Advertisment

Mumbai Indians to retain Rohit Sharma: IPL-এ ঠিক হয়ে গেল রোহিতের দল! অপমানের মুম্বইয়ে হিটম্যানের ভাগ্য চূড়ান্ত

KL Rahul unlikely to stay at LSG: আইপিএলে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে চলতি অক্টোবর শেষের আগেই। সেই হিসেবে ৩১ তারিখ জমা দেওয়ার কথা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mumbai Indians, Rohit Sharma, মুম্বই ইন্ডিয়ান্স, রোহিত শর্মা,

Mumbai Indians-Rohit Sharma: রোহিত মুম্বই ছাড়তে চাইছেন বলেই খবর। (ছবি- আইপিএল)

IPL 2025: তাঁর থেকে এবছরই ক্যাপ্টেন্সি ছিনিয়ে নিয়েছে দল। ভারত অধিনায়ক রোহিত শর্মা আইপিএলে মুম্বইকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু, ক্যাপ্টেন্সি ছিনিয়ে নেওয়ার সময় সেসব যেন মনেই রাখেননি মুম্বই কর্তারা। ক্ষোভে আসন্ন আইপিএলে দল বদলাতে চাইছেন রোহিত। এটা বেশ কিছুদিন ধরেই চর্চিত খবর। শোনা যাচ্ছিল যে রোহিত মুম্বই ছেড়ে লখনউ সুপার জায়ান্টস বা এলএসজিতে যোগ দেবেন। এলএসজির অধিনায়ক এবছরও ছিলেন কেএল রাহুল। সেই রাহুলের ব্যাপারে তারা শেষ পর্যন্ত কী করবে, তা এখনও স্পষ্ট করেনি এলএসজি। আবার, শোনা যাচ্ছে যে মুম্বইও রোহিতকে দল থেকে ছাড়তে চাইছে না।  

Advertisment

আপাতত জানা গিয়েছে যে লখনউ সুপার জায়ান্টস সম্ভবত তার দুই আনক্যাপড খেলোয়াড়- আয়ুশ বাদোনি এবং পেসার মহসিন খানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিয়ান বিগ-হিটার নিকোলাস পুরানকেও ধরে রাখতে পারে। আর মুম্বই রোহিত ছাড়াও ধরে রাখতে পারে হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরা ও সূর্যকুমার যাদবকে। এবছর আইপিএলে রোহিতকে সরিয়ে অধিনায়ক হওয়ার পর দলের হোম গ্রাউন্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামেই হার্দিককে অনুরাগীদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। মরশুম শেষে মু্ম্বইয়ের আইপিএল ফলাফলও ভালো হয়নি। ১৪ ম্যাচের চারটিতে জিতে টেবিলের শেষে দৌড় শেষ করেছে।

বিসিসিআই এবার একটি দলকে ছয় জন খেলোয়াড় ধরে রাখার অনুমতি দিয়েছে। যার মধ্যে পাঁচ জন ক্যাপড প্লেয়ার (ভারতীয়/বিদেশি)। এছাড়াও সর্বোচ্চ দুই জন আনক্যাপড খেলোয়াড়কেও ধরে রাখা যেতে পারে। সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩১ অক্টোবরের মধ্যে কোন খেলোয়াড়দের ধরে রাখতে চায়, তার তালিকা বিসিসিআইকে দিতে হবে। তারপর নভেম্বরেই মেগা নিলাম। এখন চলছে তারই প্রস্তুতি। নতুন নিয়ম অনুসারে, খেলোয়াড়দের ধরে রাখতে প্রথম খেলোয়াড়ের জন্য ১৮ কোটি টাকা, দ্বিতীয় খেলোয়াড়ের জন্য ১৪ কোটি টাকা, তৃতীয় খেলোয়াড়ের জন্য ১১ কোটি টাকা, চতুর্থ খেলোয়াড়ের জন্য ১৮ কোটি টাকা আর পঞ্চম খেলোয়াড়ের জন্য ১৪ কোটি টাকা খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। 

