Lalit Modi accuses N Srinivasan fixing for CSK: আইপিএল যাঁর মস্তিষ্কপ্রসূত ধরা হয়, সেই ললিত মোদি এবার বড়সড় অভিযোগ ভাসিয়ে দিলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের উদ্দেশ্যে। বলে দিলেন, সিএসকে ম্যাচে ইচ্ছা করেই চেন্নাইয়ের আম্পায়ারদের দিয়ে ম্যাচ পরিচালনা করা হত।
রাজ শামানির ইউটিউব চ্যানেলে ললিত মোদি বলে দিয়েছেন, "উনি আইপিএল মোটেও পছন্দ করতেন না। ভাবতেন, আইপিএল সেভাবে সফল হবে না। কিন্তু যখন এটা সাফল্য পেতে শুরু করেছিল সকলেই নড়েচড়ে বসেছিল। উনি ছিলেন বোর্ডের সদস্য এবং সচিব। তাই উনি আমার কাছে প্রতিবন্ধকতা হয়ে উঠেছিলেন। আমি ওঁর বিরোধিতা করেছিলাম। উনিও অনেক কিছু করেছিলেন। তার মধ্যেই একটা আম্পায়ারদের ফিক্সিং। উনি নিজেই স্বীকার করেন যে উনি এটা করেছিলেন।"
"এই বিষয়ে আমি ওঁকে সরাসরি অভিযুক্তও করেছিলাম। উনি আম্পায়ার বদলে দিতেন। শুরুতে অতটা পাত্তা দিইনি। পরে বুঝতে শুরু করি চেন্নাইয়ের আম্পায়ারদের সিএসকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এটা কে ফিক্সিং বলা হয়। যখন ওঁদের মুখোশ খুলে ফেলতে উদ্যত হলাম, সেই সময়ে উনি পুরোপুরি আমার বিরুদ্ধাচরণ করতে শুরু করেন।"
Lalit Modi accuses Srinivasan of UMPIRE FIXING in IPL:
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) November 27, 2024
1. Srini anyhow wanted Flintoff in CSK. He was BCCI Sec. We asked all other teams not to bid for him.
2. Srini changed the umpires. He appointed Chennai Umpires in the matches of Chennai Super Kings🤯
🎥: Raj Shamani YT pic.twitter.com/Z610hckBqD
এমনকি মোদির ফ্লিন্টফের নিলাম নিয়েও গড়াপেটার অভিযোগ তুলেছেন। বলে দিলেন, বাকি সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছিল ফ্লিন্টফের জন্য যেন কেউ বিড না করে। "সমস্ত কিছু বাদ দেওয়া হোক। নিলামের সমস্ত ব্যাপার স্যাপার। আমিই আসলে নিলামে ফ্লিন্টফকে শ্রীনিবাসনের হাতে তুলে দিই। হ্যাঁ আমরা এটা করেছিলাম। কোনও সন্দেহ নেই। প্রতিটা দল জানত। নাহলে শ্রীনিবাসন আইপিএল আয়োজন করতেই দিতেন না। উনি আমাদের জঙ্গলে একটা কাঁটা গাছের মত হয়ে দাঁড়িয়েছিলেন। আমরা সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে বলি ফ্লিন্টফের জন্য যেন কেউ বিড না করে।"
"এটা আমি করতে বাধ্য হয়েছিলাম। কারণ শ্রীনিবাসন আমাকে বলেছিলেন, উনি ফ্লিন্টফকে চান। কিন্তু কেউ আইপিএলের মত বড়সড় ইভেন্ট যখন কেউ একক দায়িত্বে আয়োজন করে তখন সমস্ত কাঁটাঝোঁপ উপরে ফেলতে হয়। খেলার থেকে বড় আর কীই বা হতে পারে। প্রত্যেক প্লেয়ার তো মাত্র তিনমাসের জন্য খেলতে আসে।" বলেছেন ললিত মোদি।