RCB in IPL Playoffs: লেটার মার্কস না ডাঁহা ফেল? আইপিএল প্লে-অফে মার্কশিট কেমন আরসিবি-র?

Royal Challengers Bengaluru: চলতি আইপিএল টুর্নামেন্টে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। এবার তারা ট্রফির খরা কাটাতে পারে কি না, এখন সেটাই দেখার।

Royal Challengers Bengaluru: চলতি আইপিএল টুর্নামেন্টে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। এবার তারা ট্রফির খরা কাটাতে পারে কি না, এখন সেটাই দেখার।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli Orange Cap

কমলা টুপি অর্জন করলেন বিরাট কোহলি

IPL 2025 Playoff Scenario: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে রজত পতিদারের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। ইতিমধ্যেই তারা এই টুর্নামেন্টে প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে। এবার তারা প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে। এই প্রতিবেদনে আমরা জেনে নেব, আইপিএল টুর্নামেন্টের প্লে-অফ পর্বে RCB কেমন পারফরম্যান্স করেছে? তাদের রেকর্ডই বা কেমন?

Advertisment

RCB vs KKR Match Timing: বদলে যাচ্ছে ম্য়াচের সময়? কলকাতা নাইট রাইডার্সের খেলা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা

আইপিএল প্লে-অফে RCB-র রেকর্ড

  • মোট ম্য়াচের সংখ্যা - ১৫
  • জিতেছে - ৫
  • হেরেছে - ১০
  • গত ম্য়াচের ফলাফল - রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছিল (এলিমিনেটর, ২০২৪)
  • সর্বাধিক স্কোর - লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০ ওভারে ২০৭/৪ (এলিমিনেটর, ২০২২)
  • সর্বনিম্ন স্কোর - সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ ওভারে ১৩১/৭ (এলিমিনেটর, ২০২০)
Advertisment

RCB vs KKR IPL 2025: ঝমাঝম বৃষ্টিতে বেঙ্গালুরুর আকাশে মিরাকল! বিরাটকে কুর্নিশ জানাতে হাজির বিশেষ ফ্যানরা

আইপিএল প্লে-অফে RCB-র পরিসংখ্যান

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৬ সালে শেষবার আইপিএল ফাইনালে উঠতে পেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেইসময় RCB ব্রিগেডকে নেতৃত্ব দিতেন বিরাট কোহলি। বেঙ্গালুরুর কেরিয়ারে এটা অন্যতম সেরা মরশুম ছিল। ধামাকাদার ফর্মে ছিলেন কিং কোহলিও। এই মরশুমে তাঁর ব্যাট থেকে ৯৭৩ রান বেরিয়ে এসেছিল। আইপিএল টুর্নামেন্টের এক মরশুমে এটাই কোনও ব্যাটারের সর্বাধিক রান। ফাইনাল ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল আরসিবি। রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালই হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা ৮ রানে হেরে যায়। আর সেইসঙ্গে রানার্স আপ হয়েই তাদের শেষ করতে হয় এই টুর্নামেন্ট।\

RCB vs KKR Highlights, IPL Match Today: বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স, বৃষ্টিতেই ভেসে গেল প্লে-অফের স্বপ্ন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যে বেশ কয়েকবার আইপিএল প্লে-অফে উঠতে পেরেছে। এই দলে একাধিক নামজাদা ক্রিকেটার খেলে গিয়েছেন। সবথেকে বড় কথা, এখনও পর্যন্ত বিরাট কোহলি এই দলের হয়ে খেলছেন। কিন্তু, দলটা এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। এবার কি ট্রফির খরা কাটতে চলেছে? সেটা অবশ্য সময়ই বলবে।

RCB Royal Challengers Bengaluru IPL 2025 IPL 2025 Playoff Scenario