এছাড়াও, একটি দল একজন আনক্যাপড খেলোয়াড়কে ধরে রাখতে পারে। কিন্তু, সেক্ষেত্রে তাদের রাইট টু ম্যাচ (RTM) ছাড়তে হবে। কিন্তু, যদি সেই দল মাত্র ৫ জন খেলোয়াড়কে ধরে রাখে, তবে তারা আরটিএমের সুবিধা পাবে। একজন আনক্যাপড প্লেয়ারকে ধরে রাখতে ফ্র্যাঞ্চাইজির খরচ হবে ৪ কোটি টাকা।

এমআই

এই পরিস্থিতিতে এমআই যদি রোহিত, হার্দিক, বুমরা আর সূর্যকুমারকে ধরে রাখে তবে মোট ১২০ কোটি টাকার তহবিল থেকে তাদের ৬১ কোটি টাকাই খরচা হয়ে যাবে। জানা গেছে যে এমআই নিলামে উইকেট-রক্ষক ব্যাটসম্যান ইশান কিষানকে কিনতে চায়। আর, টিম ডেভিডের জন্য আরটিএমের সুবিধা ব্যবহার করতে চায়।

রাজস্থান রয়্যালস

সূত্রের খবর যে, রাজস্থান রয়্যালস তিন ভারতীয়কে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা হলেন অধিনায়ক সঞ্জু স্যামসন, ওপেনার যশস্বী জয়সওয়াল ও মিডল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পরাগ। তারা ইংল্যান্ডের জস বাটলারের সঙ্গেও আলোচনা চালাচ্ছে।

এলএসজি

এই পরিস্থিতিতে লখনউ কী করে, সেদিকে অনেকেই তাকিয়ে। কারণ, লখনউ এখনও ভারতীয় দলে থাকা তাদের অধিনায়ক কেএল রাহুলের ব্যাপারে পাকাপাকি কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে রাহুল সম্পর্কে এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, 'ও এখানেই থাকবে। শুরু থেকেই এখানে আছে। ব্যক্তিগতভাবে আমার আর আমার ছেলে শাশ্বতর কাছে ও একজন পরিবারের সদস্যের মতই।' এসব বলার পাশাপাশি অগাস্টে এক অনুষ্ঠানে জাহির খানকে এলএসজির নতুন পরামর্শদাতাও ঘোষণা করেছেন গোয়েঙ্কা। 

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস সম্ভবত তিনজন খেলোয়াড়, উইকেটরক্ষক-অধিনায়ক ঋষভ পন্থ, অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবকে ধরে রাখতে পারে। ডিসি এখনও আইপিএল জিততে পারেনি। এবার ফলও খারাপ করেছে। তারপরই কোচ রিকি পন্টিংকে অপসারণ করেছে। পন্টিং এরপর পঞ্জাব কিংসে চলে গেছেন। 

আরও পড়ুন- পন্থকে ভয়াবহ 'শাস্তি' দিচ্ছে দিল্লি ক্যাপিটালস! বেনজির ধাক্কায় সমস্ত ক্ষমতা খোঁয়াতে চলেছেন সুপারস্টার

পঞ্জাব কিংস
শোনা যাচ্ছে, আরশদীপের প্রতি আগ্রহী পঞ্জাব কিংস। ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যে ভারতীয় দলের এই ফাস্ট বোলারের সঙ্গে কথাও বলেছে। আরদীপকে তারা ধরে রাখতে চায়। এছাড়াও পঞ্জাব দুই আনক্যাপড খেলোয়াড় শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মাকেও ধরে রাখতে চায়। এই দুই আনক্যাপড খেলোয়াড় এবার পঞ্জাবের হয়ে দুর্দান্ত খেলেছেন।

Mumbai Indians Rohit Sharma KL Rahul LSG
Advertisment