Vaibhav Suryavanshi: ভারতীয় ক্রিকেটের স্তম্ভ তথা চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) 'কিংবদন্তী' বলে উল্লেখ করলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সি বৈভব জানালেন তাঁর জীবনে ধোনির প্রভাব অপরিসীম। বৈভবের কথায়, 'ধোনি শুধুমাত্র আমার একার নন, গোটা দেশেরই অনুপ্রেরণা।' কেরিয়ারের প্রথম আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে বৈভব ইতিমধ্য়ে যথেষ্ট নজর কেড়েছেন। চলতি মরশুমে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাঁকে ৭ ম্য়াচ খেলার সুযোগ দিয়েছে। প্রত্যেকটা ম্য়াচেই বৈভব নিজের সেরা পারফরম্য়ান্সটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন। এই মরশুমে তিনি রেকর্ড গড়ে ২৪ ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি ২০৬.৫৫ রেকর্ড স্ট্রাইক রেটে রান করেছেন। হয়ত রাজস্থান রয়্যালস এই মরশুমে প্লে-অফ পর্বে উঠতে পারেনি, কিন্তু বৈভব নিজের প্রতিভার দৌলতে সকলের হৃদয় জয় করেছেন। আশা করা হচ্ছে, আগামী আইপিএল মরশুমেও তাঁকে দেখতে পাওয়া যেতে পারে।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্য়াচে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী ৩৩ বলে ৫৭ রান করেছেন। এরমধ্যে ৪ বাউন্ডারি এবং ৪ ছক্কা রয়েছে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং জুটিতেই তিনি ধামাকাদার ব্যাটিং করেন। ম্য়াচ শেষ হওয়ার পর দুই দলের ক্রিকেটাররা যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, বৈভব তখন ধোনির পা স্পর্শ করে প্রনাম করেন। ধোনি তাঁর মাথায় স্নেহভরে হাত রাখেন। ধোনি এবং বৈভবের মধ্যে ২৩ বছরের ব্যবধান রয়েছে। বর্তমানে ধোনি ৪৩ বছর বয়সে পা রেখেছেন, অন্যদিকে বৈভবের বয়স মাত্র ১৪ বছর।
Vaibhav Suryavanshi-MS Dhoni: এই না হলে ভক্তি! ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভবের, মন জিতলেন গোটা দেশের
'আমাদের প্রত্যেককে যথেষ্ট অনুপ্রাণিত করেছেন'
ম্যাচের পর মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে বৈভব সূর্যবংশী বললেন, 'উনি (এমএস ধোনি) আমাদের বিহার থেকেই উঠে এসেছেন। আমাদের সবাইকে যথেষ্ট অনুপ্রাণিত করেছেন। আর ভারতীয় ক্রিকেট দলের জন্য ধোনি যা করেছেন, তাতে উনি শুধুমাত্র আমার একার নন, গোটা দেশের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। ধোনি যে কৃতিত্বের সাম্রাজ্য করে গড়ে তুলেছেন, সেটা আর কেউ করতে পারেননি। উনি একজন কিংবদন্তী। এর থেকে বেশি আর কীই বা আমি বলতে পারি।'
আইপিএল টুর্নামেন্টে রাজত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি
বৈভব সূর্যবংশীর বয়স এখন মাত্র ১৪ বছর। ইতিমধ্যেই তিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল টুর্নামেন্টে শতরান হাঁকিয়ে ফেলেছেন। বৈভবের ক্রিকেটীয় শটে কার্যত মজে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। বাঁ-হাতি এই ব্যাটার টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ দলে ওপেন করতে নামেন। আইপিএল টুর্নামেন্টে ভয়ঙ্কর সব বোলারদের সামনে তিনি বুক চিতিয়ে লড়াই করেন।
MS Dhoni: 'হারের দায় আমার...', ধোনির এক কথায় মুগ্ধ গোটা দেশ
এই মরশুমের লিগ পর্বে রাজস্থান রয়্যালস ১৪ ম্য়াচ খেলেছে। এরমধ্যে ৮ ম্য়াচে পরাস্ত হয়েছে। আর ৪ ম্য়াচ জিতেছে। রাজস্থান এই টুর্নামেন্টে ৯ নম্বরে দাঁড়িয়ে অভিযান শেষ করেছে।