Rishabh Pant-IPL-Delhi Capitals: ঋষভ পন্থ আগামী বছর, অর্থাৎ ২০২৫ আইপিএলে আর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকছেন না। তাঁর ওপর চাপ কমাতে চায় এই আইপিএল দল। দিল্লি ফ্র্যাঞ্চাইজির কর্তারা চান, পন্থ বিনা চাপে খেলুন। তাতে দলের মঙ্গল। পন্থের জায়গায় অলরাউন্ডার অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব নিতে পারেন। সম্প্রতি পন্থের সঙ্গে দিল্লির কর্তাদের কথাবার্তা হয়েছে। দিল্লি এবার হেমাঙ্গ বাদানিকে হেড কোচ করেছে। ভেনুগোপাল রাওকে দেওয়া হয়েছে ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব।
এই ব্যাপারে দিল্লি ক্যাপিটালসের এক সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, 'দিল্লি নতুন অধিনায়ক খুঁজছে। অক্ষর প্যাটেলকে নতুন অধিনায়ক করার সম্ভাবনা আছে। তবে এখনই অক্ষরকে দল অধিনায়ক ঘোষণা করতে চাইছে না। বদলে নিলামের দিকে তাকিয়ে আছে। নিলামে তেমন কাউকে পাওয়া গেলে, তাঁকেই দিল্লির দায়িত্ব দিতে চান কর্তারা। সম্ভবত নভেম্বরের মাঝামাঝিই নিলাম হয়ে যাবে। তখনই ব্যাপারটা স্পষ্ট হবে। তবে, পন্থকে দল ছাড়তে চাইছে না। তার কারণ, পন্থের দক্ষতা নিয়ে কর্তাদের কোনও সন্দেহ নেই। তবে, তাঁদের ধারণা যে ক্যাপ্টেন্সি ছাড়লে পন্থ আরও ভালো খেলবেন।'
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই ভালো না। দল শেষবার প্লে অফ পর্যায়ে পৌঁছেছিল ২০২১-এ। তাদের সবচেয়ে ভালো পারফরম্যান্স বলতে ২০২০ সাল। সেবার দিল্লি ফাইনালে উঠেছিল। ক্যাপ্টেন ছিলেন শ্রেয়স আইয়ার। সেই শ্রেয়সের নেতৃত্বেই এবছর কেকেআর আইপিএল জিতেছে। তারপর পন্থ দায়িত্ব নেন দিল্লির। তিনি এক ভয়ংকর দুর্ঘটনার মুখে পড়েছিলেন। তারপর থেকে বছর দেড়েক চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। এবছর আইপিএলে প্রতিযোগিতামূলক খেলায় ফিরেছেন। দিল্লির নেতৃত্বও দিয়েছেন। কিন্তু, দিল্লির ফল ভালো হয়নি। তালিকায় ষষ্ঠ হয়েছে ডিসি।
এই পরিস্থিতিতে এবার শ্রেয়স আইয়ারকে ভীষণভাবেই পেতে চাইছে দিল্লি। কিন্তু, সেটা তখনই সম্ভব হবে যদি শ্রেয়সকে কেকেআর ছেড়ে দেয়। নিজের ভবিষ্যৎ জানতে সম্প্রতি পন্থ দিল্লির অন্যতম মালিক পার্থ জিন্দাল ও কিরণ কুমার গান্ধির সঙ্গে দেখা করেছিলেন। তারপরই ১২ অক্টোবর মধ্যরাতের পর বছর ২৭-এর এই খেলোয়াড় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'যদি আমি নিলাম উঠি, জানি না বিক্রি হব কি, হব না! হলেও সেটা কত দামে?'
If go to the auction. will I be sold or not and for how much ??
— Rishabh Pant (@RishabhPant17) October 11, 2024
আরও পড়ুন- ম্যাচের মধ্যেই পন্থকে সরিয়ে কিপার জুরেল! দুঃস্বপ্নের দিনে টিম ইন্ডিয়ার হতাশা বাড়াল বড় আপডেট
আইপিএলে পন্থের ভবিষ্যৎ যাই হোক না কেন, তিনি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে নিজেকে ম্যাচ উইনার প্রমাণ করেছেন। ৭৬টি একদিনের ম্যাচে তাঁর রানের পরিমাণ ১,২০৯। তার মধ্যে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরিও। এবারের টি২০ বিশ্বকাপে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ৩১ বলে ৪২ করেছিলেন। আইপিএলে ১১১ ম্যাচে তাঁর রানের পরিমাণ ৩,২৮৪। আছে ১৮টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি।