Vaibhav Suryavanshi IPL Debut: ডেবিউ ম্য়াচের প্রথম বলেই 'রেকর্ড', এলিট তালিকায় নাম লেখালেন বৈভব! দেখুন ভিডিও

Vaibhav Suryavanshi IPL Debut: আইপিএল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডেবিউ করেছেন বৈভব সূর্যবংশী। ইতিপূর্বে, এই তালিকায় নাম ছিল প্রয়াস রায় বর্মনের। বৈভব মাত্র ১৪ বছর ২৩ দিনে আইপিএল টুর্নামেন্টে ডেবিউ করলেন।

Vaibhav Suryavanshi IPL Debut: আইপিএল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডেবিউ করেছেন বৈভব সূর্যবংশী। ইতিপূর্বে, এই তালিকায় নাম ছিল প্রয়াস রায় বর্মনের। বৈভব মাত্র ১৪ বছর ২৩ দিনে আইপিএল টুর্নামেন্টে ডেবিউ করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi 7rr9r

অভিষেক ম্য়াচেই নজর কাড়লেন বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi Rajasthan Royals: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের (IPL 2025) ৩৬ নম্বর ম্য়াচে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস খেলতে নেমেছে। ম্য়াচটি জয়পুরে আয়োজন করা হয়েছে। লখনউ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। এই ম্য়াচে লখনউ ব্রিগেডে একটাই পরিবর্তন দেখতে পাওয়া যায়। আকাশ দীপের জায়গায় দলের প্রথম একাদশে জায়গা পেয়েছেন প্রিন্স যাদব।

Advertisment

রাজস্থান রয়্যালস দলের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন এই ম্য়াচে খেলছেন না। কারণ তাঁর নাকি চোট রয়েছে। তাঁর জায়গায় রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছেন। এই ম্য়াচে স্যামসনের জায়গায় বৈভব সূর্যবংশীকে প্রথম একাদশে সুযোগ দিয়েছে রয়্যালস ম্য়ানেজমেন্ট। বৈভব এই ম্য়াচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমেছেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন তিনি।

Vaibhav Suryavanshi youngest IPL player: মাত্র ১৩ বছরেই IPL-এ ১.১ কোটি টাকার চুক্তি! ইতিহাস গড়ে রাজস্থানে বিহারের বৈভব

প্রথম বলেই হাঁকালেন ছক্কা

Advertisment

জয়ের জন্য ১৮১ রানের টার্গেট তাড়া করতে নামে রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী। বৈভব তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম বলেই দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দেন। আর সেইসঙ্গে আইপিএল ইতিহাসে ১১ নম্বর ব্যাটার হিসেবে তিনি ডেবিউ ম্য়াচের প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড কায়েম করলেন।

Vaibhav Suryavanshi's sixes against UAE: প্ৰথম ১০ বলের ৪টিই ছক্কা! আগুন ইনিংসে ঝড় তুললেন IPL-এর ১৩ বছরের কোটিপতি, দেখুন ভিডিও

দেখুন ভিডিও

ডেবিউ ম্য়াচেই ইতিহাস গড়লেন বৈভব

আইপিএল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডেবিউ করেছেন বৈভব সূর্যবংশী। ইতিপূর্বে, এই তালিকায় নাম ছিল প্রয়াস রায় বর্মনের। বৈভব মাত্র ১৪ বছর ২৩ দিনে আইপিএল টুর্নামেন্টে ডেবিউ করলেন। অন্য়দিকে ২০১৯ সালে প্রয়াস ১৬ বছর ১৫৭ দিনে এই টুর্নামেন্টে অভিষেক করেছিলেন।

Vaibhav Suryavanshi's fifty against Sri Lanka: ২৪ বলেই ফিফটি, ছক্কা হাঁকিয়ে ফিফটি! ১৩ বছরের কোটিপতির ব্যাটে ভর করে ফাইনালে টিম ইন্ডিয়া

আইপিএল টুর্নামেন্টে আপাতত সর্বকনিষ্ঠ ক্রিকেটারের খেতাব বৈভবের ঝুলিতে চলে এল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ আইপিএল মেগা অকশনে রাজস্থান রয়্যালস তাঁকে ১ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছিল।

Rajasthan Royals IPL 2025 Vaibhav Suryavanshi