Pandya