Royal Challengers Bengaluru IPL 2025 retention: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাঁকে আইপিএল ২০২৫-এর জন্য রিটেনশনে রাখল। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার এটা স্পষ্ট হওয়ার পর আরসিবি তারকা বিরাট কোহলি বলেছেন, 'আগামী তিন বছরে দলকে একবার আইপিএল জেতানো' এখন তাঁর পরবর্তী লক্ষ্য। এই পরিস্থিতিতে আরসিবি চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা আসন্ন মরশুমে দলের ক্যাপ্টেন কাকে করা হবে, সেনিয়ে যাবতীয় সম্ভাবনা খতিয়ে দেখছেন।
বিরাট আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি প্রয়োজনে ফের আরসিবির অধিনায়কের দায়িত্ব নিতে দ্বিধা করবেন না। তার মধ্যেই রিটেনশনের ঘোষণার পর তিনি আরসিবি সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। মেগা নিলামের বছরে রিটেনশনে রাখা মানেই আরসিবি আগামী তিন বছর বিরাটকে দলে রাখছে, এটা স্পষ্ট হয়ে গেল। এবার তাঁকে ২১ কোটি টাকা দেওয়া হচ্ছে। যা আইপিএলে ভারতীয় খেলোয়াড়দের জন্য সবচেয়ে বেশি পরিমাণ অর্থ।
তারপরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোহলি আরসিবি সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন। তাতে বলেছেন যে, এই ধরে রাখার মানে হল, তিনি আরসিবিতে ২০ বছর কাটাতে চলেছেন। এই ব্যাপারে কোহলি বলেছেন, 'সবাই জানে যে আমার কাছে আরসিবির জায়গাটা ঠিক কোথায়। এত বছর ধরে আছি। একটা বিরাট সম্পর্ক গড়ে উঠেছে। এখানে খেলে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, সত্যিই তা অসাধারণ। আমার মনে হয় অনুরাগী এবং ফ্র্যাঞ্চাইজি কর্তাদেরও একই অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, এই ধরে রাখার সময়সীমা শেষ হলে আমার আরসিবিতে থাকার বয়স ২০ বছর হয়ে যাবে। এটা আমার নিজের কাছেই একটা বিশেষ অনুভূতি। কখনও ভাবিনি যে একটা দলের হয়ে এতবছর খেলব। কিন্তু, এত বছরে সেই সম্পর্কটাই বিশেষ হয়ে উঠেছে। আমি সেই কারণেই আগে বলেছি যে আরসিবি ছাড়া আমি অন্য কোনও দলের কথা ভাবি না।'
আরও পড়ুন- মুম্বইয়ের রিটেনশনে মারাত্মক অপমান রোহিতকে! সেরা তিন থেকে বাদ পড়তেই মুখ খুললেন হিটম্যান
তাঁর পরবর্তী লক্ষ্য সম্পর্কে কোহলি বলেছেন, 'আগামী তিন বছরের মধ্যে অন্তত একবার আইপিএল জেতা আমার পরবর্তী লক্ষ্য। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবাইকে গর্বিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাব।' কোহলি ছাড়াও আরসিবি এবার ১১ কোটি টাকায় রজত পাতিদার, ৫ কোটি টাকায় যশ দয়ালকে রিটেনশনে রাখল। তারা তাদের অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে ছেড়ে দিয়েছে। এই ব্যাপারে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান প্রথমেশ মিশ্র বলেছেন, 'আরসিবির অধিনায়ক কে হবেন, তা নিয়ে বিভিন্ন জনের মধ্যে কৌতুহল আছে। আমরা অনুরাগীদের জানাতে চাই যে, সবরকম সম্ভাব্য বিকল্পই খতিয়ে দেখা হচ্ছে। আমরা একটা শক্ত লাইনআপ তৈরি করতে চাই। নিলামের সময়ও আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব, যাতে ভক্তদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়।' টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তারা ক্যামেরুন গ্রিনকেও রাখতে চেয়েছিল। কিন্তু, চোটের জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে।
READ THE FULL ARTICLE IN ENGLISH