/indian-express-bangla/media/media_files/2025/05/30/EmT6KhVCm1IZDVL8LO7x.jpg)
ক্যাচ নিচ্ছেন আরসিবি উইকেটকিপার জীতেশ শর্মা
IPL 2025: বৃহস্পতিবার (২৯ মে) চলতি আইপিএল টুর্নামেন্টে প্রথম কোয়ালিফায়ার ম্য়াচ আয়োজন করা হয়। খেলতে নেমেছিল পঞ্জাব কিংস (Punjab Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। শেষপর্যন্ত এই ম্য়াচে বেঙ্গালুরু ৮ উইকেটে জয়লাভ করে এবং ফাইনালের টিকিট কনফার্ম হয়ে যায়। প্রসঙ্গত, ৯ বছর পর আরসিবি ব্রিগেড প্রথম কোয়ালিফায়ার ম্য়াচ জিতে ফাইনালের টিকিট কনফার্ম করেছে।
Royal Challengers Bengaluru: প্লে-অফের ইতিহাস বদলে দিল RCB, এই হার ভুলতে পারবে না পঞ্জাব কিংস!
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পঞ্জাব কিংস একেবারে জঘন্য ব্যাটিং করে। পঞ্জাবের কোনও ব্যাটারকেই ছন্দে দেখতে পাওয়া যায়নি। প্রত্যেকেই আয়ারাম-গয়ারাম পারফরম্য়ান্স করেন। আর সেকারণেই গোটা দল ২০ ওভার পর্যন্ত ব্যাট করতে পারেনি। মাত্র ১০১ রানে তারা অলআউট হয়ে যায়। এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেন। সূয়শ শর্মা, জস হ্যাজেলউড এবং যশ দয়াল পঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্টকে কার্যত ছারখার করে দেন। হ্যাজেলউড এবং সূয়শ তিনটে করে উইকেট শিকার করেছেন। এছাড়া যশ দয়াল জোড়া সাফল্য অর্জন করেন।
PBKS vs RCB Qualifier 1: আর মাত্র একটা, বিরাটের এক ইশারাতেই পাগল অনুষ্কা! আনন্দে আত্মহারা বলিউড ডিভা
দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করলেন জীতেশ শর্মা
এই ম্য়াচে একাধিক নজরকাড়া মুহূর্ত তৈরি হয়েছে। কিন্তু, উইকেটের পিছনে দাঁড়িয়ে জীতেশ শর্মার (Jitesh Sharma) একটি ক্যাচ সবাইকে স্তম্ভিত করেছে। তিনি পাখির মতো হাওয়ায় নিজের শরীরটা ভাসিয়ে দিয়েছিলেন। তারপর এক হাতে একটি ধরেন। সেই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাটি ১৫ ওভারের। বল করতে এসেছিলেন জস হ্যাজেলউড। ওভারের প্রথম বলেই পঞ্জাব কিংসের ব্যাটার আজমতউল্লাহ ওমরজাই বড় শট মারার চেষ্টা করেন। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানায় লেগে উপরের দিকে চলে যায়। তখন উইকেটের পিছনে দাঁড়িয়ে ছিলেন জীতেশ শর্মা। তিনি কার্যত স্পাইডারম্য়ানের মতো হাওয়ায় নিজের শরীরটা ভাসিয়ে দেন। এরপর দুর্দান্ত একটি ক্যাচ তালুবন্দি করেন।
দেখে নিন ভিডিও:
#RCB are pumped and HOW 🤩
— IndianPremierLeague (@IPL) April 18, 2025
Sharp catch by Jitesh Sharma and #PBKS are 4️⃣ down 👌
High quality over from Josh Hazlewood 🫡
Updates ▶ https://t.co/7fIn60rqKZ#TATAIPL | #RCBvPBKS | @RCBTweetspic.twitter.com/O8F4deioAZ
এই ক্যাচটা নেওয়ার সঙ্গে সঙ্গে পঞ্জাব কিংসের ইনিংসও শেষ হয়ে যায়। জীতেশ শর্মার এই দুর্দান্ত প্রচেষ্টা পঞ্জাব কিংসের যাবতীয় আশায় জল ঢেলে দেয়। ইতিমধ্যে গোটা ক্রিকেট বিশ্বে জীতেশের প্রশংসা শুরু হয়ে গিয়েছে। এরপর শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং। আরসিবি-র শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। বিরাট কোহলি মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ময়াঙ্ক আগরওয়াল এবং ফিল সল্ট দ্বিতীয় উইকেটে ৫০+ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ময়াঙ্ক ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, সল্ট ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন। অধিনায়ক রজত পতিদার ৮ বলে ১৫ রান করেন এবং ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।