/indian-express-bangla/media/media_files/2025/06/04/IUujiaBOaPCPICLQQFsn.jpg)
আরসিবিকে শুভেচ্ছা জানাল কলকাতা নাইট রাইডার্স
IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি (Royal Challengers Bengaluru)। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৭ বছর দীর্ঘ অপেক্ষার অবসান হল। ফাইনাল ম্য়াচে পঞ্জাবকে ৬ রানে হারাল আরসিবি।
প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান করে। জবাবে পঞ্জাব ৭ উইকেট খুইয়ে করে ১৮৪ রান। ফাইনাল ম্য়াচে সেরা ক্রিকেটারের পুরস্কার তুলে দেওয়া হয় ক্রুনাল পান্ডিয়ার হাতে। ক্রুনাল তাঁর ৪ ওভারের স্পেলে গোটা ম্য়াচের রং বদলে দেন।
IPL 2025 Award Winners List: শেষ হল আইপিএল উৎসব, কে কোন পুরস্কার পেলেন? দেখে নিন তালিকা
আরসিবি জিততে না জিততেই গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। সেই তালিকায় নাম লিখিয়েছিল কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders)। কিন্তু, শুভেচ্ছা জানাতে গিয়ে KKR ব্রিগেড একটি মারাত্মক ভুল করে ফেলেছে। আসলে তারা কন্নড় ভাষাতেই আরসিবি-কে জয়ের শুভেচ্ছা জানাতে গিয়েছিল। লিখতে চেয়েছিল, 'ই সালা কাপ নামদে'। কিন্তু, তাড়াহুড়োর মাথায় 'নামদে'-টা 'নিমদে' হয়ে গিয়েছে। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। কারণ কন্নড় ভাষায় 'নিমদে' শব্দটির অর্থ হল দোষারোপ করা কিংবা অভিযোগ করা। ফলে আরসিবি-র ট্রফি জয়ের সঙ্গে এই শব্দটার কোনও সম্পর্ক যে নেই তা বলাই চলে।
EE SALA CUP NIMDE, CONGRATULATIONS @RCBTweets 👏 pic.twitter.com/8tTcQzfv37
— KolkataKnightRiders (@KKRiders) June 3, 2025
১৮ বছরে এই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই জয়ের পর চোখের জল ধরে রাখতে পারেননি দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। জয়ের গন্ধ পেতে না পেতেই তিনি মাঠের মধ্যে হাউহাউ করে কাঁদতে শুরু করেন। আর জয়ের পর বললেন, এবার তিনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই জয়টা বিরাট কোহলি তাঁর প্রাক্তন সতীর্থ তথা প্রাণের বন্ধু এবি ডি'ভিলিয়ার্সকে উৎসর্গ করেন। ক্রিকেট থেকে এবি অবসর গ্রহণ করলেও, মঙ্গলবার (৩ জুন) রাতে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সাপোর্ট করতে এসেছিলেন। পাশাপাশি ১৮ বছর পর বিরাট কোহলিরও আইপিএল ট্রফি জয়ের অপেক্ষা শেষ হয়ে গেল।