/indian-express-bangla/media/media_files/2025/05/09/yuzGoRwguVTdRb20rWy5.jpg)
স্থগিত ম্য়াচের টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে
IPL 2025 Ticket Refund News: ভারত-পাকিস্তান (India Pakistan Tension) রাজনৈতিক সংঘর্ষের কারণে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখা হয়েছে। গত ৮ মে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ চলাকালীন আচমকা খেলা বন্ধ করে দেওয়া হয়। এই ম্য়াচটি ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।
IPL 2025: IPL-এও যুদ্ধের কালো মেঘ! দেশের স্বার্থে বিরাট সিদ্ধান্ত নিল BCCI
কিন্তু, খেলা চলাকালীন আচমকা তা বন্ধ করে দেওয়া হয়। পরে ঘোষণা করা হয় যে ম্য়াচটি বাতিল করে দেওয়া হয়েছে। আর আজ বিসিসিআই ঘোষণা করে দিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যাঁরা আগামী সপ্তাহে আয়োজিত ম্য়াচের টিকিট আগে থেকে কিনে ফেলেছিলেন, তাঁদের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। টাকা ফেরত পাওয়া যাবে কি না?
IPL 2025 Suspended: 'পরিস্থিতি অনুকূল নয়', বন্ধ হওয়ার মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
কীভাবে ফেরত পাওয়া যাবে টিকিটের টাকা?
২০২৫ আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫৮ ম্য়াচ খেলা হয়েছে। আগামী সপ্তাহে আইপিএল টুর্নামেন্টের ম্যাচগুলো হায়দরাবাদ, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, অহমেদাবাদ, মুম্বই এবং জয়পুরে আয়োজন হওয়ার কথা ছিল। খুব স্বাভাবিক যে এই ম্য়াচগুলোর জন্য টিকিট ইতিমধ্যে কেটে ফেলা হয়ে গিয়েছে। কিন্তু, বর্তমানে বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএল টুর্নামেন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে সমর্থকরা কি কেটে ফেলা টিকিটের টাকা ফেরত পাবেন? এই একটাই প্রশ্ন আপাতত ঘুরপাক খেতে শুরু করেছে।
IPL 2025 Suspension News: বন্ধ হয়ে গেল IPL, এর পর কী হবে? BCCI-এর কাছে কোন রাস্তা খোলা আছে?
নিয়ম অনুসারে, যদি কোনও বৃষ্টি কিংবা অন্য বিপদের কারণে বাতিল করে দেওয়া হয়, তাহলে টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়ে থাকে। এই পরিস্থিতিতে স্পষ্টই বলা যেতে পারে যে আইপিএল টুর্নামেন্টে আগামী ম্যাচগুলোয় টিকিটের টাকা অবশ্যই ফেরত দেওয়া হবে।
বদল করা হতে পারে ম্য়াচের ভেন্যু
ইতিমধ্যে আবার শোনা যাচ্ছে, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো অন্য কোনও ভেন্যুতে শিফট করা হতে পারে। ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ৮ মে ভারতের বেশ কয়েকটি শহরে পাকিস্তানের পক্ষ থেকে জঙ্গি হামলা চালানো হয়েছে। কিন্তু, পাকিস্তানের উদ্দেশ্য একেবারে সফল হয়নি।