/indian-express-bangla/media/media_files/2025/06/02/PB1E3THWSFY8C8XthqH0.jpg)
হারের পর হতাশ হয়ে পড়লেন হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা
IPL 2025: গত রবিবার (১ জুন) চলতি আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নেমেছিল পঞ্জাব কিংস (Punjab Kings) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্য়াচে হার্দিক পান্ডিয়ার দল পঞ্জাবের বিরুদ্ধে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে। হারের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) একেবারে ভেঙে পড়েছিলেন। তবে এই টুর্নামেন্ট থেকে মুম্বই ইন্ডিয়ান্স ছিটকে গেলেও পুরস্কার মূল্য হিসেবে কোটি-কোটি টাকা পাবে।
হেরেও মালামাল হবে মুম্বই ইন্ডিয়ান্স
এবারের আইপিএল টুর্নামেন্টে মোট পুরস্কার মূল্য হল ৪৬.৫ কোটি টাকা। প্লে-অফে অংশগ্রহণকারী চারটে দলের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবারের প্রাইজ মানি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। যদিও গত মরশুমে যে দল তিন নম্বরে অভিযান শেষ করেছিল, বিসিসিআই তাদের ৭ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছিল। এই পরিস্থিতিতে যদি গত মরশুমের পুরস্কার মূল্যই মানদণ্ড হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭ কোটি টাকা জমা পড়বে।
Hardik Pandya Crying: মুম্বই হারতেই কেঁদে ফেললেন হার্দিক, নিমেষে ভাইরাল হল সেই ভিডিও! দেখে নিন
৫ উইকেটে পরাস্ত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স
এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করেছিল। মুম্বই ব্যাটারদের মধ্যে সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা দুজনেই ৪৪-৪৪ রান করেন। এর পাশাপাশি শেষের দিকে নমন ধীর ১৮ বলে ৩৭ রান করেন। পঞ্জাব কিংসের হয়ে বল হাতে আজমতউল্লাহ ওমরজাই ২ উইকেট শিকার করেন।
এরপর টার্গেট তাড়া করতে নেমে পঞ্জাব কিংস ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয়। পঞ্জাব কিংসের হয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার ৪১ বলে সর্বাধিক ৮৭ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে তিনি ৫ চার এবং ৮ ছক্কা হাঁকিয়েছেন। শ্রেয়সের স্ট্রাইক রেট ছিল ২১২.২০। অন্যদিকে, নেহাল বঢেরা ২৯ বলে ৪৮ রান করেন। এরমধ্যে ৪ চার এবং ২ ছক্কা রয়েছে।
PBKS vs MI: এক ম্যাচেই জোড়া অবিশ্বাস্য রেকর্ড! IPL-এ নয়া ইতিহাস লিখলেন সূর্যকুমার যাদব
ফাইনালে দেখা যাবে পঞ্জাব বনাম বেঙ্গালুরুর লড়াই
২০২৫ আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচটি আগামী মঙ্গলবার (৩ জুন) অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। ফাইনালে দেখা যাবে পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই। প্রসঙ্গত, প্রথম কোয়ালিফায়ার ম্য়াচে পঞ্জাবকে হারিয়েই আরসিবি ফাইনালের টিকিট কনফার্ম করেছিল। এবার শ্রেয়স আইয়ার পাল্টা হামলা করতে চাইবেন।