Advertisment

Shakib Al Hasan: বিপিএল থেকে মুখ ঘোরালেন সাকিব! জলে ডুবে গেল বাংলাদেশ ক্রিকেট

Bangladesh Cricketer Shakib Al Hasan: বাংলাদেশ ক্রিকেটে শেষ পেরেক পুঁতে দিলেন সাকিব আল হাসান। মজা দেখছেন অন্যরা। রীতিমতো মুখ পুড়ল টাইগারদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shakib Al Hasan, সাকিব আল হাসান,

Shakib Al Hasan: সাকিব আল হাসান। (ছবি- টুইটার)

Bangladesh Cricketer Shakib Al Hasan: বাংলাদেশের হয়ে ফের খেলবেন সাকিব আল হাসান? এমনটাই কিন্তু আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি। বাংলাদেশে হত্যা মামলায় জড়ানো অলরাউন্ডার সাকিব টেস্ট এবং টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে তিনি ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেন বলেই আশা করছেন বিসিবি সভাপতি। 

Advertisment

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই সভাপতি ফারুক আহমেদ রবিবার বলেছেন যে তিনি এখনও মনে করেন যে, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন। এই ব্যাপারে ফারুক আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের আইন সংস্থাগুলো এবং সেদেশের সরকার সাকিবকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বাধা দেয়নি।

আওয়ামি লিগ সরকারের পতনের পরে, ৩৭ বছর বয়সি বাংলাদেশি তারকার ক্রিকেট কেরিয়ার নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করে যে, আওয়ামি লিগের সঙ্গে সাকিবের এখনও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অলরাউন্ডার সাকিবকে একটি হত্যা মামলায় জড়িয়ে দিয়েছে বাংলাদেশের বর্তমান অবৈধ প্রশাসন। দেশে ফিরে তাঁর দেশের হয়ে খেলার জন্য বাংলাদেশের বর্তমান দখলদার প্রশাসন সাকিবকে কোনও স্পষ্ট অনুমতি দেয়নি।

এই প্রসঙ্গে ফারুক আহমেদ বলেছেন যে সাকিব আল হাসান চাইলে এখনও বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলতে পারেন। আর, এটা তাঁর একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। এই প্রসঙ্গে আহমেদ বলেছেন, 'সাকিব আল হাসানের ব্যাপারে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারব না। আমি চাই ও খেলুক। ওঁর না খেলার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনও সম্পর্ক নেই। ওঁকে বাংলাদেশের হয়ে খেলার জন্য যদি কেউ বাধা দিয়ে থাকে, সেটা পুলিশ দিতে পারে অথবা আদালত দিতে পারে। সেই ব্যাপারে আমার কিছু করার নেই। এই সমস্যাগুলো যদি মিটে যায়, আমার বিশ্বাস সাকিবের বাংলাদেশের হয়ে খেলতে কোনও সমস্যা হবে না।'

Advertisment

এই ব্যাপারে ফারুক আহমেদ বলেন, 'বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর জাতীয় দলের হয়ে খেলা এক ব্যাপার না। জাতীয় দলের হয়ে খেলতে গেলে একটি নির্দিষ্ট সমন্বয়ের দরকার। কিন্তু, সেই সমন্বয় করার মত মানসিক অবস্থায় সাকিব এখনও আছেন বলে মনে হয় না। আমরা সিদ্ধান্ত নেওয়ার ভার, তাঁর ওপরই ছেড়ে দিয়েছি।' 

আরও পড়ুন- ৪০০ টাকা দিয়েছিলেন একসময়! হাত জোড় করে হার্দিকের এখন ধন্যবাদ সেই ব্যক্তিকে, দেখুন ভিডিও

সাকিব আল হাসান ইতিমধ্যেই টেস্ট এবং টি২০ থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে ঘরের মাটিতে একটি চূড়ান্ত টেস্ট খেলার পরিকল্পনার কথা তিনি জানিয়েছিলেন। কিন্তু, তাঁর ব্যক্তিগত নিরাপত্তার উদ্বেগের কারণে সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তবে সাকিব বলেছেন যে তিনি এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান। বাংলাদেশের জন্য আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে তিনি আগ্রহী।

Shakib Al-Hasan Cricket News Champions Trophy West Indies Cricket Team Bangladesh Cricket Team
Advertisment