Vaibhav Suryavanshi Astrology: কোনও মানুষের জন্মকুণ্ডলীতে থাকা গ্রহ-নক্ষত্র ইঙ্গিত দেয় যে কোন কাজে নিষ্ঠা ও পরিশ্রম করলে সাফল্য আসবে। এই বিষয়টি ক্রিকেটারদের ক্ষেত্রেও প্রযোজ্য, বিশেষত তাঁদের যাঁরা খুব কম বয়সে নিজেদের পরিচিতি তৈরি করতে শুরু করেন। এই কথাটি বৈভব সূর্যবংশীর জন্যও সত্য।
বৈভব সূর্যবংশীর যশ
২০১১ সালে যখন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল, ঠিক সেই বছর, অর্থাৎ ২৭ মার্চ, বিহারের সমস্তিপুরে জন্ম নেয় বাঁহাতি এই ব্যাটসম্যান। বৈভব মাত্র ১২ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং ১৪ বছর ২৩ দিনের বয়সে তাঁর IPL 2025-এ অভিষেক হয়েছে। এখন তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। বৈভব দ্রুত ক্রিকেট জগতে উদীয়মান তারকা হয়ে উঠছেন। তাঁর কুণ্ডলীতে এমন গ্রহ-নক্ষত্রের সংযোগ রয়েছে যা ক্রিকেট জগতে তাঁর চমকপ্রদ যাত্রার সাক্ষী। কিন্তু কি এই গ্রহ-নক্ষত্র তাঁকে ভারতের জার্সিতে খেলতে দেবে? তাঁর গ্রহ প্রকৃতই ‘রেকর্ড ব্রেকার’ কি না, তা বোঝার চেষ্টা করা যাক।
বৈভব সূর্যবংশীর বিরাট নামডাক হবে
প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছেন বৈভব। তাঁর রাশিচক্র ধনু লগ্নের, যেখানে রাহু ও চন্দ্র একসঙ্গে অবস্থান করছে। ধনু লগ্নে রাহু (৩ ডিগ্রি) এবং চন্দ্র (২৭ ডিগ্রি) অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা এবং রাতারাতি খ্যাতি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি করছে। তৃতীয় ঘরে শুক্র এবং নেপচুন তাঁর দুর্দান্ত টাইমিং এবং সৃজনশীল ব্যাটিং স্টাইল প্রদর্শন করছে। তাঁর কুণ্ডলীর চতুর্থ ঘরে সূর্য, বুধ, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের বিরল যোগ ক্রিকেটের প্রতি স্থিরতা, কৌশল এবং শারীরিক সামর্থ্যের চিত্র প্রকাশ করছে। দশম ঘরে শনিদেব কঠোর পরিশ্রমের মাধ্যমে তাঁকে বড় হয়ে ওঠার পূর্ণ ক্ষমতা প্রদান করছেন।
আরও পড়ুন ক্লাস এইটের বাচ্চা ছেলে..! 'ওয়ান্ডার কিড' বৈভবকে দেখে মুগ্ধ Google CEO, সুন্দর পিচাই কী করলেন জানেন?
বর্তমানে তাঁর কুণ্ডলীতে চন্দ্র মহাদশা এবং রাহু অন্তর্দশা (২০২৩-২০২৫) চলছে। এই সময়টি এমন, যখন কোনও খেলোয়াড় হঠাৎ করে মিডিয়ার নজরে আসে, কোনও রেকর্ড তৈরি করে বা বড় টুর্নামেন্টে নির্বাচিত হয়। গ্রহ-নক্ষত্রের গণনার মাধ্যমে বোঝা যায় যে বৈভবের “গোল্ডেন টাইম” শুরু হয়েছে। ২০২৫ সালে কিছু বাধার সম্মুখীন হলেও ২০২৬ সালে মঙ্গলের দশা শুরু হওয়ার পর তাঁর ভাগ্য ও ব্যাট দুটোই উজ্জ্বল হবে।
২০২৬ সালে উদয় হবেন বৈভব
বৈভব সূর্যবংশীর কুণ্ডলীতে মঙ্গলের দশা ২৩ নভেম্বর ২০২৬ সালে শুরু হবে এবং সেই সময়টিই হবে যখন শুভমান গিল, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সোয়ালের মতো ক্রিকেটারদের সঙ্গে বৈভব এক পিচে খেলবেন। কারণ গ্রহের অবস্থান, বিশেষত শনি এবং বৃহস্পতি, ব্যাটিংয়ে সুষমতা, ছন্দ এবং শৈলী প্রদর্শন করতে পারে। শনিদেব তাঁকে খুব চাপের মধ্যেও শান্ত থাকতে এবং ধীরে ধীরে কেরিয়ার গড়ার দিকে অনুপ্রাণিত করছেন। শনি গ্রহের গতিবেগ ধীর হলেও তাঁরা একবার শুরু করলে থামে না। স্পষ্ট বোঝা যায় যে নিখুঁত ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর সৌভাগ্যও সঙ্গে রয়েছে।
আরও পড়ুন ডেবিউ ম্য়াচের প্রথম বলেই 'রেকর্ড', এলিট তালিকায় নাম লেখালেন বৈভব! দেখুন ভিডিও