Vaibhav Suryavanshi: ফুল-মালায় বৈভবকে সংবর্ধনা, কেক কেটে-মিষ্টি খাইয়ে গ্র্যান্ড ওয়েলকাম পরিবারের, Viral Video

Vaibhav Suryavanshi Welcome Video: বর্তমানে বৈভব নিজের বাড়ি, বিহারের সমস্তিপুরে ফিরে গেছেন, যেখানে পরিবার ও বন্ধুদের তরফে তাঁকে ফুল-মালায় বরণ করে নেওয়া হয়েছে।

Vaibhav Suryavanshi Welcome Video: বর্তমানে বৈভব নিজের বাড়ি, বিহারের সমস্তিপুরে ফিরে গেছেন, যেখানে পরিবার ও বন্ধুদের তরফে তাঁকে ফুল-মালায় বরণ করে নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi Welcome Video: পরিবার ও বন্ধুদের তরফে তাঁকে ফুল-মালায় বরণ করে নেওয়া হয়েছে বৈভবকে

Vaibhav Suryavanshi Welcome Video: পরিবার ও বন্ধুদের তরফে তাঁকে ফুল-মালায় বরণ করে নেওয়া হয়েছে বৈভবকে

Vaibhav Suryavanshi Village Welcome Viral Video: ১৪ বছর বয়সে যখন বেশিরভাগ কিশোর গলির ক্রিকেটে বন্ধুদের সঙ্গে খেলে সময় কাটায়, তখন বৈভব সূর্যবংশী ভারতের ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। যদিও IPL 2025-এ তাঁর দল রাজস্থান রয়্যালস প্লে-অফে জায়গা করে নিতে পারেনি, তবু বৈভব এমন এক যাত্রায় পা দিয়েছেন, যেখানে ক্রিকেটপ্রেমীরা তাঁকে চোখে হারাবেন। তাঁর বাড়ি ফিরে আসার পরই এই উন্মাদনার প্রথম ঝলক দেখা গেছে।

Advertisment

এতে কোনও সন্দেহ নেই যে IPL 2025-এ বৈভব সূর্যবংশী নিজের ছাপ রেখে গেছেন। সিজন ১৮-তে রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স হতাশাজনক হলেও, বৈভবের ব্যক্তিগত পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। আইপিএল কেরিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকানোর পর তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেন। বর্তমানে তিনি নিজের বাড়ি, বিহারের সমস্তিপুরে ফিরে গেছেন, যেখানে পরিবার ও বন্ধুদের তরফে তাঁকে ফুল-মালায় বরণ করে নেওয়া হয়েছে।

এই বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান আইপিএল-এ তাঁর সাহসী ব্যাটিংয়ে ইতিমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। বৃহস্পতিবার, যখন বৈভব বাড়ি ফেরেন, তখন তাঁর বন্ধু এবং পরিবারের লোকজন তাঁর জন্য আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। বাড়ি ফিরে প্রথমেই কেক কাটেন বৈভব, তারপর তাঁকে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ তাঁকে BCCI আগামী মাসে ইংল্যান্ড সফরের জন্য অনূর্ধ্ব-১৯ দলে নিয়েছে। এই দলের নেতৃত্ব দেবেন আয়ুশ মহাত্রে, যিনি আইপিএলে সিএসকের হয়ে খেলছেন।

Advertisment

আরও পড়ুন টিম ইন্ডিয়ায় এন্ট্রি বৈভব সূর্যবংশীর, ইংল্যান্ড সফরে যাচ্ছেন ১৪ বছরের 'Boss Baby'

সূর্যবংশীর যাত্রাপথ

বৈভব সূর্যবংশীর সবচেয়ে বড় গুণ হল, তিনি তাঁর শিকড়কে ভুলে যাননি। বৈভবের জন্ম ২৭ মার্চ ২০১১ সালে বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামে। তিনি এখনও সেখানেই থাকেন। ঘরোয়া ক্রিকেটে তিনি বিহার দলের হয়ে খেলেন। বলা হয়, মাত্র ৪ বছর বয়সে তিনি ক্রিকেট খেলতে শুরু করেন। প্রথমদিকে তাঁকে ক্রিকেট শেখান তাঁর বাবা। এরপর ৯ বছর বয়সে তিনি একটি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন।

আরও পড়ুন ধোনিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য বৈভবের, ১৪ বছরের ছেলে চমকে দিল সবাইকে!

রাজস্থান রয়্যালস তাঁকে যখন ১.১ কোটি টাকায় দলে নেয়, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩। ছোট বয়সে আইপিএল কনট্রাক্ট পাওয়ায় তিনি আলোচনায় আসেন। পরে আইপিএলে ডেবিউ করেই তিনি বুঝিয়ে দেন, তিনি কতটা মারকাটারি ব্যাটসম্যান। টুর্নামেন্টে তিনি মোট ৭টি ম্যাচ খেলে ২৫২ রান করেন, যার মধ্যে রয়েছে গুজরাটের বিরুদ্ধে ৩৫ বলে করা ঐতিহাসিক শতরান। তাঁর পরবর্তী লক্ষ্য হল ভারতীয় দলের জার্সি গায়ে তোলা, যার জন্য তিনি নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করবেন।

IPL 2025 Vaibhav Suryavanshi