/indian-express-bangla/media/media_files/2025/05/14/fBp2bGm2PdWmoZwkGm8B.jpg)
আইপিএল টুর্নামেন্টের নকআউট পর্বে খেলবেন না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা
IPL 2025 News: ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত ছিল। এবার যখন নয়া সূচি প্রকাশ্যে এসেছে, তখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বেজায় সমস্যার মুখে পড়েছেন। আসলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। আর সেকারণেই আফ্রিকান ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ২৬ মে'র মধ্যে ক্রিকেটারদের দেশে ফিরতে হবে।
প্রবল চাপে পড়েছে ৬ ফ্র্যাঞ্চাইজি
গুজরাট টাইটান্স, আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস আপাতত ২০২৫ আইপিএল প্লে-অফের দৌড়ে রয়েছে। ফ্র্যাঞ্চাইজি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে ইতিমধ্যে বিদেশি ক্রিকেট বোর্ডগুলোর কাছে অনুরোধ করা হয়েছে, যাতে তারা বাকি ম্য়াচগুলোয় ক্রিকেটারদের খেলার অনুমতি দেয়। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকেই তারা সবথেকে বেশি গুরুত্ব দিতে চায়।
আগামী ১৭ মে থেকে শুরু দ্বিতীয় পর্বের আইপিএল টুর্নামেন্ট
গত সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৭ মে থেকে আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হবে। আর ফাইনাল ম্য়াচ আগামী ৩ জুন আয়োজন করা হবে। এই নয়া সূচি ঘোষণার পর দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার ব্যাপক সমস্যায় পড়েছেন। কারণ তাঁদের WTC ফাইনালেও খেলতে হবে।
IPL টুর্নামেন্টে খেলছেন দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটার
২০২৫ আইপিএল টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার মোট ৮ ক্রিকেটার খেলছেন। তাঁরা হলেন - কাগিসো রাবাডা (গুজরাট টাইটান্স), লুঙ্গি এনগিডি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), এইডেন মার্করাম (লখনউ সুপার জায়ান্টস), রায়ান রিকলটন (মুম্বই ইন্ডিয়ান্স), করভিন বশ (মুম্বই ইন্ডিয়ান্স), মার্কো জেনসেন (পঞ্জাব কিংস) এবং বিয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দরাবাদ)। আগামী ১১ জুন থেকে লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।