/indian-express-bangla/media/media_files/2025/04/28/eHXkj1eK4FjsallyvYhU.jpg)
Jasprit Bumrah son: টিম ইন্ডিয়ার তারকা পেসার যশপ্রীত বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন উচিত শিক্ষা দিলেন ট্রোলারদের
Sanjana Ganesan Instagram post: টিম ইন্ডিয়ার তারকা পেসার যশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) স্ত্রী সঞ্জনা গণেশন উচিত শিক্ষা দিলেন ট্রোলারদের। ছেলেকে নিয়ে কুমন্তব্যের পাল্টা ট্রোলারদের কড়া ভাষায় জবাব দিয়েছেন। সোমবার মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ চলাকালীন, সঞ্জনা তাঁদের ছেলে অঙ্গদকে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। সেই ম্যাচে বাবা যশপ্রীতের খেলা দেখে অঙ্গদের প্রতিক্রিয়া ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা শুরু হয়।
সঞ্জনা এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং ট্রোলারদের তাঁদের ভাষায় জবাব দিয়েছেন। ম্যাচ চলাকালীন অঙ্গদের মুখের অভিব্যক্তি নিয়ে মিম বানিয়ে তাঁকে টার্গেট করা হয়েছিল।
সঞ্জনা ট্রোলারদের উদ্দেশে বলেন, কিছু সেকেন্ডের ভিডিও ফুটেজ দেখে একটি শিশুকে নিয়ে মন্তব্য করা বন্ধ করুন। বিশেষত, ক্যামেরায় অঙ্গদের বেশিরভাগ সময়ে কোনও মুখের অভিব্যক্তি ছাড়াই ধরা হয়েছে। আর সেই কারণে ইন্টারনেটে মিমের বন্যা বয়ে গেছে যে সে নাকি খুশির মুহূর্তেও হাসে না। এই ধরনের ভিত্তিহীন ও অপ্রয়োজনীয় মন্তব্য খুবই বিরক্তিকর।
আরও পড়ুন অশান্তি ভুলে মাঠেই 'জাদু কি ঝাপ্পি', বুমরাহ-নায়ারের কীর্তিতে মন গলল ভক্তদের, VIDEO VIRAL
এই সমালোচনার জবাবে সঞ্জনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমাদের ছেলে আপনাদের বিনোদনের বিষয় নয়। যশপ্রীত ও আমি সর্বদা চেষ্টা করি অঙ্গদকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে, কারণ ইন্টারনেট খুবই বিষাক্ত ও নেতিবাচক জায়গা। আমি পুরোপুরি বুঝি ক্যামেরায় ভরা ক্রিকেট স্টেডিয়ামে একটি শিশুকে আনার কী পরিণতি হতে পারে, তবে দয়া করে বুঝুন, অঙ্গদ ও আমি সেখানে যশপ্রীতের সমর্থনে উপস্থিত ছিলাম, এর বেশি কিছু নয়।”
/indian-express-bangla/media/media_files/2025/04/28/0sGn0RQyysD1NkOPL5AX.jpg)
সঞ্জনা আরও লেখেন, “একটি শিশুকে নিয়ে ট্রমা ও ডিপ্রেশনের মতো শব্দ ব্যবহার করা আমাদের মানবতার অবনতি প্রকাশ করে। এটি সত্যিই অত্যন্ত দুঃখজনক। আপনারা আমাদের ছেলে বা আমাদের জীবনের কিছুই জানেন না। আমি আপনাদের অনুরোধ করছি, অনলাইনে মন্তব্য করার সময় দয়া করে বাস্তবতা বিবেচনা করুন।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us