/indian-express-bangla/media/media_files/2025/05/04/kUve5A5obphJ6BIMs29r.jpg)
Ravindra Jadeja umpire argument: আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেন জাডেজা
IPL 2025 DRS controversy: IPL 2025-এ শনিবার রাতের ম্যাচ এই সিজনের অন্যতম রোমাঞ্চকর লড়াইয়ে পরিণত হয়েছিল। এই ম্যাচ ছিল ভারতের দুই প্রাক্তন অধিনায়কের মুখোমুখি সংঘর্ষ—গুরু ও শিষ্যের দ্বৈরথ! এটি ছিল আরসিবি (RCB) বনাম চেন্নাই সুপার কিংসের (CSK) যুদ্ধ, যা 'দক্ষিণ ভারতীয় ডার্বি' নামে পরিচিত।
৩ মে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এই হাই-ভোল্টেজ ম্যাচের সাক্ষী হয়। চেন্নাইয়ের শেষ ওভারে ১৫ রান দরকার ছিল। তবে যশ দয়াল প্রথমে ধোনিকে আউট করেন, এরপর ছক্কা হজম করেন ও একটি নো বল দেন—তবুও শেষ পর্যন্ত তিনি আরসিবিকে দুই রানে জয় এনে দেন।
আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেন জাডেজা
১৭ বছর বয়সী আয়ুষ মহাত্রে (৯৪) ছাড়াও চেন্নাই সুপার কিংসকে জয়ের কাছে নিয়ে যাওয়ার বড় কৃতিত্ব রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja)। ম্যাচ চলাকালীন ৫৭ ও ৬৯ রানের সময় তিনি আউট হতে হতে বাঁচেন, সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে তিনি ৪৫ বলে অপরাজিত ৭৭ রান করেন। তবে ম্যাচের এক মুহূর্তে তিনি আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন 'হারের দায় আমার...', ধোনির এক কথায় মুগ্ধ গোটা দেশ
১৭তম ওভারের বিতর্ক
১৭তম ওভারে আম্পায়ার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একটি বিতর্কিত সিদ্ধান্ত দেন, যা মাঠের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। ওভারের তৃতীয় বলটি লুঙ্গি এনগিডি ফুল টস দেন ডেওয়াল্ড ব্রেভিসকে, কিন্তু ব্যাটার বল পড়তে ব্যর্থ হন, এবং বল তাঁর প্যাডে লাগে। এরপর আউটের আপিল করা হয়, এবং আম্পায়ার আউট দিয়ে দেন।
Time's up ⌛
— Star Sports (@StarSportsIndia) May 3, 2025
Dropped catches, scintillating boundaries, back-to-back wickets & endless drama... 🥶#ViratKohli vs #MSDhoni - one last time? Is living up to the expectations! Who's winning it from here? 👇✍🏻
Watch the LIVE action ➡ https://t.co/dl97nUfgCR#IPLonJioStar 👉… pic.twitter.com/0uSxPYEoWL
ডেওয়াল্ড ব্রেভিসের পোড়া কপাল
এরপর ব্রেভিস তাঁর দলের সতীর্থ জাডেজার সঙ্গে আলোচনা করেন এবং শেষ পর্যন্ত ডিআরএস (রিভিউ) নেন। তবে আম্পায়ারদের মতে, তিনি ১৫ সেকেন্ডের টাইমার শেষ হওয়ার পর রিভিউ নিয়েছিলেন। জাডেজা ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করেন, কারণ বিগ স্ক্রিনে তখন কোনও টাইমার দেখানো হচ্ছিল না, যার ফলে ব্যাটার বুঝতে পারেননি তাঁর রিভিউ নেওয়ার সময় শেষ হয়ে গেছে।
আরও পড়ুন আরেকটু হলেই হারাচ্ছিলেন RCB-কে, সহজ ক্যাচ মিস করে কাঠগড়ায় কোহলি! দেখুন ভিডিও
পরে দেখা গেল ব্রেভিস আউট ছিলেন না!
ডেওয়াল্ড ব্রেভিসের আউট হওয়ার পর রিপ্লে দেখে স্পষ্টতই বোঝা যায় বল স্টাম্পকে মিস করছিল। এই উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আগের বলেই আয়ুষ মহাত্রে ৯৪ রান করে আউট হন, এবং ঠিক তার পরের বলেই ব্রেভিস শূন্য রানে আউট হন।
এই দুই বলের ব্যবধানে পরপর দুই উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস চাপে পড়ে যায় এবং শেষপর্যন্ত আরসিবি ২ রানে জয় পায়।