/indian-express-bangla/media/media_files/2025/04/19/UBLrUmaaFemRCik1eFEB.jpg)
অভিষেক ম্য়াচেই নজর কাড়লেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi Rajasthan Royals: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের (IPL 2025) ৩৬ নম্বর ম্য়াচে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস খেলতে নেমেছে। ম্য়াচটি জয়পুরে আয়োজন করা হয়েছে। লখনউ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। এই ম্য়াচে লখনউ ব্রিগেডে একটাই পরিবর্তন দেখতে পাওয়া যায়। আকাশ দীপের জায়গায় দলের প্রথম একাদশে জায়গা পেয়েছেন প্রিন্স যাদব।
রাজস্থান রয়্যালস দলের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন এই ম্য়াচে খেলছেন না। কারণ তাঁর নাকি চোট রয়েছে। তাঁর জায়গায় রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছেন। এই ম্য়াচে স্যামসনের জায়গায় বৈভব সূর্যবংশীকে প্রথম একাদশে সুযোগ দিয়েছে রয়্যালস ম্য়ানেজমেন্ট। বৈভব এই ম্য়াচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমেছেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন তিনি।
প্রথম বলেই হাঁকালেন ছক্কা
জয়ের জন্য ১৮১ রানের টার্গেট তাড়া করতে নামে রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী। বৈভব তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম বলেই দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দেন। আর সেইসঙ্গে আইপিএল ইতিহাসে ১১ নম্বর ব্যাটার হিসেবে তিনি ডেবিউ ম্য়াচের প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড কায়েম করলেন।
দেখুন ভিডিও
𝐌𝐀𝐊𝐈𝐍𝐆. 𝐀. 𝐒𝐓𝐀𝐓𝐄𝐌𝐄𝐍𝐓 🫡
— IndianPremierLeague (@IPL) April 19, 2025
Welcome to #TATAIPL, Vaibhav Suryavanshi 🤝
Updates ▶️ https://t.co/02MS6ICvQl#RRvLSG | @rajasthanroyalspic.twitter.com/MizhfSax4q
ডেবিউ ম্য়াচেই ইতিহাস গড়লেন বৈভব
আইপিএল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডেবিউ করেছেন বৈভব সূর্যবংশী। ইতিপূর্বে, এই তালিকায় নাম ছিল প্রয়াস রায় বর্মনের। বৈভব মাত্র ১৪ বছর ২৩ দিনে আইপিএল টুর্নামেন্টে ডেবিউ করলেন। অন্য়দিকে ২০১৯ সালে প্রয়াস ১৬ বছর ১৫৭ দিনে এই টুর্নামেন্টে অভিষেক করেছিলেন।
আইপিএল টুর্নামেন্টে আপাতত সর্বকনিষ্ঠ ক্রিকেটারের খেতাব বৈভবের ঝুলিতে চলে এল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ আইপিএল মেগা অকশনে রাজস্থান রয়্যালস তাঁকে ১ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছিল।