Advertisment

IPL 2025: কলকাতাতেই এবার IPL শুরু, কলকাতাতেই শেষ! মেগা আপডেট পাওয়া গেল বৃহস্পতিবারই

IPL 2025: কলকাতার জন্য ছপ্পড় ফড়কে উপহার দিচ্ছে আইপিএল, বড় সুখবর শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য, খুশিতে ভাসছেন সিএবির নীচুতলার কর্মী থেকে শীর্ষকর্তা, সকলেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, KKR, আইপিএল, কেকেআর

IPL-KKR: কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন। (ছবি- টুইটার)

Eden Gardens to host IPL opening and final match: ইডেন গার্ডেনসে আইপিএল ২০২৫-এর ফাইনাল কি হবে? এনিয়ে এখন থেকেই জল্পনার অন্ত নেই। সিএবি (CAB) সভাপতি অবশ্য নিশ্চিত করেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং ফাইনাল কলকাতাতেই হবে। ইডেন গার্ডেন, ভারতের অন্যতম আইকনিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়াম আইপিএল ২০২৫-এও কলকাতা নাইট রাইডার্সের (KKR) হোম গ্রাউন্ড থাকছে।

Advertisment

কিন্তু, তার মধ্যেই শোনা যাচ্ছিল যে কেকেআর ত্রিপুরায় তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড তৈরি করবে। কিন্তু, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি, স্নেহাশিস গাঙ্গুলি আশাবাদী যে আসন্ন আইপিএলে ইডেনের ভূমিকা অক্ষুণ্ণ থাকবে। স্নেহাশিস জানিয়েছেন যে কেকেআর তাদের সমস্ত হোম ম্যাচ ইডেন গার্ডেনেই খেলবে। শুধু তাই নয়, গাঙ্গুলি ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন যে ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। পাশাপাশি, আইপিএল ২০২৫-এর ফাইনালও হবে ইডেনেই। 

বর্তমানে ইডেন গার্ডেনে সংস্কার চলছে। সেই কারণেই কেকেআরের ম্যাচ অন্য জায়গায় সরানোর সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু, খোদ সিএবি সভাপতিই তেমন কোনও সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইপিএল ২০২৫-এ কেকেআর-এর সমস্ত হোম ম্যাচই ইডেন স্টেডিয়ামেই হবে। ত্রিপুরার নতুন স্টেডিয়ামে খেলা চলে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এই প্রসঙ্গে স্নেহাশিস বলেন, 'আমি খবরে দেখলাম যে ত্রিপুরার ক্রিকেটসচিব বলছেন যে ওখানে একটা নতুন স্টেডিয়াম হচ্ছে। সেখানে কেকেআরের কিছু ম্যাচ হবে। আমার মনে হয় না যে কেকেআর তাতে রাজি হবে। কারণ কেউ ইডেন গার্ডেন ছেড়ে যেতে চায় না। একটা ম্যাচ হলে ঠিক আছে। কিন্তু, তার বেশি না।'

স্নেহাশিস সোজাসুজি জানিয়ে দেন, ইডেনে কেকেআর যেভাবে দর্শকদের সমর্থন পায়, সেটা অন্য কোথাও পাওয়া সম্ভব না। তিনি বলেন, '৬৫ হাজার দর্শককে অস্বীকার করা যায় না। গত মরশুমের আগে কেকেআরের খারাপ দিনগুলোতেও স্টেডিয়াম ভরা ছিল।' স্নেহাশিস পাশাপাশি বলেন, 'এবছর তো উদ্বোধন আর ফাইনালটাও ইডেনেই হবে।' স্নেহাশিস জানিয়েছেন, তিনি কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালের কাছে খবর দেখে চিঠি লিখে জানতে চেয়েছিলেন, সত্যিটা কী? এই ব্যাপারে স্নেহাশিস বলেন, 'ভেঙ্কি মাইসোরের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। আমি ওঁকে বলে দিয়েছি যে ইডেনে কোনও সংস্কার হচ্ছে না। আমি ওঁকে চিঠিও দিয়েছি।'

আরও পড়ুন- কোহলিকে একঝলক দেখার তাড়না! অস্ট্রেলিয়ার গাছে উঠলেন সমর্থকরা, দেখুন সিরিজ শুরুর আগেই চরম উন্মাদনা

স্নেহাশিস জানিয়েছেন যে অদূর ভবিষ্যতেও ইডেনে সংস্কার হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, 'এই ধরনের সংস্কারের জন্য সেনাবাহিনীর অনুমোদন দরকার। তার জন্য দু'বছর সময় লাগে। এখনও পর্যন্ত ইডেনের ইজারার নবীকরণই হয়নি। তাই আমরা সেনাবাহিনীর থেকে সংস্কারের জন্য কোনও সবুজ সংকেতও পাইনি।'

IPL Snehasish Ganguly cab KKR
Advertisment