KKR vs RCB Match Preview: Eden Gardens Set for IPL 2025 Opener: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মরশুমের উদ্বোধনী ম্যাচে আজ কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
দলগুলোর বর্তমান পরিস্থিতি:
সম্ভাব্য একাদশ:
-
কেকেআর: কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), মণীশ পাণ্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, আনরিখ নর্কিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা।
-
আরসিবি: ফিল সল্ট, বিরাট কোহলি, জিতেশ শর্মা (উইকেটকিপার), রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, স্বপনিল সিং, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল।
পিচ ও আবহাওয়া:
ইডেন গার্ডেনসের পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য সহায়ক। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে পিচ কিছুটা ধীরগতির বলে দেখা গেছে। আজকের ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা আগেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। যা ম্যাচের গতি প্রভাবিত করতে পারে।
প্রেডিকশন ও বাজি ধরার হার:
দুটি দলেরই শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে। তবে কেকেআরের স্পিন আক্রমণ তাদের কিছুটা হলেও বাড়তি সুবিধা দিতে পারে। বাজি ধরার হারে কেকেআরকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে।
নতুন অধিনায়ক এবং নতুন রণকৌশল নিয়ে মাঠে নামছে উভয় দলই। আজকের ম্যাচটি দুই দল এবং তাদের অধিনায়কদের জন্য নিজেদের প্রমাণের মঞ্চ হতে চলেছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ক্রিকেটপ্রেমীরা আশা করছেন শেষ পর্যন্ত পর্যন্ত দারুণ একটা টানটান উত্তেজনার ম্যাচ তাঁরা দেখতে পাবেন।
কলকাতায় এমনিতে ক্রিকেটপ্রেমীদের সংখ্যা বরাবরই অন্য রাজ্যের তুলনায় বেশি। তার ওপর কেকেআর ফ্র্যাঞ্চাইজির নামের সঙ্গে কলকাতা কথাটা জুড়ে আছে। সেই দলের হোম গ্রাউন্ডও কলকাতা শহরের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম ইডেন গার্ডেনস। আর এই কারণেই দলে দলে সমর্থকরা আজ ইডেনমুখো হবেন।
আরও পড়ুন- আইপিএলের উদ্বোধনী ম্যাচ, কোথায় হয়েছে খেলা, জিতেছে কারা, দেখে নিন বিস্তারিত
সেকথা মাথায় রেখে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করেছে পুলিশ এবং প্রশাসন। সবচেয়ে বড় কথা, আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানও হতে চলেছে। যাতে বিশিষ্ট তারকারা অংশ নেবেন।