/indian-express-bangla/media/media_files/2025/05/10/e0fozE5oL7YZnnsP1wNW.jpg)
ফের শুরু হচ্ছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট
IPL 2025 Schedule: আইপিএল ২.০ মরশুমের সূচি ইতিমধ্য়ে জারি করা হয়েছে। এক সপ্তাহ পর আগামী ১৭ মে থেকে আবারও ইন্ডিয়ান্স সুপার লিগের রোমাঞ্চ শুরু হয়ে যাবে। বাকি ম্য়াচগুলো মাত্র ৬ শহরের মধ্যে আয়োজন করা হবে। অন্যদিকে, ফাইনাল ম্য়াচও ২৫ মে'র পরিবর্তে আপাতত ৩ জুন আয়োজন করা হবে। যদিও নিরাপত্তার কারণে ইতিমধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নিজেদের দেশে ফিরে গিয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকেই আবার এই টুর্নামেন্টে আর খেলতে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন।
IPL 2025 New Rule: ভারত-পাকিস্তান সীমান্তে প্রবল গোলাগুলি, এদিকে কপাল খুলল বাংলাদেশের
যে সকল বিদেশি ক্রিকেটার খেলতে আসবেন না, তাঁদের পরিবর্তে অন্য ক্রিকেটারদের নেওয়া শুরু হয়ে গিয়েছে। দিল্লি ক্যাপিটালসের হয়ে বাকি ম্য়াচগুলো খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগর্ক। তাঁর জায়গায় মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া হয়েছে। বিদেশি ক্রিকেটারদের রিপ্লেসমেন্ট নিয়ে বিসিসিআই ইতিমধ্যে এক নয়া নিয়ম জারি করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই নয়া নিয়মে বেশ কয়েকটি দল বড়সড় ক্ষতির মুখে পড়েছে।
IPL 2025 restart: ফিরতেই চাইছেন না অনেক বিদেশি তারকা! মাথায় হাত পড়ল কোন কোন IPL টিমের?
নয়া নিয়মে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নিরাপত্তার কারণে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার ২০২৫ আইপিএল টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো আর খেলতে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিকল্প ক্রিকেটারের খোঁজ শুরু করে দিয়েছে। জ্যাক ফ্রেজার-ম্যাকগর্কের জায়গায় দিল্লি মুস্তাফিজুর রহমানকে ইতিমধ্যে দলে নিয়ে ফেলেছে। এই ব্যাপারটা মাথায় রেখেই আইপিএল এবার নতুন নিয়ম লাগু করেছে।
নতুন নিয়ম অনুসারে, আইপিএল স্থগিত হওয়ার পর যে ক্রিকেটারদের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হবে, তাদের রিটেন করা যাবে না। এই সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে কম বড় ধাক্কা নয়। অর্থাৎ, এই মরশুমে তারা যতগুলো ম্য়াচই খেলুন না কেন, ২০২৬ সালে আয়োজিত মিনি অকশনে ফের তাঁদের নাম নথিভুক্ত করতে হবে। কারণ একটাই। গত বছর নভেম্বর মাসে জেদ্দায় যে মেগা নিলাম আয়োজন করা হয়েছিল, সেখানে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই এই ক্রিকেটারদের প্রতি আগ্রহ প্রকাশ করেননি।
১৭ মে থেকে ফের শুরু হবে টুর্নামেন্ট
এক সপ্তাহ পরে অর্থাৎ ২০২৫ আইপিএল রোমাঞ্চ ফের ১৭ মে থেকে শুরু হবে। এই টুর্নামেন্ট আবারও শুরু হলে প্রথম ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আয়োজন করা হবে। নতুন সূচি অনুসারে মোট ২ ডবল হেডার ম্য়াচ খেলা হবে। প্রথম কোয়ালিফায়ার ম্য়াচ আগামী ২৯ মে খেলা হবে। এলিমিনেটর ম্য়াচ আয়োজন করা হবে ৩০ মে। এরপর আগামী ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচ আয়োজন করা হবে। ফাইনাল ম্য়াচটি আগামী ২৫ মে আয়োজন করার কথা ছিল। কিন্তু, সেটা বর্তমানে ৩ জুন আয়োজন করা হবে। যদিও প্লে-অফ এবং ফাইনাল ম্য়াচের ভেন্যু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।