/indian-express-bangla/media/media_files/2025/05/10/1HKUY0hmhfRQIkRXtgTw.jpg)
কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার হর্ষিত রানা
IPL 2025: ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের (India Pakistan Tension) কারণে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছিল। কিন্তু, শনিবাসরীয় অপরাহ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই নাকি ফের আইপিএল টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। কিন্তু, যদি কোনও মারাত্মক কারণে এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পুরোপুরি বাতিল করে দেওয়া হত, তাহলে কী হত? কোটি-কোটি টাকা লোকসানের মুখে পড়ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। আসুন, সেই আনুমানিক অঙ্কের হিসেবটা কষে নেওয়া যাক।
IPL 2025 Ticket Refund: স্থগিত তো হয়ে গেল ২০২৫ আইপিএল, আদৌ ফেরত পাওয়া যাবে টিকিটের টাকা?
কত কোটি টাকার লোকসান হত BCCI-এর?
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবারের আইপিএল টুর্নামেন্টে প্রত্য়েকটা ম্য়াচ থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ১০০-১২৫ কোটি টাকা উপার্জন করছে। এখনও পর্যন্ত মোট ১৭ ম্য়াচ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে যদি টুর্নামেন্ট একেবারে বন্ধ হয়ে যেত, তাহলে BCCI-কে আনুমানিক ২,১২৫ কোটি টাকা লোকসানের মুখে পড়তে হত। বিমা সংস্থার সাহায্য যদি পাশে সরিয়েও রাখা যায়, তাহলেও সম্প্রচার স্বত্ত্ব এবং ম্যাচ সংক্রান্ত অন্যান্য উপার্জনের কথা মাথায় রেখে এই ক্ষতির পরিমাণ মোট টাকার অর্ধেক বলা যেতেই পারে।
IPL 2025 Latest Updates: বাংলা একেবারে সুরক্ষিত! কলকাতাতেই হবে আইপিএলের বাকি ম্য়াচ?
BCCI বিশাল বড় ধাক্কার মুখে পড়ত
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আইপিএল টুর্নামেন্টের টিকিট থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড সবথেকে বেশি অর্থ উপার্জন করে থাকে। চলতি মরশুমে এখনও পর্যন্ত ৫৭ ম্য়াচ খেলা হয়েছে। ৫৮তম ম্য়াচটি টেনশনের কারণে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে, এই ম্য়াচটি আবারও নতুন করেই শুরু হবে। এই লিগে আগামী বেশ কয়েকটি ম্য়াচের টিকিট আগে থেকেই সমর্থকরা কেটে রেখেছেন। যদি টুর্নামেন্ট বাতিল হয়ে যেত, সেক্ষেত্রে BCCI-কে এই সম্পূর্ণ টাকা ফেরত দিতে হত। সেইসঙ্গে মিডিয়া রাইট, প্রোমোশন, বিজ্ঞাপনী চুক্তিও বন্ধ হয়ে যেত। বিসিসিআই প্রধাণত এইসব জায়গা থেকেই উপার্জন করে থাকে। সেইসঙ্গে রাজস্বের পরিমাণও বাড়তে থাকে।
তবে আপাতত গোটা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে। আশা করা হচ্ছে, শীঘ্রই এই টুর্নামেন্ট ফের শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত লিগ পর্বে ১২ ম্য়াচ বাকি রয়েছে। এরপর প্লে-অফ পর্যায় শুরু হবে। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্য়াচ হায়দরাবাদে আয়োজন করা হবে। অন্যদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্য়াচ। শেষ পর্যন্ত কোন দলের হাতে ট্রফি ওঠে, আপাতত সেটাই দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us