Preity Zinta viral photo: ১৪ বছরের বৈভবের সঙ্গে প্রীতি জিন্টার অশ্লীল ছবি ভাইরাল, ক্ষোভে ফেটে পড়লেন ডিম্পল গার্ল

Preity Zinta fake photo with Vaibhav Suryavanshi: IPL 2025-এ পাঞ্জাব ও রাজস্থানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের পরে প্রীতি ও বৈভবের মোলাকাত হয়, যার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। তবে এই ছবিটি এডিটেড (মরফড) ছিল এবং তা নিয়ে প্রীতি জিন্টা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

Preity Zinta fake photo with Vaibhav Suryavanshi: IPL 2025-এ পাঞ্জাব ও রাজস্থানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের পরে প্রীতি ও বৈভবের মোলাকাত হয়, যার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। তবে এই ছবিটি এডিটেড (মরফড) ছিল এবং তা নিয়ে প্রীতি জিন্টা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Priety Zinta-Vaibhav Viral Photo: বৈভব সূর্যবংশীর সঙ্গে একটি ছবি ঘিরে বিতর্কে জড়িয়েছেন প্রীতি জিন্টা

Priety Zinta-Vaibhav Viral Photo: বৈভব সূর্যবংশীর সঙ্গে একটি ছবি ঘিরে বিতর্কে জড়িয়েছেন প্রীতি জিন্টা

Preity Zinta  Zinta reacts to fake photo: বলিউড অভিনেত্রী এবং পাঞ্জাব কিংস (PBKS)-এর মালকিন প্রীতি জিন্টা সম্প্রতি রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) সঙ্গে একটি ছবি ঘিরে বিতর্কে জড়িয়েছেন। IPL 2025-এ পাঞ্জাব ও রাজস্থানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের পরে প্রীতি ও বৈভবের মোলাকাত হয়, যার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। তবে এই ছবিটি এডিটেড (মরফড) ছিল এবং তা নিয়ে প্রীতি জিন্টা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

Advertisment

প্রীতি জিন্টা ওই ছবি দেখে ক্ষুব্ধ হয়ে বলেন যে এটি সম্পূর্ণ ভুয়ো। ভাইরাল হওয়া ওই ছবিতে দাবি করা হয়েছে, তিনি রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে জড়িয়ে ধরেছেন। এই ছবি নাকি জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে PBKS ও RR-এর মধ্যে হওয়া ম্যাচের পরে তোলা হয়েছে। এমনকি কিছু সংবাদমাধ্যম এই ছবিকে আসল ভেবে প্রচারও করেছে।

এই ঘটনার পর প্রীতি জিন্টা তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক রিপোর্ট শেয়ার করে লেখেন, “এই ছবি পুরোপুরি ভুয়ো।” তিনি স্পষ্ট করে জানান যে এটি ভুয়ো তথ্য ছড়ানোর একটি উদাহরণ।

Advertisment

আসল ভিডিওটি রাজস্থান রয়্যালস তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিল। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “স্কুলে ফ্লেক্স লেভেল: বৈভব সূর্যবংশী।” এখানে প্রীতি ও বৈভবের মধ্যে একটি হালকা মেজাজের সাক্ষাৎ দেখানো হয়েছে।

আরও পড়ুন 'ছেলেরা এত খায়!', টিমকে কথা দিয়ে ফেঁসে যান প্রীতি জিন্টা, বানিয়েছিলেন ১২০টা আলুর পরোটা

ভিডিওতে দেখা যায়, প্রীতি প্রথমে RR-এর ওপেনার যশস্বী জয়সওয়াল এবং পরে PBKS-এর খেলোয়াড় শশাঙ্ক সিংয়ের সঙ্গে আলাপ করেন। এরপর তিনি বলেন, “চলো, ওর সঙ্গে দেখা করি,” এবং বৈভবের দিকে এগিয়ে যান। তাঁদের মধ্যে কেবল একটি হাত মেলানোর মুহূর্ত ঘটে। তবে ভুয়ো ছবিতে তাঁদেরকে আলিঙ্গনের ভঙ্গিতে দেখানো হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। ভিডিওতে ‘কোই মিল গয়া’ গান বাজছিল, যা পুরো মুহূর্তটিকে একটি হালকা ‘ফ্যান মোমেন্ট’ হিসেবে তুলে ধরেছিল।

এই ঘটনার প্রেক্ষিতে প্রীতি জিন্টা ভুয়ো ছবি ও গুজব রটানোর বিরুদ্ধে সতর্কতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন ডেবিউ ম্যাচে আউট হয়ে কেঁদে-কেটে একসা! কী হয়েছিল সেদিন? ফাঁস করলেন বৈভব

IPL 2025 Vaibhav Suryavanshi Priety Zinta